পবিত্র মাহে রমজান পালনে আমার প্রস্তুতি।

in আমার বাংলা ব্লগ4 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার। ১০ ই মার্চ, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।


islamic-3710002_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, আর মাত্র কয়েক দিনের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে আত্মশুদ্ধি ও সংযমের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের পুরো 30 দিন সংযমের সাথে থাকলে এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চললে বাকি 11 টি মাসও সুন্দরভাবে চলা সম্ভব হয়। সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি পবিত্র মাহে রমজানের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অত্যন্ত সুন্দরভাবে ও ধর্মীয় শৃঙ্খলা অনুসারে আমরা চলবো এবং আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করবো। সর্বোপরি আমরা মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো পবিত্র মাহে রমজান মাসে। সুপ্রিয় বন্ধুগণ প্রতিবারের ন্যায় এবারও আমি পবিত্র মাহে রমজান পালনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। সেই প্রস্তুতিগুলো আজ আমি আপনাদের নিকট শেয়ার করছি। যাতে আপনারা আমার গ্রহণ করা প্রস্তুতি গুলো জানতে পারেন এবং অনুসরণ করতে পারেন।


সুপ্রিয় বন্ধুগণ, আমার সম্পূর্ণরূপে ইচ্ছা আছে পবিত্র মাহে রমজানের পুরো 30 টি রোজা পালন করা। আর সেই লক্ষ্যে আমি শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করে ফেলেছি। যেহেতু মাহে রমজানের প্রথম দিন থেকে সেই সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার ও খাদ্যদ্রব্য খাওয়া থেকে বিরত থাকতে হবে, একই সাথে যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। তাই নির্বিঘ্নে পবিত্র মাহে রমজান পালনের উদ্দেশ্যে গত পাঁচ ছয় দিন আগে থেকে আমি সকল প্রকারের ভাজাপোড়া এবং তেল জাতীয় খাবার একেবারেই পরিত্যাগ করে দিয়েছি। যাতে আমার পেটে এসিডিটির কোন সমস্যা না দেখা দেয়। পাশাপাশি সহজে হজম হয় এমন খাবার গুলো বেশি করে খেয়েছি। একই সাথে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করেছি। যাতে মাহে রমজান মাসে আমার শরীরে কোন প্রকারের পানি শূন্যতা না দেখা দেয়। সব মিলিয়ে কিছুদিন নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকার মাধ্যমে নিজেকে শারীরিকভাবে বেশ উপযুক্ত করে তুলে ফেলেছি পবিত্র মাহে রমজান পালনের উদ্দেশ্যে। এখন বাকিটা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা।


সুপ্রিয় বন্ধুগণ, পবিত্র মাহে রমজান পালনের অন্যতম পূর্ব শর্ত হলো নিজেকে পবিত্র রাখা। তাই নিজেকে পবিত্র রাখার জন্য আমার সমস্ত পাঞ্জাবি ও অন্যান্য কাপড় চোপড় গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। যাতে আমি শারীরিকভাবে সবসময় পবিত্র থাকতে পারি। একই সাথে আমার ঘুমানোর ঘর, খাবার খাওয়ার ঘর এবং বিশ্রাম নেওয়ার ঘর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পাশাপাশি আমার বাড়ির আশেপাশের জায়গাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। যাতে পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় থাকে এবং সৌন্দর্য বিদ্যমান থাকে। পবিত্র মাহে রমজান মাস হলো নিজেকে পবিত্র করার ও শুদ্ধ করার মধ্য দিয়ে নিজেকে সংযমী করে তোলা। আর পবিত্র রমজান মাসের কল্যাণে আমরা যদি নিজেদেরকে সংযমী করে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের জন্য যেমন মঙ্গলজনক, ঠিক তেমনি আমাদের পরিবার ও সমাজের জন্য আরো বেশি কল্যাণকর।


সুপ্রিয় বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাস হল আত্মশুদ্ধির মাস, পবিত্রতা অর্জনের মাস এবং সংযমী হওয়ার মাস। তাই মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক বেশি সংযমী ও সচেতন হতে হবে। একই সাথে আমাদের আচার-ব্যবহারে সংযমী হতে হবে। পবিত্র রমজান মাসে আমাদের মুখ দিয়ে যেন কোন প্রকারের বাজে কথা উচ্চারিত না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মিথ্যা কথা বলা এবং পরস্পরকে বিদ্রুপ করা সম্পূর্ণ রূপে পরিত্যাগ করতে হবে। একই সাথে আমাদের আচার ব্যবহার দ্বারা কোন ব্যক্তি যেন সামান্য পরিমাণও কষ্ট না পায় সেদিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাই আমি ইতিমধ্যেই পরস্পরের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে এবং পরস্পরের সাথে আচার ব্যবহার করার ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করেছি। যাতে আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা এবং আমার কাজের দ্বারা কোন মানুষ সামান্য পরিমাণও কষ্ট না পায়। আর আমরা যদি মাহে রমজানের পুরো একটি মাস আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের দুটি হাতকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বাকি 11 টি মাস এভাবেই সঠিক পথে থাকার শক্তি মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দান করবেন-- এমনটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ মাহে রমজানের পবিত্রতা সকল প্রকারের অশ্লীল কাজ থেকে সকল মানুষকে রক্ষা করে।


সুপ্রিয় বন্ধুগণ, আমাদের ইসলামী বিধান অনুসারে পবিত্র মাহে রমজান মাসে দান-সাদকা করলে সওয়াব পূর্বের তুলনায় অনেক বেশি পাওয়া যায়। তাই আমি ইতিমধ্যেই শক্ত নিয়ত করেছি পবিত্র মাহে রমজান মাসে আমার সমর্থ্য অনুযায়ী দুজন হোক কিংবা পাঁচজন হোক গরিব মানুষকে কিছু দান সাদকা করবো। যাতে তারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়। তাই আপনারাও নিজ নিজ অবস্থান থেকে নিজ বাসস্থানের আশপাশে থাকা গরিব মানুষের হাতে কিছু দান-সাদকা করার চেষ্টা করবেন। আমাদের মনে রাখতে হবে, দান-সাদকা করলে আমাদের সম্পদ কমে যাবে না বরং বৃদ্ধি পাবে। আর দান-সাদকা যে পরিমাণই করেন না কেন সেটা অবশ্যই গোপনে করার চেষ্টা করবেন এবং গোপন রাখার চেষ্টা করবেন। এতে উভয়েরই মঙ্গল হয়। পাশাপাশি কারো যদি অপচয় করার অভ্যাস থাকে তাহলে আপনারা এই মাহে রমজান মাসে অপচয় করা পরিত্যাগ করবেন। কারণ অপচয়কারীকে সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। যাহোক সব মিলিয়ে আমি পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য এবং মাহে রমজান পালন করার জন্য মোটামুটি ভালো রকমের প্রস্তুতি গ্রহণ করেছি। এখন বাকিটা মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করছে।


সুপ্রিয় বন্ধুগণ, আসুন আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার যথার্থ পদক্ষেপ গ্রহণ করি এবং মাহে রমজান পালনে অত্যন্ত মনোযোগী হয়। যাতে আমরা ইহকালীন শান্তি পেতে পারি এবং পরকালে মুক্তি পেতে পারি। আর পবিত্র মাহে রমজান পালনের উদ্দেশ্যে আমার গ্রহণ করা প্রস্তুতিগুলো আপনাদের নিকট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। মাহে রমজানের পবিত্রতায় আমাদের শরীর ও মন কলুষ মুক্ত হয়ে যাবে এমনটাই আমি প্রত্যাশা করি। সকলকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।


আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

বছর ঘুরে এই মাহে রমজানের আগমন হয়।পৃথিবিতে শান্তি এবং বরকত নিয়ে আসে এই মাস।আপনার জন্য শুভ কামনা এবং দোয়া রইলো আপনার মনের আশা পুরন হোক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

রোজা পালনের প্রস্তুতি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আপনার প্রস্তুতি ও পরিকল্পনা বেশ ভালো লাগলো। আশাকরি আপনি সফল হবেন। রমজান মাসের যে চেতনা ও শিক্ষা তা সবার মাঝে জাগ্রত হোক এই কামনা করি। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61337.77
ETH 3390.52
USDT 1.00
SBD 2.47