রুল পেন্সিল দিয়ে একটি সুন্দর মেহেদি ডিজাইনের চিত্র অংকন।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ২৮ ই জুন, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20230628_175948_721.jpg

IMG_20230628_175950_097.jpg

IMG_20230628_175956_556.jpg



সুপ্রিয় বন্ধুগণ, প্রথমে আমি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আর্ট করতে খুবই পছন্দ করি। তবে আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আযহা আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, তাই আমাদের এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ততম দিন পার করছি। বিশেষ করে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় ক্রয় করা এবং অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে গত কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম। একই সাথে নিজের বাড়ি ঘর পরিষ্কারের কাজে পুরো দুই দিন ব্যস্ততম সময় পার করেছি। আবার বেশ কয়েকটি নতুন আত্মীয় হয়েছে আমাদের। বিশেষ করে গত ঈদের আগে আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ হয়েছে। তাই সেই নতুন আত্মীয় বাড়িতে গিয়ে তাদের সবাইকে ঈদের দাওয়াত করতে হয়েছে। পাশাপাশি আরো চার জায়গায় ঈদের দাওয়াত করতে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে খুবই ব্যস্ততম দিন পার করেছি। আর এত ব্যস্ত থাকার পরেও চেষ্টা করেছি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে।

সুপ্রিয় বন্ধুগণ, আগামীকাল আমাদের অত্যন্ত আনন্দের দিন, পবিত্র ঈদুল আজহা অর্থাৎ আমাদের ঈদের দিন। আর এই ঈদ উপলক্ষে ছেলে মেয়েদের হাতে মেহেদি ডিজাইন করার ধুম পড়ে যায়। তাই আমি আপনাদের সকলের জন্য সুন্দর একটি মেহেদী ডিজাইনের আর্ট শেয়ার করছি। ঈদ উপলক্ষে আপনারা আমার এই মেহেদি ডিজাইনের আর্টটি দেখে আপনাদের হাতে মেহেদি ডিজাইন করতে পারেন। খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন এর আর্ট করেছি। তাহলে চলুন দেখে আসি আমার আজকের মেহেদি ডিজাইনের আর্টটি।

মেহেদী ডিজাইন এর আর্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলোর নাম নিম্নে দেয়া হলো:-

  • একটি সাদা কাগজ।
  • একটি রুল পেন্সিল।
  • একটি রাবার।


রুল পেন্সিল দিয়ে মেহেদি ডিজাইনের চিত্র অংকনের প্রসেসগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-





⬇️ step- 01 ⬇️

IMG_20230628_165754_578.jpg

IMG_20230628_170156_563.jpg

প্রথমে একটি রুল পেন্সিল এবং একটি সাদা পেজের খাতা সংগ্রহ করে নিয়েছিলাম। তারপরে রুল পেন্সিল দিয়ে ছোট গোলাকার একটি বৃত্ত তৈরি করে নিয়েছিলাম। তারপরে বৃত্তের ভিতরের অংশটি দাগ টেনে ডিজাইন করে দিয়েছিলাম।

⬇️ step- 02 ⬇️

IMG_20230628_170607_292.jpg

তারপরে বৃত্তের চারপাশ দিয়ে ছোট ছোট ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে দিয়েছিলাম।

⬇️ step- 03 ⬇️

IMG_20230628_171033_742.jpg

IMG_20230628_171643_684.jpg

এরপরে, পাপড়ির চারিদিকে মোট পাঁচটি পান পাতার চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। তারপরে পান পাতার ভিতরের অংশগুলো দাগ টেনে সুন্দর একটি ডিজাইন করে দিয়েছিলাম।

⬇️ step- 04 ⬇️

IMG_20230628_172219_302.jpg

IMG_20230628_173346_612.jpg

পান পাতার উপর দিয়ে প্রথমে একটি ফুলের কলির চিত্র অঙ্কন করে ডিজাইন করে দিয়েছি। তারপর একইভাবে আরও একটি ফুলের কলির চিত্র অঙ্কন করে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি। দুইটি ফুলের কলির ঠিক মাঝখানের অংশে গোলাকার বৃত্ত করে পুনরায় ডিজাইন করে দিয়েছি।

⬇️ step- 05 ⬇️

IMG_20230628_174340_545.jpg

ফুলের কলি দুইটির মাঝখানে বৃত্তের উপরের অংশে তিনটি পাতার চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। তারপর তিনটি পাতার ভিতরের অংশ ডিজাইন করে দিয়েছি।

⬇️ step- 06 ⬇️

IMG_20230628_174750_804.jpg

IMG_20230628_175310_185.jpg

তিনটি পাতার উপর দিয়ে ফুলের কলির আরো দুইটি চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। তারপর ফুলের কলি দুইটি সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পারছেন।

⬇️ step- 07 ⬇️

IMG_20230628_175541_247.jpg

মেহেদি ডিজাইন এর একেবারে উপরের অংশে দুইটি ফুলের কলির মাঝখানে পুনরায় ছোট্ট একটি গোলাকার বৃত্ত তৈরি করে নিয়েছিলাম। বৃত্তটির ভিতরের অংশে দাগ টেনে ডিজাইন করে দিয়েছিলাম এবং বৃত্তের চারপাশের অংশে ছোট ছোট পাপড়ির চিত্র অঙ্কন করে দিয়েছিলাম।

⬇️ step- 08 ⬇️

IMG_20230628_175905_433.jpg

IMG_20230628_175914_207.jpg

এবার মেহেদী ডিজাইনের উপরের অংশে বৃত্তের উপর দিয়ে তিনটি পাতার চিত্র অঙ্কন করে ডিজাইন করে দেওয়ার মধ্য দিয়ে মেহেদি ডিজাইনের চিত্র অঙ্কন করা সুসম্পন্ন হয়েছিল।

⬇️ step- 09 ⬇️

IMG_20230628_175948_721.jpg

IMG_20230628_175950_097.jpg

IMG_20230628_175955_414.jpg

IMG_20230628_175956_556.jpg

মেহেদি ডিজাইন এর এক পাশে আমার স্টিমিট আইডির নামটি লিখে দিলাম। রুল পেন্সিল দিয়ে একটি সুন্দর মেহেদি ডিজাইন এর আর্ট সুসম্পন্ন হয়ে গেল। আমি জানিনা আমার আজকের মেহেদি ডিজাইনের আর্টটি আপনাদের নিকট কেমন লেগেছে। তবে আমার আজকে মেহেদি ডিজাইনের আর্টটি দেখে আপনাদের মনের অনুভূতির কথাগুলো জানার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 last year 

যেকোনো উৎসবের মেয়েরা হাতে মেহেদি পড়তে বেশি পছন্দ করে। তবে আজকাল মাঝে মাঝে মেয়েদের হাতে কোন উৎসব ছাড়া মেহেদি পড়তে দেখা যায়। ঈদ চলেই এসেছে এই মেহেদি ডিজাইন আর্ট যে কেউ চাইলে হাতে লাগাতে পারে। খুবই সুন্দর একটা মেহেদি ডিজাইন আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

মেহেদি ডিজাইন মেয়েদের জন্য খুব বেশি দরকার।কারণ মেয়েরা আসলেই মেহেদি দিতে পছন্দ করে।তবে ঈদুল ফিতরের একটু বেশি দেয় আমি কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করি। মেহেদি ডিজাইন টি পছন্দ হয়েছে এটি দেখে মেহেদির দেয়া চেষ্টা করব।

 last year 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রুল পেন্সিল দিয়ে একটি সুন্দর মেহেদি ডিজাইনের চিত্র অংকন। আপনার চিত্র অংকন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 
 last year 

ভাইয়া ঈদ মোবারক। আপনি আজকে রুল পেন্সিল দিয়ে একটি সুন্দর মেহেদি ডিজাইন এর চিত্র অংকন করেছেন। আপনার তৈরি অংকন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চিত্র অঙ্গনে প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। সাথে খুব সুন্দর বর্ণনাও করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার আর্ট দক্ষতা দিন দিন বেড়েই চলেছে।যতই আপনার এত সুন্দর আর্ট গুলো দেখছি ততই যেন মুগ্ধ হয়। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর একটি ডিজাইন আর্ট দেখে। আশা করি এভাবে আপনি আরো অনেক কিছু তৈরি করে দেখাবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56586.95
ETH 2389.49
USDT 1.00
SBD 2.34