রঙ্গিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার । ২২ ই এপ্রিল, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

Screenshot_20230422-222737~2.jpg



আমার পোষ্টের শুরুতেই আমি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। ঈদ পৃথিবীর সকল মানুষের নিকট অন্যতম প্রধান এবং অন্যতম বড় ধর্মীয় একটি উৎসব। আর ঈদ পৃথিবীর সকল মুসলমান এবং অধিকাংশ ধর্মের, সকল বর্ণের, সকল জাতি-গোত্র ও সমাজের মানুষেরা ঈদ উপলক্ষে আনন্দ করে এবং ঈদকে উপভোগ করার চেষ্টা করে। একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। আর আমরা বাঙালি জাতি হিসেবে আমরা সকল ধর্মীয় অনুষ্ঠানকেই অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করতে খুবই পছন্দ করি। কারণ আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার কিন্তু উৎসব আমাদের সবার। ধর্মীয় উৎসব করতে কারো নিষেধ নেই, ধর্মীয় উৎসবের আনন্দ নিতে কারো নিষেধ নেই। তাই আমরা সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে যথাযথ মর্যাদার সাথেই উদযাপন করতে খুবই পছন্দ করি।



যাহোক, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আপনাদের সকলের জন্য রঙ্গিন কাগজ দিয়ে ঈদের একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি শুভেচ্ছা কার্ডের মাধ্যমে আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা সবাই ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন। চলুন প্রথমে দেখে আসি শুভেচ্ছা কার্ড তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো নাম।



শুভেচ্ছা কার্ড তৈরীর উপকরণ গুলোর নাম নিম্নে দেওয়া হলো:-

উপকরণপরিমাণ
রঙ্গিন কাগজ০৪ টি
গাম আঠাএক কৌটা
কাঁচি০১ টি
রঙ্গিন পেন্সিল০১ টি


শুভেচ্ছা কার্ড তৈরীর প্রক্রিয়া গুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-

⬇️ ধাপ-০১⬇️

IMG_20230422_154941_829.jpg

শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমেই আমি প্রয়োজনীয় রঙ্গিন কাগজ এবং অন্যান্য উপকরণগুলো সংগ্রহ করে নিলাম।

⬇️ ধাপ-০২⬇️

IMG_20230422_153845_495.jpg

IMG_20230422_154553_696.jpg

নীল রঙের দুইটি রঙ্গিন কাগজ সমান করে সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করা রঙিন কাগজের উপরের এবং নিচের অংশ সমান হয়েছে কি-না সেটা ভালোভাবে দেখে নিলাম।

⬇️ ধাপ-০৩⬇️

IMG_20230422_155302_406.jpg

একটি সবুজ রঙ্গের রঙ্গিন কাগজের উপর ভাজ করে নেওয়া রঙ্গিন কাগজ দুটি আঠা দিয়ে লাগানোর কাজ শুরু করলাম।

⬇️ ধাপ-০৪⬇️

IMG_20230422_155836_661.jpg

IMG_20230422_155832_761.jpg

IMG_20230422_155829_243.jpg

সবুজ রঙের রঙিন কাগজের দুই পাশে ভাঁজ করে নেওয়া রঙ্গিন কাগজটি সুন্দরভাবে গাম আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ভাজ করে নেওয়া কাগজ দু'টি আঠা দিয়ে লাগানোর পরে শুভেচ্ছা কার্ডের আসল রূপ ফুটে উঠলো।

⬇️ ধাপ-০৫⬇️

IMG_20230422_160406_929.jpg

IMG_20230422_160403_431.jpg

IMG_20230422_160400_452.jpg

শুভেচ্ছা কার্ডের মাঝখানে আমি একটি রঙ্গিন পেন্সিল দিয়ে আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে ঈদের শুভেচ্ছাসূচক কথা গুলো লিখে দিলাম

⬇️ ধাপ-০৬⬇️

IMG_20230422_160507_047.jpg

IMG_20230422_160817_804.jpg

শুভেচ্ছা কার্ডের জন্য গোলাপী রং এর একটি রঙিন কাগজ নিলাম। তারপর রঙ্গিন কাগজ দিয়ে ভালো হবে ভাঁজ করে নিয়ে কাঁচি দিয়ে কেটে দুইটি সুন্দর সুন্দর ফুল তৈরি করে নিলাম।

⬇️ ধাপ-০৭⬇️

Screenshot_20230422-222737~2.jpg

Screenshot_20230422-222804~2.jpg

IMG_20230422_160947_289.jpg

শুভেচ্ছা কার্ডের দুই পাশে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি দুইটি ফুল ভালো ভাবে লাগিয়ে দিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর একটি শুভেচ্ছা কার্ড।



সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি রঙ্গিন কাগজ দিয়ে তৈরি শুভেচ্ছা কার্ডটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি। আপনারা সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন, ঈদ মোবারক





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 last year 

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি রঙিন কাগজের কার্ড বানিয়েছেন, যা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। ঈদ উপলক্ষে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। দেখতে চমৎকার লাগছে ভাইয়া। দুই পাশে থাকা ফুল দুইটি এই কার্ডের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।

 last year 

ভাইয়া প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। আপনি অনেক সুন্দর ভাবে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা কার্ড দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 last year 

প্রথমে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক। কাগজ দিয়ে খুব সুন্দর করে ঈদ কার্ড তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আগে ঈদ কার্ড এর ব্যাপক প্রচলন ছিলো তবে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি যুগে ঈদ কার্ড তেমন একটা দেখা যায় না। এত সুন্দর ঈদ কার্ড তৈরি করে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year (edited)

আপনাকেও ঈদে শুভেচ্ছা ভাই ৷ অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন ৷ রঙিন কাজের এমন কাজ গুলো দেখতে খুবই সুন্দর লাগে ৷ অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি শুভেচ্ছা কার্ড ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 last year 

আপনাকেও ঈদ মোবারক। আপনি সুন্দর রঙ্গিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য কার্ড টি দেখতে অনেক সুন্দর হয়েছে।আপনি ঠিক বলছেন ভাইয়া ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই একসাথে ঈদের ছুটি এবং আনন্দ উপভোগ করি অনেক ভালো লাগে।

 last year (edited)

আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা । আপনার তৈরি করা কার্ডটি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ড তৈরি করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আপনি। ভীষণ ভালো লেগেছে আপনার রঙিন কাগজের তৈরি এই কার্ড দেখে আমার কাছে। এভাবে রঙিন কাগজ দিয়ে যেকোনো কাজ করতে অনেক সময় লেগে যায়। সময় দিয়ে যেকোনো কাজ করলে ওইটা শেষের দিকে দেখতে ভীষণ ভালোই লাগে। দুই পাশে দুটি ফুল দেওয়ার কারনে আরো বেশি ভালো লেগেছে দেখতে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63017.22
ETH 2457.38
USDT 1.00
SBD 2.61