বাজার করার অভিজ্ঞতা।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বৃহস্পতিবার। ২২ ই এপ্রিল, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছে।

IMG_20230421_153446_144.jpg



সুপ্রিয় বন্ধুগণ, মাঝেমধ্যে পরিবারের প্রয়োজনে বাজার করার দায়িত্বটা আমার কাঁধে চলে আসে। যদিও এখন পর্যন্ত পরিবারের প্রয়োজন অনুসারে বাজার করার দায়িত্ব প্রায় ৯৮% আমার বাবা পালন করেন। কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাদের এলাকার বিখ্যাত বামুন্দি বাজারে সবজি বাজার করতে এবং দই মিষ্টি ক্রয় করতে গিয়েছিলাম। আমরা ছিলাম মোট তিনজন। আমি এবং আমার চাচাতো ভাই মারুক এবং সাথে ছিল মারুফের ছোট ভাই। যাহোক, আমরা বামুন্দি বাজারে পৌঁছানোর পরে প্রথমে সরাসরি চলে গিয়েছিলাম সবজি বাজারে। সবজি বাজারে প্রচুর পরিমাণে টাটকা সবজি দেখে বেশ ভালো লেগেছিল আমাদের। তাই প্রথমে আমার খুবই পছন্দের সবজি টাটকা শসা ক্রয় করেছিলাম। শসা খেতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে শসা কাঁচা খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি সালাদ করে খেতেও ভালো লাগে। তাই আমিও আমার চাচাতো ভাই পরিবারের চাহিদা অনুযায়ী তিন কেজি করে টাটকা শশা ক্রয় করেছিলাম ৪০ টাকা কেজি দরে।

IMG_20230421_153423_397.jpg

IMG_20230421_153425_656.jpg

IMG_20230421_153337_908.jpg

IMG_20230421_153409_526.jpg



শসা ক্রয়ের পরে আমরা মিষ্টি কুমড়া কিনেছিলাম। পাকা মিষ্টি কুমড়া খেতে নিঃসন্দেহে খুবই সুস্বাদু লাগে। তারপর একেবারে সবুজ ও সতেজ উচ্ছে ক্রয় করেছিলাম এক কেজি পরিমাণ। অবশ্য উচ্ছে আমার চাচাতো ভাই ক্রয় করেছিল না। উচ্ছে আমার বাবার খুবই প্রিয় একটি সবজি। তাই বাজার করতে আসার সময় আমার বাবা আমাকে বলে দিয়েছিল যে, টাটকা উচ্ছে অবশ্যই যেন আমি ক্রয় করি। এরপর বেগুন সবজিটি দেখতে খুবই সুন্দর লেগেছিল। তাই আমরা ফ্রেশ বেগুন সবজি ক্রয় করেছিলাম। বেগুন সবজি ভাজা খেতে খুবই মজাদার লাগে। যদিও বেগুন সবজিটা একটু বেশি খেলে আমার শরীরের এলার্জি চুলকানি বৃদ্ধি পায়। যাহোক, পাকা টমেটো দেখে আমার চাচাতো ভাই পাকা টমেটো ক্রয় করা শুরু করেছিল। কিন্তু আমি পাকা টমেটো ক্রয় করেছিলাম না। কারণ আমি জানি যে এ ধরনের টমেটোগুলো মেডিসিন দিয়ে পাকানো হয়। যদিও এটা আমার চাচাতো ভাইও জানে, তারপরও সে ক্রয় করেছিল।

IMG_20230421_153356_565.jpg

IMG_20230421_153534_862.jpg

IMG_20230421_153505_673.jpg

IMG_20230421_153457_190.jpg

IMG_20230421_153453_714.jpg



আমাদের মেহেরপুর এলাকার প্রতিটি গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়। আর সেই উৎপাদিত টাটকা সবজিগুলোই আবার আমাদের গ্রাম অঞ্চলের হাট-বাজারে বিক্রয় করা হয়। তাই আমরা সব সময় সতেজ সবজি বাজার থেকে ক্রয় করতে পারি। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি হওয়ার কারণে সকল সবজি গুলোর মূল্য সহনীয় পর্যায়ে থাকে। যাহোক, আমি এবং আমার চাচাতো ভাই একটি করে লাউ ক্রয়ের মধ্য দিয়ে আমাদের সবজি বাজার করার কাজ শেষ করেছিলাম।

IMG_20230421_153609_246.jpg

IMG_20230421_153606_381.jpg



সবজি বাজার শেষ করে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে প্রবেশ করে দই মিষ্টির সুগন্ধে প্রাণটা ভরে গেল। বিভিন্ন রকমের মিষ্টি গুলো দেখে লোভ সামলানোই কঠিন হয়ে গিয়েছিল। পাশাপাশি অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় দই গুলো দেখে জিভে এমনিতেই জল চলে এসেছিল। আসলে মিষ্টির দোকানে বিভিন্ন রকমের মিষ্টি গুলো এবং দই গুলো খুবই সুন্দর দেখাচ্ছিল। আমি ২ কেজি মিষ্টি ক্রয় করেছিলাম ৭০০ টাকা দিয়ে এবং দুই কেজি দই ক্রয় করেছিলাম ৩৬০ টাকা দিয়ে। তারপর আমার চাচাতো ভাই তার চাহিদা মতো দই মিষ্টি ক্রয় করেছিল। দই মিষ্টি ক্রয় শেষে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হয়েছিলাম।

IMG_20230421_160822_331.jpg

IMG_20230421_160824_492.jpg

IMG_20230421_160808_990.jpg

IMG_20230421_160812_245.jpg

IMG_20230421_160807_741.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আমার কাছে বাজার করাটা একটু ঝামেলা মনে হয়। বিশেষ করে বাজারে অনেক মানুষের মধ্যে জিনিসপত্রের দাম-দর করাটা আমার কাছে সবচাইতে কঠিন একটি কাজ। তাই নিতান্তই প্রয়োজন ছাড়া আমি বাজারে যায় না। বাজার করার ক্ষেত্রে আমার দক্ষতা একেবারে নেই বললেই চলে। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুসারে বাজার করার ক্ষেত্রে অবশ্যই দক্ষ হওয়া প্রয়োজন।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
 last year 

আপনাদের ওদিকে এলাকার কিছু সবজি পাওয়া যায় তাই দাম সহনীয় পর্যায়ে রয়েছে, তবে আমার তো বাজারে যেতেই ভয় লাগে কারন প্রতিটি সবজির দাম আকাশ ছোঁয়া। যাইহোক আপনারা সৌভাগ্যবান কম দামে চমৎকার সবজি পাচ্ছেন।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলছেন ঘরের মধ্যে যদি মুরুব্বীরা থাকেন তাহলে বাজার ওনারাই করেন। তবে মাঝেমধ্যে দরকার পড়ে বাজারে যাওয়ার আপনি বেশ সতেজ এবং লোভনীয় রেসিপি গুলো ক্রয় করলেন। তাছাড়া মিষ্টি এবং দইয়ের কালার দেখে তবে বেশ ভালো লাগলো। অনেক গুলো দই দেখা যাচ্ছে সেখানে আমার বেশ পছন্দের খাবার। অনেক গুলো কেনাকাটা করলেন ভালো লাগলো বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62410.74
ETH 2445.09
USDT 1.00
SBD 2.67