হৈমন্তী ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার । ০৭ ই জুলাই, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20220821_163946_806.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার অত্যন্ত পছন্দের হৈমন্তী ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, হৈমন্তী ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুগণ, চলুন দেখে আসি আমার অত্যন্ত পছন্দের হৈমন্তী ফুলের ফটোগ্রাফি গুলো।



সুপ্রিয় বন্ধুগণ, হলুদ রঙের হৈমন্তী ফুল আমার অত্যন্ত পছন্দের একটি ফুল। বিশেষ করে হলুদ রঙের হওয়ার কারণে হৈমন্তী ফুল আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে। সবুজ পাতায় পরিপূর্ণ গাছে যখন হলুদ রঙের হৈমন্তী ফুলগুলো ফুটে থাকে তখন হৈমন্তী ফুলগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। এ ধরনের হৈমন্তী ফুলগুলো নিঃসন্দেহে আমাদের প্রকৃতিতে এক ধরনের অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। হৈমন্তি ফুলে তেমন কোনো সুগন্ধ নেই। কিন্তু গুচ্ছ আকৃতিতে ফুটে থাকা হৈমন্তী ফুলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আসলে একজন ফুল প্রেমী মানুষ হিসেবে আমি সব রকম ফুলকেই পছন্দ করি। তবে হৈমন্তী ফুল আমার বিশেষ পছন্দের ফুলের তালিকায় রয়েছে। তাই অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হলুদ রংয়ের হৈমন্তী ফুলের কিছু ফটোগ্রাফি আজ আমি আপনাদের নিকট শেয়ার করেছি। আমি আশা করি, হৈমন্তি ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

IMG_20220821_163946_806.jpg



IMG_20220821_163804_969.jpg



IMG_20220821_163819_775.jpg



IMG_20220821_163828_677.jpg



IMG_20220821_163837_951.jpg



IMG_20220821_163844_268.jpg



IMG_20220821_163845_324.jpg



IMG_20220821_163845_955.jpg



IMG_20220821_163907_438.jpg



IMG_20220821_163759_025.jpg



IMG_20220821_161816_408.jpg



IMG_20220821_161817_957.jpg



IMG_20220821_161821_536.jpg



IMG_20220821_161831_407.jpg



IMG_20220821_161838_997.jpg



IMG_20220821_161848_816.jpg



IMG_20220821_161901_104.jpg



IMG_20220821_163728_124.jpg



IMG_20220821_161757_595.jpg



IMG_20220821_161806_619.jpg



IMG_20220821_161808_600.jpg



IMG_20220821_161711_651.jpg



IMG_20220821_161718_620.jpg



IMG_20220821_161754_236.jpg





Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার অত্যন্ত পছন্দের হৈমন্তি ফুলের ফটোগ্রাফি এবং বর্ণনাগুলো পড়ে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের সমস্ত রেনডম ফটোগ্রাফি গুলো আমার নিজ গ্রাম থেকে তোলা হয়েছিল। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 last year 

ভাই আপনি আজ আমাদের মাঝে হলুদ রঙের হেমন্ত ফুলের ফটোগ্রাফি করেছেন ফুলগুলো আমার অনেক প্রিয়। এ ধরনের ফুল দেখলে সবারি ফটোগ্রাফি করতে মন চায়। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।শুভকামনা রইল এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাই আপনি হৈমন্তী দারুন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আরও ভিন্ন ভিন্ন কিছু ফুল থাকলে দেখতে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হৈমন্তী ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।তবে এই ফুল সম্পর্কে ছবিগুলোর নিচে আরেকটু বিস্তারিত বললে খুবই ভালো হতো। যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ দেখতে ভীষণ সুন্দর হয়েছে হৈমন্তি ফুলের ফটোগ্রাফি গুলো। এই ফুল আগে দেখেছি কিনা আমার মনে পড়তেছে না তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ হলে। অনেক গুলো ফটোগ্রাফি করলে আপনি খুব সুন্দর ফুলের কালার। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year (edited)

হৈমন্তী ফুলের চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ফুলগুলো এর আগে আমি কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর হৈমন্তী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার হলুদ রঙের হৈমন্তী ফুলের ফটোগ্রাফি সত্যি চমৎকার । এই ফুলটি এর আগে আমি দেখেছি তবে ফুলটির নাম জানতাম না ।আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুলের নামটি জানতে পারলাম । ফুলগুলো দেখতে সত্যি ভীষণ সুন্দর ।আপনার ফটোগ্রাফিও বেশ ভালো হয়েছে ।ধন্যবাদ।

 last year 

দারুন ফটোগ্রাফি করেছেন আপনার মতো আমিও যেখানে যেটা দেখি ফটোগ্রাফি করতে শুরু করি।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর করে হৈমন্তী ফুলের ফটোগ্রাফি করেছেন। হৈমন্তী ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এটি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক বলেছেন এই ফুলগুলোর মধ্যে তেমন কোন গন্ধ নেই। তবুও এই ফুলগুলো অনেকে পছন্দ করে। বিশেষ করে ঘরের পাশে এবং বাড়ির সামনে এই ফুলগুলো থাকলে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে হৈমন্তী ফুলের চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101164.87
ETH 3696.45
USDT 1.00
SBD 3.19