আমাদের ফুলবাগানের যত্ন // ফুল বাগানে পানি সেচ দেওয়া ও গোলাপ ফুলের কিছু চারা লাগানোর কার্যক্রম।

in আমার বাংলা ব্লগ6 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240212_153723_750.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আমাদের অনেকদিনের একটি মনের আশা পূর্ণ হয়েছে, সেটা হল আমাদের স্কুল প্রাঙ্গণে সুন্দর একটি ফুলের বাগান তৈরি করা। ফুলবাগানের প্রায় প্রতিটি ফুল গাছে নতুন করে ফুল আসছে শুরু করেছে। আজকে দেখলাম কসমস ফুল গাছে তিনটা ফুল ফুটেছে। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে একটি ফুল বাগান অন্যরকম সৌন্দর্যের উৎস। যাহোক আমাদের ফুলবাগানের যত্ন নিতে আমরা কোন সময় কমতি করি না। কেননা আমাদের উদ্দেশ্য খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের স্কুল প্রাঙ্গণের ফুলবাগানটি অত্যন্ত সুন্দর একটি ফুল বাগানে পরিণত করা। তাই আমরা আমাদের ফুল বাগানের সার্বিক যত্ন নেওয়ার ক্ষেত্রে সব সময় সজাগ ও সচেতন থাকি।

IMG_20240212_150040_870.jpg

IMG_20240212_150027_696.jpg

IMG_20240212_150031_712.jpg

IMG_20240212_150034_602.jpg



সুপ্রিয় বন্ধুগণ, গতকাল আমাদের স্কুল প্রাঙ্গণের ফুল বাগানে ঢুকে দেখি ফুল বাগানের মাটি একেবারেই শুকিয়ে গেছে। আসলে আমাদের স্কুলের এই স্থানটি বেশ উঁচু জায়গা। তাই নিয়মিত পানি শেষ দেয়ার পরেও মাটিতে রস থাকে না। তাই ফুলবাগানের প্রতি আমাদের কিছুটা বাড়তি সজাগ থাকতে হয় এবং বাড়তি পরিশ্রম করতে হয়। তাই গতকাল ফুলবাগানের মাটি শুকনো দেখে খুব দ্রুত অফিস রুমে চলে গেলাম। সেখানে ফুল বাগানে পানি দেওয়ার জন্য চিকন প্লাস্টিক রয়েছে। প্লাস্টিক পাইপগুলো নিয়ে এসে আমাদের স্কুলের মোটরের সাথে সেট করে দিয়েছিলাম। তারপর কয়েক মিনিট ফুল বাগানে পানি দেওয়ার পরে কয়েক ঘণ্টার জন্য লোডশেডিং এর শিকার হয়েছিলাম।

IMG_20240212_150002_170.jpg

IMG_20240212_150230_266~2.jpg



কিন্তু ফুলবাগানে পানি দেওয়ার জন্য পাইপগুলো সঠিকভাবে সেট করে রেখেছিলাম। এমন সময় ফুলবাগান ভালোভাবে দেখার পরে ভাবলাম আরো কিছু গোলাপ ফুলের চারা লাগালে আমাদের ফুলবাগানটি দেখতে আরো বেশি সুন্দর হয়ে উঠবে। তাই হেড স্যারে অনুমতি নিয়ে খুব দ্রুত পাশের একটি নার্সারি থেকে ১৩ টি গোলাপ ফুলের চারা ক্রয় করে এনেছিলাম। তারপর আমাদের স্কুল বাগানের গুরুত্বপূর্ণ জায়গায় গোলাপ ফুলের চারা গুলো সুন্দর ভাবে লাগিয়ে দিয়েছিলাম। আসলে একটি ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে গোলাপ ফুলের ভূমিকা সব থেকে বেশি থাকে। তাই আমাদের ফুল বাগানে গোলাপ ফুলের চারা লাগানোর ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

IMG_20240212_150102_864.jpg

IMG_20240212_150108_816.jpg

IMG_20240212_150106_515.jpg

IMG_20240212_150142_723.jpg

IMG_20240212_150104_447.jpg



গোলাপ ফুলের চারা গুলো লাগানোর কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসলো। তারপর মোটর অন করে মনের মতো আমাদের ফুলবাগানে পানি সেচ দিতে শুরু করেছিলাম। পুরো ফুলের বাগান পানি সেচ দিয়ে কাঁদা সৃষ্টি করে দিয়েছিলাম। যাতে পুরো ফুল বাগানের মাটি একরসা হয়ে যায়। আর মাটিতে যখন বেশি পরিমাণে রস থাকবে তখন ফুল গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রতিটি গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে। মাটিতে রস থাকা অবস্থায় ফুল ফুটলে ফুলগুলো আকারেও অনেকটা বড় হয়। এবং ফুলগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। যাহোক ইতিমধ্যে আমাদের ফুলবাগানে গাঁদা ফুল, ডালিয়া ফুল, গোলাপ ফুল, কসমস ফুল এবং লাল জাতীয় নাম অজানা সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। ফুল বাগানে পানি সেচ দেওয়ার সময় যখন ফুলের উপর পানি ছিটিয়ে পড়েছিল তখন ফুলের সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পাচ্ছিল। এমনকি গাঁদা ফুলে পানি ছিটিয়ে পড়ার সাথে সাথে তো সুগন্ধ বের হতে লাগলো। যাহোক, ফুলবাগানে পানি দেওয়ার সাথে সাথে ফুল গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আমি আশা করি এভাবে নিয়মিত ফুল বাগানে যত্ন নিতে পারলে খুব তাড়াতাড়ি আমাদের ফুলবাগানের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে এবং ফুল গাছগুলো খুব দ্রুত অনেক বেশি বড় হয়ে যাবে। যাহোক, আমাদের ফুলবাগানের পরবর্তী কার্যক্রম গুলোও আপনাদের সাথে ধারাবাহিক ভাবে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভাল থাকুন এবং সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 6 months ago 

স্যার যদিও আমরা যখন ছিলাম তখন এই ফোন লাগানোর কথা ছিল কিন্তু আমরা এই ফুল লাগাতে পারি নাই। কিছুদিন আগে স্কুল ফিল্ডে গিয়ে দেখলাম স্কুলের সামনে খুব সুন্দর করে ফুল লাগানোর স্থান তৈরি করেছে। তবে আজকে আবার আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম এখানে সেচ দেয়া হয়েছে এবং গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে আসলে ফুলগুলো ফুটলে স্কুলটা আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাইজান আপনাদের বিদ্যালয়ের ফুল বাগানটা বেশ চমৎকার তৈরি করেছেন দেখছি। আর এখন অনেকগুলো ফুলের গাছ লাগানোর মধ্য দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো আমার। হয়তো একদিন ফুলে ফুলে ভরে উঠবে আপনাদের এই সুন্দর বাগানটি। তবে আরো সুন্দর দৃশ্য দেখতে চাই।

 6 months ago 

আমার পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি এত সুন্দর ফুল বাগান থাকে। তাহলে পরিবেশটা খুবই ভালো লাগে। কারণ যে পরিবেশ দেখতে সুন্দর লাগে সেখানে সময় কাটাতেও ভালো লাগে। তাছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দেখেই অনেক গার্ডিয়ানেরা স্টুডেন্ট ভর্তি করায়। বেশ ভালোই করলেন একটি সুন্দর ফুল বাগান করেছেন। সেখানে পানি সেচের ব্যবস্থা করতেছেন। তাছাড়া যত্ন করলে আশা করি অনেক সুন্দর হবে ফুল বাগানটি।

 6 months ago 

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

স্কুলের সামনে এরকম ফুলের বাগান করলে দেখতে খুবই সুন্দর লাগে । যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন । আপনার হাতে যে কার্যক্রম তুলে ধরেছেন সেটা দেখে খুবই ভালো লাগলো। এক সময় দেখতে পাবৈ ফুলের বাগানটির সৌন্দর্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। এভাবে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65