আমার বাংলা ব্লগ|| 'আম্মাজান' মুভি রিভিউ || তাং: ০৭/০৮/২০২২ইং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজ আমি আপনাদের নিকট 'আম্মাজান' মুভিটির রিভিউ উপস্থাপন করছি। আশা করি মুভিটির রিভিউ আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

Screenshot_20220803-220905~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


মুভিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিম্নে উপস্থাপন করা হলো:-

মুভিটির নামআম্মাজান
পরিচালককাজী হায়াৎ
অভিনয়েমান্না, মৌসুমী, আমিন খান, শবনম, মিজু আহমেদ, জ্যাকি, দুলারি, সিদ্দিকুর রহমান, হিরু ও অন্যান্য।
ভাষাবাংলা
দৈর্ঘ্য২:১৬ মিনিট
মুক্তি পায়২৫ জুন,১৯৯৯ সালে

Screenshot_20220803-221517~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


মুভিটির সারসংক্ষেপ।

Screenshot_20220807-174933~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই লাল মিয়া নামের একজন ব্যক্তি যিনি ইলেকট্রসিটির কাজ করতেন। তার একমাত্র সন্তান ছিল যার নাম বাদশা। একদিন তিনি ইলেক্ট্রসিটির শট খেয়ে মৃত্যুবরণ করেন। এদিকে তার স্ত্রী এবং সন্তান ঘর ভাড়া এবং অন্যান্য খরচ বহন করতে না পেরে লাল মিয়ার অফিসে যায় লাল মিয়ার পাওনা টাকা আদায় করতে। এই সুযোগে লাল মিয়ার বড় সাহেব তার পিয়নের সহযোগিতায় লাল মিয়ার স্ত্রীর সম্ভ্রম নষ্ট করে। বাদশার চোখের সামনে তার মায়ের সম্ভম নষ্ট হওয়ার দৃশ্য দেখে বাদশা বড় সাহেবকে খুন করে। এই খুনের অপরাধে বাদশা এবং তার মায়ের ১৪ বছরের জেল হয়।

Screenshot_20220803-221735~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

তারপর বাদশা বড় হয় এবং বিভিন্ন টেন্ডারবাজি করে অনেক টাকার মালিক হয়ে যায়। তবে বাদশা নারী নির্যাতনকে কোনভাবেই প্রশ্রয় দিতেন না। লিটন নামের একটি ছেলে একটি মেয়ের সম্ভ্রম নষ্ট করে। এ খবর বাদশা শুনেই ছুটে যায় সেই লিটনের বাড়িতে এবং সাথে সাথে লিটনকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে। লিটনের খুনের মধ্য দিয়ে বাদশার বন্ধু কালাম এর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এদিকে বাদশার বাল্যবন্ধু নবাব ছিল বাদশার সকল কাজের সহযোগী। বাদশা তার আয়ের বেশিরভাগ টাকা সমাজের গরীব-দুঃখী এবং অসহায় মানুষের দান করে দিতেন। একদিন বাদশা এবং বাদশার আম্মাজান সহ তার সকল দলবল নিয়ে একটি মাজারে গিয়েছিল দোয়া করার এবং দান খয়রাত করার জন্য। আর সেখানেই বাদশা "আম্মাজান আম্মাজান চোখের মনি আম্মাজান" এই গানটি পরিবেশন করেছিলেন। তারপর বাদশার মায়ের ইজ্জত নষ্ট করার সহযোগীকে বাদশা নিজে হাতে হত্যা করে প্রতিশোধ নেয়। তারপর বিষয়টি তার মায়ের কাছে বলে। নবাব বাদশাকে আম্মাজানের জন্য ফল ক্রয়ের কথা বলে। নবাবের কথা শুনে বাদশা ফলের দোকানের সমস্ত ফলগুলো আম্মাজানের জন্য ক্রয় করে বাড়িতে নিয়ে আসে।

Screenshot_20220803-220229~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

এদিকে খান সাহেবের একমাত্র মেয়ে রিনার সাথে খান সাহেবের বন্ধুর একমাত্র ছেলে মিজানের বিবাহের জন্য আংটি পরানো সম্পন্ন হয়ে যায়। ওই সময় দেশে তীব্র আকারে বন্যা হয়। বন্যা দুর্গত মানুষদের জন্য রিনা ত্রাণ সামগ্রী নিয়ে তাদের মাঝে বিতরণ করে। ওই সময় বাদশা এবং বাদশার আম্মাজান বন্যা দুর্গত মানুষদের মধ্যেও ত্রাণ বিতরণ করতে যায়। ওই সময় বাদশার আম্মাজান রিনাকে দেখে নিজের বৌমা করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি বাদশা জানতে পেরে রিনা এবং রিনার পিতার কাছে সরাসরি প্রস্তাব করেন রিনাকে বিয়ে করার জন্য এবং জোরপূর্বক বিয়ে করার হুমকি দেয় বাদশা। কিন্তু বাদশা'র মতো একজন সন্ত্রাসের সাথে রিনার বিয়ে দেওয়া অসম্ভব মনে করলেন খান সাহেব । আর রিনাকে জোরপূর্বক বিয়ে করার বিষয়টি নিয়ে কালামের সাথে বাদশার দ্বন্দ্ব জটিল পর্যায়ে যায়।

Screenshot_20220803-221921~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

তারপর বাদশা একটি নারী নির্যাতনের প্রতিবাদ করার জন্য এবং নারীর নির্যাতনকারীকে হত্যা করার জন্য রংপুরে যায় এবং নারী নির্যাতনকারীকে নিজের হাতে হত্যা করে। তারপর নির্যাতিত মেয়েটিকে বাদশা তার বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেয় এবং নবাবের সাথে বিয়ে দিয়ে দিল। নবাবের বিয়ের দিন বাদশা জোর করে রিনাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এদিকে কালাম গোপনে নবাবকে খুন করার পরিকল্পনা করে বাদশার গাড়িতে একটি বোমা সেট করে রাখে। কিন্তু গাড়িতে সেট করা বৌমায় নিহত হয় নবাবের নতুন বউ। তারপর কালাম এর সাথে বাদশার দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। এদিকে বাদশা রিনাকে জোর করে তার বাড়িতে নিয়ে আসে। এই বিষয়টিকে কেন্দ্র করে কালাম বাদশার বাড়িতে আসে এবং আম্মাজানের বুকে গুলি চালায়। এতে বাদশা আগুনের মতো জ্বলে ওঠে এবং কালামকে হত্যা করার জন্য দ্রুত রওনা হয়। অন্যদিকে মিজানের সাথে রিনার বিয়ের সকল আয়োজন যখন সম্পন্ন হয়ে গেছে ঠিক তখনই বাদশাহ এবং কালামের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় এবং উভয় পক্ষের লোকজনকে হত্যা করা হয়।

Screenshot_20220806-144149~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

শেষ পর্যায়ে বাদশা যখন রিনাকে বুঝিয়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় কালাম পিছন দিক থেকে বাদশাকে পর পর বেশ কয়েকটি গুলি করে দেয়। তারপর নবাব এসে কালামকে গুলি করে হত্যা করে। আহত অবস্থায় বাদশা রিনাকে তার মায়ের কাছে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আম্মাজান রিনাকে দেখেই বাদশাকে আদেশ করলেন রিনা কে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে আসতে। তারপর বাদশাহ এবং তার আম্মাজানের মধ্যে খুবই ইমোশনাল কিছু সংলাপ হয়। তারপর আম্মাজানের কোলে মাথা রেখে বাদশা মৃত্যুবরণ করেন। তারপর মুভিটি শেষ হয়ে যায়।

Screenshot_20220806-144319~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


শিক্ষা

Screenshot_20220803-220257~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

মুভিটি থেকে আমরা অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারি। মুভিটিতে দেখা গেছে একজন বৃদ্ধ আম্মাজানের প্রতি তার ছেলের অকৃতিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ। আম্মাজানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের শিক্ষাটি আমাদের প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। আম্মাজান মুভিটি থেকে অন্যায়ের প্রতিবাদ করার যথাপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারি আমরা। বিশেষ করে নারী নির্যাতন এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নারীদের যথাযথ সম্মান করার শিক্ষা আমরা যথাযথভাবে গ্রহণ করতে পারি এই মুভিটি দেখে। এছাড়াও এই মুভিটি থেকে আমরা আরো শিক্ষা গ্রহণ করতে পারি কারো কাছ থেকে জোরপূর্বক ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করা থেকে নিজেকে বিরত রাখা। সর্বোপরি এই মুভিটি দেখে আমরা আমাদের পিতা-মাতার প্রতি যথাপযুক্ত সম্মান করার শিক্ষা অর্জন করতে পারি, নারী নির্যাতন সহ অন্যান্য সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিক্ষা অর্জন করতে পারি এবং নারী জাতির প্রতি সম্মান ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা অর্জন করতে পারি।



মুভিটি সম্পর্কে আমার মতামত

Screenshot_20220803-220525~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

'আম্মাজান' মুভিটি আমাদের প্রয়াত নায়ক, মহানায়ক মান্না অভিনীত একটি ব্যবসা সফল এবং অত্যন্ত জনপ্রিয় একটি মুভি। মুভিটির প্রথম দিকে দেখা যায় একজন অসহায় নারীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে এসে জোর করে তার ইজ্জত নষ্ট করার দৃশ্য। আর এই অন্যায় ঘটনাটিকে কেন্দ্র করে মুভিটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের রচিত হয়েছে। মুভিটিতে বিশেষ করে দেখা যায় নারী নির্যাতনের বিরুদ্ধে বিশেষ প্রতিশোধ মূলক প্রতিবাদ। তাছাড়া মুভিটিতে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে আম্মাজানের প্রতি সন্তানের বিশেষ ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও দুর্বলতার দিকটি। মুভিটিতে আরো দেখা যায় সমাজের গরীব এবং অসহায় মানুষের মধ্যে সাহায্য বিতরণের এক অসাধারণ দৃশ্য। আবার এই মুভিটিতে দেখা গেছে রোমান্টিক প্রেমের দৃশ্য। তাই আমি মনে করি আম্মাজান মুভিটির মাধ্যমে আমাদের সমাজে অহরহ ঘটে যাওয়া বাস্তব ঘটনা গুলোকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই আমাদের সকলের উচিত আম্মাজান মুভিটি মনোযোগ সহকারে দেখা এবং এই মুভিটি থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা। আমি আশা করি আমাদের অত্যন্ত প্রিয় প্রয়াত মহানায়ক মান্নার জনপ্রিয় এই সিনেমাটি আপনারা সবাই দেখবেন।

Screenshot_20220803-221342~2.jpg

স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


ব্যক্তিগত রেটিং

আমি মুভিটি কে ৯/১০দিচ্ছি।



মুভিটি দেখার লিংক



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 2 years ago 

পোস্টটি টুইটারে শেয়ার করা হয়েছে লিংক

 2 years ago 

প্রথমেই মহানায়ক মান্না এর রুহের মাগফেরাত কামনা করছি।এই ছবিটি অনেক জনপ্রিয় এবং ব্যবসা সফল একটি সিনেমা।বেশ কয়েকবার দেখা হয়েছে সিনেমাটি। এই ছবিটি বেশি ভালো লাগে মায়ের প্রতি সন্তানের বিশেষ ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও দুর্বলতার দিকটি ফুটে উঠানো হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মুভির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মান্না অভিনীত, কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান মুভিটি দেখেনি এমন লোক কমই আছে । আমাদের ছোটবেলা কেটেছে আম্মাজান দেখে। মুভিটি রিভিউ আজকে আপনার মাধ্যমে দেখতে পেরে বেশ ভালই লাগলো। মান্না যে বাংলা সিনেমার এক মহানায়ক ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কি সুন্দর অভিনয় কি সাবলিল অঙ্গ ভঙ্গি সবকিছুই একসময় মানুষকে বিমোহিত করেছে ।এখনো করেই যাচ্ছে।
ধন্যবাদ ভাই আপনাকে মুভিটি রিভিউ করার জন্য

 2 years ago 

জি ভাইয়া মুভিটি খুবই জনপ্রিয় এবং আমাদের দেশের অনেক মানুষ মুভিটি বারবার দেখেছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক আগের মুভি। যদিও আমি দেখি নি। তবে একটা সময় এর বেশ ডাক নাম ছিলো।সুযোগ পেলে দেখার চেষ্টা করব ধন্যবাদ

 2 years ago 

সময় সুযোগ পেলেই মুভিটি একবার হলেও দেখে নেবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আম্মাজান মুভিটি দেখা হয়নি। তবে মুভির একটা গান শুনেছিলাম। আগেকার মুভি দেখতে অন্যরকম একটা মজা ছিল। সামাজিক অনেক কাহিনী ছিল যা দেখার মত, এবং অনেক শিক্ষনীয় বিষয় ছিল। কিন্তু সময়ের জন্য দেখা হয় না। আম্মাজান মুভির রিভিউ পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আম্মাজান মুভির গানগুলো খুবই সুন্দর। অনেক সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি অনেক বছর আগে এই মুভিটি কয়েকবার দেখেছিলাম। প্রায় চার থেকে পাঁচ বছর আগে এই মুভিটি দেখা হয়েছে। এই মুভিটি মাকে নিয়ে হওয়ার কারণে আমার কাছে একটু ভালো লাগতো। এত সুন্দর একটি মুভির রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আম্মাজান মুভিটি যে একবার দেখবে তাকে বেশ কয়েকবার দেখাই লাগবে। অনেক উৎসাহমূলক মন্তব্য করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সেই ছোটবেলায় দেখেছিলাম এই ছবিটি, বেশ জনপ্রিয় ছিল সেই সময়ে এবং এখনও এর গানগুলো ফেসবুকে দেখা যায়, খুবই ভালো রিভিউ করেছেন আপনি শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাইয়া আমিও ছোটবেলায় অনেকবার দেখেছিলাম মুভিটি। গঠনমূলক মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আম্মাজান সিনেমা আমি বেশ কয়েকবার দেখেছি প্রথম যখন দেখি তখন আমি ক্লাস ফোর কি ফাইভে পড়তাম। সিনেমাটি আসলে অনেক সুন্দর কালজয়ী।।

 2 years ago 

জি ভাই সিনেমাটি একটি কাল জয়ী সিনেমা। সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার খুবই পছন্দের একটি সিনেমা এটি। আম্মাজান সিনেমাটি আমি অনেকবার দেখেছি। খুবই সুন্দর ভাবে আপনি গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আম্মাজান সিনেমাটি আপনার পছন্দের জানতে পেরে আমার খুবই ভালো লাগলো। অতি চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আম্মাজান মুভিটি আমি খুব ছোট সময় দেখেছিলাম। একবার নয় কয়েকবার দেখেছি। খুব ভাল লাগছে মুভিটি দেখে। ঐসময় মুভিটি অনেজ জনপ্রিয়তা পেয়েছিল। এখনো অনেক মানুষ মুভিটি দেখে। ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

জি ভাইয়া মুভিটি অনেক জনপ্রিয় ছিল, এখনো আছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44