আমার বাংলা ব্লগ-Diy(এসো নিজে করি):রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল সহ গোলাপ ফুলের গাছ তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

💖আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি💖

তাং:১৭/১১/২০২১ইং

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন এবং নিরাপদে আছেন ।

সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমার পোষ্টের বিষয়-রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল সহ গোলাপ ফুলের গাছ তৈরি। আমি দীর্ঘ সময় ধরে চেষ্টা করে রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল এবং গোলাপ ফুলের গাছ তৈরি করেছি। আমি জানি গোলাপ ফুলের গাছ তৈরি খুব ভালো হয়নি কিন্তু আমি তার পরেও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ।

এবার চলুন বন্ধুগণ আমরা দেখিনি রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুলসহ গোলাপ ফুলের গাছ তৈরির প্রয়োজনীয় উপকরন সমুহ
IMG_20211117_165354.jpg

💖 প্রয়োজনীয় উপকরণ সমুহ নিম্নে দেওয়া হল💖

রঙ্গিন কাগজসাতটি
গাম আঠাদুই কৌটা
সুপার গ্লু আঠাদুইটা
কাঁচিতিনটা (বড়, মাঝারি ও ছোট কাঁচি)
কার্টুন১টি
ব্লেড০১টি

💖 সুপ্রিয় বন্ধুগণ, এবার আমি আমার ডাই পোষ্টের প্রতিটি ধাপের বর্ণনাসহ ফটোগ্রাফি আপনাদের নিকট উপস্থাপন করছি💖

⬇️ ধাপ-০১:⬇️

IMG_20211117_111018.jpg
প্রয়োজনীয় সকল উপকরণ গুলো সংগ্রহ করে নিলাম। গোলাপ ফুল গাছের ডাল বানানোর জন্য বাঁশের একটি ছোট ফালি চিকন করে চিরে ধারালো কাটারি দিয়ে সাইজ করে চেঁছে নিলাম।

⬇️ ধাপ-০২:↙️

IMG_20211117_111107.jpg
একটি কার্টুন সংগ্রহ করে নিলাম।

IMG_20211117_111302.jpg
কার্টুনটি ভাঁজ করে গোলাপ ফুল গাছের টবে পরিণত করে দিলাম।

⬇️ ধাপ-৩:⬇️

IMG_20211117_111455.jpg

IMG_20211117_111438.jpg

IMG_20211117_111553.jpg

IMG_20211117_111521.jpg
নীল রঙের একটি কাগজ গোলাকার করে জড়িয়ে নিলাম গোলাপ ফুল গাছের কান্ড তৈরি করার জন্য।

♣️ ধাপ-০৪:♣️

IMG_20211117_112135.jpg
টবের মাঝখানের স্থানটি ব্লেড দিয়ে গোল করে কেটে দিলাম।

👇 ধাপ-০৫:👇

IMG_20211117_112303.jpg

IMG_20211117_112300.jpg
টবের ভিতর গোলাপ ফুলের জন্য তৈরি কান্ড টি ঢুকিয়ে দিলাম।

↘️ ধাপ-০৬:↙️

IMG_20211117_113032.jpg
IMG_20211117_113041.jpg
একটি পেস্ট রঙ্গের রঙ্গিন কাগজ দিয়ে টব টি সুন্দর করে মড়িয়ে দিলাম।

⬇️ ছবি-৭:⬇️

IMG_20211117_113721.jpg

IMG_20211117_115807.jpg
বাঁশের তৈরি গোলাপ ফুল গাছের জন্য তৈরি ডালগুলো রঙ্গিন কাগজ দিয়ে মড়িয়ে দিলাম।

⬇️ ছবি-৮:↙️

IMG_20211117_120005.jpg

IMG_20211117_120206.jpg

IMG_20211117_121944.jpg

IMG_20211117_121933.jpg

IMG_20211117_121906.jpg

IMG_20211117_121901.jpg

IMG_20211117_121852.jpg
গোলাপ ফুল গাছের কান্ডের সাথে ডাল গুলো খুব সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
IMG_20211117_122216.jpg

IMG_20211117_122015.jpg

⬇️ ছবি-৯:⬇️

IMG_20211117_122639.jpg
গোলাপ ফুল তৈরি করার জন্য রঙ্গিন কাগজ গুলো সাইজ করে কেটে নিলাম।

♣️ ছবি-১০:♣️

IMG_20211117_122840.jpg

IMG_20211117_122819.jpg

IMG_20211117_122812.jpg

IMG_20211117_123334.jpg
রঙিন কাগজ গুলো ভাঁজ করে নিলাম।

👇 ছবি-১১:👇

IMG_20211117_124137.jpg

IMG_20211117_124132.jpg

IMG_20211117_124118.jpg

IMG_20211117_124111.jpg

IMG_20211117_124318.jpg
কাঁচি দিয়ে ভাঁজ করা কাগজ গুলো কেটে ফুল বানিয়ে দিলাম।

↘️ ছবি-১২:↙️

IMG_20211117_124422.jpg
ফুলগুলো মেলিয়ে দিলাম।

⬇️ ধাপ-১৩:⬇️

IMG_20211117_125045.jpg

IMG_20211117_125041.jpg

IMG_20211117_130400.jpg
রঙ্গিন ফুল কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিলাম।

⬇️ ধাপ-১৪:↙️

IMG_20211117_130838.jpg

IMG_20211117_132851.jpg
IMG_20211117_132644.jpg

IMG_20211117_132632.jpg
টুকরো টুকরো ফুলগুলো আঠা লাগিয়ে গোলাপ ফুলের পাপড়িতে পরিণত করে নিলাম।

⬇️ ধাপ-১৫:⬇️

IMG_20211117_132733.jpg

IMG_20211117_132859.jpg

IMG_20211117_132857.jpg

IMG_20211117_132755.jpg

IMG_20211117_132739.jpg

IMG_20211117_133227.jpg

IMG_20211117_133034.jpg

IMG_20211117_133019.jpg

IMG_20211117_132949.jpg
IMG_20211117_132914.jpg

IMG_20211117_133016.jpg
গোলাপ ফুলের পাপড়ি গুলো ছোট-বড় মিল করে আঠা লাগিয়ে গোলাপ ফুল তৈরী করে নিলাম।

♣️ ধাপ-১৬:♣️

IMG_20211117_162833.jpg

IMG_20211117_162827.jpg
প্রতিটি গোলাপ ফুলের জন্য একটি করে ডান্টি তৈরি করে নিলাম।

👇 ধাপ-১৭:👇

IMG_20211117_162852.jpg

IMG_20211117_163257.jpg

IMG_20211117_163303.jpg

IMG_20211117_163327.jpg

IMG_20211117_163306.jpg

IMG_20211117_163342.jpg

IMG_20211117_163333.jpg
ডান্টির একটি মাথা সামান্য কেটে তিনটি অংশ করে নিলাম। কাটা অংশে সুপার গ্লু আঠা দিয়ে গোলাপ ফুল লাগিয়ে দিলাম।

↘️ ধাপ-১৮:↙️

IMG_20211117_164430.jpg
ডান্টি লাগানো গোলাপ ফুল গুলো আলাদা করে রাখলাম।

⬇️ ধাপ-১৯:⬇️

IMG_20211117_163414.jpg

IMG_20211117_163402.jpg

IMG_20211117_163420.jpg

IMG_20211117_163428.jpg
সবুজ রঙের রঙ্গিন কাগজ দিয়ে পাতা তৈরি করে নিলাম।

⬇️ ধাপ-২০:↙️

IMG_20211117_163505.jpg

IMG_20211117_163500.jpg

IMG_20211117_163440.jpg

IMG_20211117_163521.jpg
হলুদ রঙের রঙ্গিন কাগজ দিয়ে হলুদ পাতা তৈরি করে নিলাম।

⬇️ ধাপ-২১:⬇️

IMG_20211117_163628.jpg

IMG_20211117_163724.jpg

IMG_20211117_163700.jpg

IMG_20211117_164018.jpg

IMG_20211117_163835.jpg
গোলাপ ফুল গাছের প্রতিটি ডালের নিচের অংশে একটি করে হলুদ রঙের পাতা লাগে দিলাম।

♣️ ধাপ-২২:♣️

IMG_20211117_164239.jpg

IMG_20211117_164153.jpg

IMG_20211117_164107.jpg

IMG_20211117_164103.jpg

IMG_20211117_164022.jpg

IMG_20211117_164018.jpg

IMG_20211117_163930.jpg
গোলাপ ফুল গাছের প্রতিটি ডালের উপরের অংশে দুটি করে সবুজপাতা লাগিয়ে দিলাম।

👇 ধাপ-২৩:👇

IMG_20211117_164443.jpg

IMG_20211117_164616.jpg

IMG_20211117_164532.jpg

IMG_20211117_164515.jpg

IMG_20211117_164503.jpg

IMG_20211117_164459.jpg

IMG_20211117_164456.jpg
IMG_20211117_164732.jpg

গোলাপ ফুল গাছের প্রতিটি ডালের সাথে একটি করে গোলাপ ফুল লাগিয়ে দিলাম।

↘️ ধাপ-২৪:↙️

IMG_20211117_164710.jpg

IMG_20211117_164854.jpg

IMG_20211117_164930.jpg
গোলাপ ফুল গাছের কান্ডের উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম।ঢাকনাটির মাঝখান দিয়ে একটি চিকন ডাল আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ডালটির উপরে একটি গোলাপ ফুল লাগিয়ে দিলাম। এভাবেই আমি রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল সহ গোলাপ ফুলের গাছ তৈরি সম্পূর্ণ করলাম।

গোলাপ ফুলের গাছের সঙ্গে আমার কয়েকটি সেলফি-

IMG_20211117_165320.jpg

IMG_20211117_165358.jpg

IMG_20211117_165939.jpg

গোলাপ ফুলের গাছ টি আমার ঘরের সামনে রেখে দিলাম ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।

💖 আমার একটি ভিডিও💖

১০% বেনিফিসারী লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

সুপ্রিয় বন্ধুগণ, আমার এই পোস্টটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

💖 আল্লাহ হাফেজ💖

আমার পরিচিতিকিছু তথ্য
আমার নাম@bidyut01
ফটোগ্রাফি ডিভাইসiTel vision 1
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৮ বছর
আমার ইচ্ছেলাইফটাইম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ব্লগিং করা

Sort:  

পোস্টটা ইউনিক ছিল। অনেক অনেক বড় পোস্ট ভাই। বেশি বড় পোস্ট আবার অনেক পাঠক এড়িয়ে চলে। ভাল ছিল

দাদা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনি খুব সুন্দর করে প্রতিটি ফুল বানিয়েছেন, অনেক ধৈর্য নিয়ে করেছেন।

আমার অনেক ভালো লেগেছে শুভকামনা দাদা

ওয়াও ভাই অসাধারণ প্রতিভার অধিকারী আপনি। খুবই সুন্দর হয়েছে আপনার তৈরীকৃত ফুলটি দেখতে চমৎকার লাগছে। আর আপনার উপস্থাপনা গুলোতো অতুলনীয়। শুভকামনা আপনার জন্য সামনের পথ আপনার জন্য অনেক সহজ হোক এই দোয়াই রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনি। আপনার মন্তব্য পড়ে আমি অনেক উৎসাহ বোধ করছি।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল সহ গোলাপ ফুলের গাছটি খুব সুন্দর হয়েছে। আপনার গোলাপ ফুলের গাছ টির জন্য আপনি খুব সুন্দর কালার পছন্দ করেছেন। যার কারণে গোলাপ ফুলের গাছটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার গোলাপ ফুলের গাছটি তৈরীর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে এটি খুব জটিল এবং সময় সাপেক্ষ । তারপরও আপনি এই কাজটি সম্পন্ন করে সুন্দর একটি গোলাপ ফুলের গাছ তৈরি করতে সক্ষম হয়েছেন । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনার পোস্টটি পড়ে খুবই সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন। ফুলটি তৈরি করতে আমার দীর্ঘ সময় লেগেছে আপু।

 3 years ago 

অনেক পরিশ্রমের একটা ডাই করেছেন ভাই।আমার খুব ভালো লেগেছে আর ধাপ গুল আসলেই দারুন এবং নিখুত ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুবই সুন্দর মন্তব্য করেছেন। প্রায় সবটাই পোস্ট করতে সত্যিই অনেক সময় লাগে।

 3 years ago 

ওয়াও ভাইয়া অসাধারন একটি কাজ দেখিয়েছেন গোলাপ ফুল এবং ফুলের গাছ দুটোই। দেখেই মনে হচ্ছে অনেক পরিশ্রম হয়েছে আপনার এই কাজটি করতে। দীর্ঘ সময় লেগেছে মনে হচ্ছে। আপনার কাজ দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। আপনি কাজ করা প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি পর্ব আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার কাজের বর্ণনা বলে শেষ করা যাবে না। এ রকম কাজ দেখলে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল গাছ এবং ফুল তৈরি করে দেখানোর জন্য। খুব ভালো থাকবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন আমার পোস্টটি পড়ে। সুন্দর মন্তব্যের জন্য আমি আপনার নিকট অনেক কৃতজ্ঞ রইলাম।

 3 years ago 

বাহ, খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন, প্রতিটি ধাপ দেখে বোঝা যাচ্ছে আপনি কতটা পরিশ্রম করেছেন। আমার কাছে খুবই সুন্দর লেগেছে আপনার তৈরি কাগজের ফুল।

 3 years ago 

আপনার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা গোলাপ ফুল এবং গোলাপ ফুলের কাজ খুব সুন্দর হয়েছে।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে ফুল এবং ফুলের গাছ তৈরীর পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31