আমরাই সেরা প্রজন্ম (১৯৯১-২০০৭ ইং) // পর্ব-০১।

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ১৯ ই ডিসেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20220914_122847_984.jpg



সুপ্রিয় বন্ধুগণ, নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর শত্রুমুক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের দেশে সময়ের তালে তালে এক এক প্রজন্ম এসেছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যদি একটু সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে সুস্পষ্ট ভাবে দেখা যাবে যে, ১৯৯১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এই প্রজন্মটা এখন পর্যন্ত আমাদের দেশের সবথেকে সেরা প্রজন্ম। আমার দৃষ্টিতে এই প্রজন্মটা কেন সব থেকে সেরা প্রজন্ম সেই কথাগুলো আজ আমি আপনাদের নিকট উপস্থাপন করছি। আমি আশা করি, আমার লেখাগুলো পড়ে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।

সুপ্রিয় বন্ধুগণ, ১৯৯১ সাল থেকে ২০০৭ সালের মধ্যে আমরা যারা আমাদের বাল্য জীবন অতিবাহিত করেছি অর্থাৎ কিশোর-কিশোরীর জীবন অতিবাহিত করেছি, ঠিক আমরাই জানি যে এই সময়টা আমাদের জন্য কত যে মধুর ছিল। আমাদের সময় আমাদের হাতে ছিল না মোবাইল ফোন, ছিল না মোবাইল ফোনে কিংবা ল্যাপটপে গেম খেলার কোন সুযোগ। কিন্তু আমাদের ছিল অনেকগুলো খেলার সাথী এবং সাথে ছিল অনেকগুলো খেলার আইটেম। প্রত্যেকদিন বিকেল হওয়ার সাথে সাথে পাড়ার খেলার সাথীদের নিয়ে আমাদের পাড়ায় শালিক পাখির মতো কিচিরমিচির পরিবেশ সৃষ্টি হয়ে যেত। কে ধনী ঘরের ছেলে-মেয়ে কিংবা কে গরিবের ছেলে মেয়ে--এটা নিয়ে ভেদাভেদ করার কোন সুযোগ ছিল না। আবার কে বয়সে বড়, কে বয়সে তুলনামূলক ছোট সেটাও দেখার কোন আগ্রহ কারোর ছিল না। সবাই একসাথে খেলা করতাম। এমনকি আমরা ছেলে ও মেয়েরা একত্রিত হয়ে খেলা করতাম, এতে কোন দোষ ছিল না, দোষ ধরারও কেউ ছিল না। কিন্তু ছিল আমাদের খেলা দেখার অনেক দর্শক। তারাই ছিল আমাদের অভিভাবক। খেলার সময় তারা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতো।

আমাদের সময় বিকেল বেলার প্রধান খেলা ছিল গোল্লাছুট। গোল্লাছুট খেলায় যে রাজা হবে সেই রাজাকে আটকানোর জন্য আমাদের কত যে প্রচেষ্টা ছিল তার কোন হিসেব ছিল না। এছাড়াও আমাদের অন্যতম প্রধান খেলা ছিল কানামাছি, বউ তোলা, মার্বেল খেলা, ডাং গুল, গাদন খেলা, খাপড়া খেলা সহ আরো অনেক ধরনের খেলা। আমাদের প্রজন্মের এমন কোন ছেলে অথবা মেয়েকে খুঁজে পাওয়া যাবে না যে, যিনি এ ধরনের খেলায় সম্পৃক্ত ছিলেন না। তাই আমরাই জানি এ ধরনের খেলাধুলার মুহূর্তগুলো আমাদের জন্য কত উপভোগ্য ছিল, কত আনন্দের ছিল, কত মধুর ছিল।

আমাদের বাবাকে দেখে যমের মতো ভয় পাওয়ার প্রজন্মই আমরা। আবার বাবা কোথাও গেলে বাবার জন্য পথের দিকে তাকিয়ে অপেক্ষা করার প্রজন্মও আমরা। আমরা আমাদের বাবার কাছ থেকে যে পরিমাণ আদর, স্নেহ পেয়েছি, আবার আমাদের বাবার কাছ থেকে যে পরিমাণ শাসন পেয়েছি, আমাদের বাবারা আমাদেরকে যে পরিমাণ সময় দিয়েছে, সেটা আমরা এই প্রজন্মের বাবা হয়েও আমাদের সন্তানকে দিতে পারবো না। সারাদিন বিভিন্ন ধরনের খেলাধুলা করার পর ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার পর পরই পড়াশোনায় মন দিয়েছি আমরা। রাতের বেলায় পড়ার ঘরের আলো সরবরাহের জন্য আমরাই ল্যাম্প জ্বালিয়েছি এবং জ্বালিয়েছি হারিকেন। রাতে পড়তে বসে বই সামনে নিয়ে ঘুমে ঠুলতে ঠুলতে কখন যে ঘুমিয়ে যেতাম একেবারেই বুঝতে পারতাম না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতাম ঠিকই আমরা আমাদের বিছানায় ঘুমিয়ে ছিলাম। হয়তো পড়তে পড়তে যখন ঘুমিয়ে গিয়েছিলাম হয় বাবা নয়তো মা কোলে করে ঘুমানোর বিছানায় শুয়ে দিয়েছিল আমাদের।

চলবে







১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44