কবিতা :- "তোমার আমার প্রেম"।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বুধবার, ২৪ ই মে ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
আমার পাশে তুমিই থেকো
আসুক যতই ঝড় - তুফান,
ভালোবাসায় রাঙ্গিয়ে ভুবন
রাখবো মোরা প্রেমের মান।
আমার অনুভবে তুমিই থেকো
সারা সকাল-দুপুর ও রাত,
আমি প্রেম দিয়ে পূর্ণ করে দেবো
তোমার ভালোবাসার আকাশ।
নীল আকাশের মেঘ তুমি
ভালোবাসার রিম ঝিম বৃষ্টি,
আমার হৃদয়ের প্রশান্তি তুমি
বিধাতার হাতে গড়া অপূর্ব সৃষ্টি।
আমার ভালোবাসার বসন্তের ফুল তুমি
সকালবেলার সজীব হৃদয়ের হাসি,
মন চায় সারা জীবন তোমাকে
ভালোবেসে আমার বুকের মধ্যে রাখি।
তোমাকে ভালোবেসে আমার এই মন
তোমাকেই কাছে চাই, শুধু সারাক্ষণ,
শক্ত করে গড়া মোদের ভালোবাসার ফ্রেম
চিরদিন রয়ে যাবে তোমার আমার প্রেম।।
কবিতাটির মূল কথা।
প্রিয় ভালোবাসার মানুষটিকে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। আপনি সত্যি বলেছেন আমরা সবাই ভালোবাসার মানুষটিকে পাশে পেতে চাই। ভালোবাসার আবেগে কবিতার প্রতিটি লাইন ছেয়ে গেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি প্রিয় মানুষটাকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। এটা সত্যি বলেছেন আমরা সুখে দুঃখে সব সময় প্রিয় মানুষটাকে কাছে পেতে চায়। সত্যি আপনার ভালোবাসার কবিতায় প্রতিটি লাইনে আবেগে পরিপূর্ণ ছিল। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
ঠিক বলেছেন আমরা সবাই চাই ভালোবাসার প্রিয় মানুষটাকে সব সময় কাছে রাখতে। দুঃখের সময়ও প্রিয় মানুষটাকে আমাদের পাশেই প্রত্যাশা করি। তোমার আমার প্রেম কবিতাটা আপনি খুবই সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন যা পড়ে সত্যি অসম্ভব ভালো লাগলো। এরকম কবিতা পড়তে আমি সত্যি অনেক বেশি পছন্দ করি। ভালোবাসার আবেগে আপনার কবিতার প্রত্যেকটা লাইন লেখা। মনটা ভরে গেল আপনার আজকের কবিতাটা পড়ে। এরকম কবিতা আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।