কবিতা :- "তোমার আমার প্রেম"।

in আমার বাংলা ব্লগ4 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার, ২৪ ই মে ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আপনাদের নিকট নতুন একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন, আমার লেখা কবিতাটি পড়ে আসি।

parrots-g96f183d04_1280.jpg

Source



ভালোবাসার প্রিয় মানুষকে আমরা সব সময় আমাদের পাশে রাখতে চাই। আমাদের জীবনের চরম দুঃখের সময়ও আমরা প্রিয় মানুষকে আমাদের পাশেই প্রত্যাশা করি। জীবনের সর্বক্ষেত্রে ভালোবাসার প্রিয় মানুষকে কাছে পাওয়ার মধ্যে রয়েছে জান্নাতের সুখ। তাই আমাদের সকলের উচিত, প্রিয় মানুষকে সব সময় ভালোবাসা ও প্রেমের বন্ধনে অটুট ভাবে বেঁধে রাখা। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আবেগের একটি কবিতা শেয়ার করছি। কবিতাটি পুরো ভালবাসার আবেগের উপর ভিত্তি করে আমি লিখেছি। তাহলে চলুন আমার লেখা ভালোবাসার আবেগের কবিতাটি পড়ে আসি।

সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি একটি কবিতা লিখেছি। আমার কবিতার নাম "তোমার আমার প্রেম" । আমি আশা করি আমার আজকের লেখা 'তোমার আমার প্রেম' কবিতাটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে কবিতাটি মনোযোগ সহকারে পড়ে আসি।


কবিতা:- 'তোমার আমার প্রেম'।



আমার পাশে তুমিই থেকো
আসুক যতই ঝড় - তুফান,
ভালোবাসায় রাঙ্গিয়ে ভুবন
রাখবো মোরা প্রেমের মান।



আমার অনুভবে তুমিই থেকো
সারা সকাল-দুপুর ও রাত,
আমি প্রেম দিয়ে পূর্ণ করে দেবো
তোমার ভালোবাসার আকাশ।



নীল আকাশের মেঘ তুমি
ভালোবাসার রিম ঝিম বৃষ্টি,
আমার হৃদয়ের প্রশান্তি তুমি
বিধাতার হাতে গড়া অপূর্ব সৃষ্টি।



আমার ভালোবাসার বসন্তের ফুল তুমি
সকালবেলার সজীব হৃদয়ের হাসি,
মন চায় সারা জীবন তোমাকে
ভালোবেসে আমার বুকের মধ্যে রাখি।



তোমাকে ভালোবেসে আমার এই মন
তোমাকেই কাছে চাই, শুধু সারাক্ষণ,
শক্ত করে গড়া মোদের ভালোবাসার ফ্রেম
চিরদিন রয়ে যাবে তোমার আমার প্রেম।।



কবিতাটির মূল কথা।

আমরা পরস্পরের সাথে ভালোবাসার শক্ত একটি সম্পর্ক গড়ে তুলবো। যে সম্পর্কটা কোনভাবেই যেন নষ্ট না হয়ে যায়। আর ভালোবাসার মানুষ প্রিয় মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়েই প্রেমের চরম সার্থকতা অর্জন করা সম্ভব।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 4 months ago 

প্রিয় ভালোবাসার মানুষটিকে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। আপনি সত্যি বলেছেন আমরা সবাই ভালোবাসার মানুষটিকে পাশে পেতে চাই। ভালোবাসার আবেগে কবিতার প্রতিটি লাইন ছেয়ে গেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাইয়া আপনি প্রিয় মানুষটাকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। এটা সত্যি বলেছেন আমরা সুখে দুঃখে সব সময় প্রিয় মানুষটাকে কাছে পেতে চায়। সত্যি আপনার ভালোবাসার কবিতায় প্রতিটি লাইনে আবেগে পরিপূর্ণ ছিল। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 4 months ago 

ঠিক বলেছেন আমরা সবাই চাই ভালোবাসার প্রিয় মানুষটাকে সব সময় কাছে রাখতে। দুঃখের সময়ও প্রিয় মানুষটাকে আমাদের পাশেই প্রত্যাশা করি। তোমার আমার প্রেম কবিতাটা আপনি খুবই সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন যা পড়ে সত্যি অসম্ভব ভালো লাগলো। এরকম কবিতা পড়তে আমি সত্যি অনেক বেশি পছন্দ করি। ভালোবাসার আবেগে আপনার কবিতার প্রত্যেকটা লাইন লেখা। মনটা ভরে গেল আপনার আজকের কবিতাটা পড়ে। এরকম কবিতা আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.08
JST 0.023
BTC 26598.85
ETH 1590.08
USDT 1.00
SBD 2.15