শেয়ার করো তোমার ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট"
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বুধবার। ১০ ই মে, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, পোস্টের শুরুতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত প্রতিষ্ঠাতা, এডমিন এবং সকল মডারেটরদের। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সকল এডমিন এবং মডারেটরগণ আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার হিসেবে আমি আমাদের কমিউনিটির সম্মানিত প্রতিষ্ঠাতাসহ সকল এডমিন এবং মডারেটরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় বন্ধুগণ, আমি যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুবই পছন্দ করি। কিন্তু মাঝেমধ্যে সময়ের অভাবে সবকয়টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হয় না।আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা:-৩৬,ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা আমার জন্য বেশ কঠিন ছিল। কারণ আমার স্কুল এসএসসি পরীক্ষার সেন্টার। আর প্রায় প্রতিদিনই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষার কারণে আমি আমার সেন্টারে অফিস ব্যবস্থাপনার দায়িত্বে জড়িত আছি। আমার সাথে অবশ্য আরো চারজন শিক্ষক একই দায়িত্বে আছেন। যাহোক, প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এসএসসি পরীক্ষার সেন্টারে দায়িত্ব পালন করে এক রকম ক্লান্তই হয়ে যায়। তারপরে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের স্কুলের কার্যক্রম চলে। সব মিলিয়ে অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও চেষ্টা করেছি ক্যান্ডেল তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা নিতান্তই মনের বিষয়। নিজস্ব আগ্রহ থাকলে যে কোন ব্যস্ততার মধ্যেও যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হয়।
সুপ্রিয় বন্ধুগণ, আমি উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি ক্যান্ডেল তৈরি করেছি। আমি আশা করি, আমার তৈরি ক্যান্ডেলটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। চলুন প্রথমেই দেখে আসি ক্যান্ডেল তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো।
- পরিমাণ মতো বেলে কাঁদামাটি ও এঁটেল কাদামাটির মিশ্রণ।
- একটি মোমবাতি।
- পরিমাণ মতো পানি।
আমার ক্যান্ডেল তৈরির প্রক্রিয়াগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-
⬇️ ধাপ-০১:⬇️
ক্যান্ডেল তৈরি করার জন্য প্রথমেই আমি প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০২:⬇️
ক্যান্ডেল তৈরির জন্য প্রথমে আমি কাদামাটি গুলো পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি।
⬇️ ধাপ-০৩:⬇️
প্রস্তুত করে নেওয়া কাদামাটি গুলো দুই হাতের তালুর সাহায্যে গোলাকার বলের মতো করে নিয়েছি।
⬇️ ধাপ-০৪:⬇️
ক্যান্ডেল তৈরি করার জন্য গোল আকৃতির কাদামাটি গুলো সুন্দরভাবে চ্যাপ্টা করে নিয়েছি।
⬇️ ধাপ-০৫:⬇️
চ্যাপ্টা করা কাদামাটি গুলো দিয়ে সুন্দর একটি ডিজাইনের ক্যান্ডেল তৈরি করা শুরু করে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৬:⬇️
কাদামাটি দিয়ে তৈরি করে নিয়েছি সুন্দর একটি ক্যান্ডেল। ক্যান্ডেলের ডিজাইনটি অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা করেছিলাম। কিন্তু কাদামাটি আয়ত্তে আনা খুবই কঠিন।
⬇️ ধাপ-০৭:⬇️
ক্যান্ডেল এর পুরো বডি হালকা পানি দিয়ে নেপে মসৃণ করে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর একটি ক্যান্ডেল।
⬇️ ধাপ-০৮:⬇️
কাদামাটি দিয়ে তৈরি ক্যান্ডেল এর ঠোঁটের কাছে এক টুকরো মোমবাতি প্রথমে শুয়ে রেখে দিলাম। তারপরে মোমবাতির টুকরোটি খাড়া করে রেখে দিলাম। যখন মোমবাতিতে আগুন জ্বলছিল তখন কাদামাটি দিয়ে তৈরি ক্যান্ডেল টি দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আর এভাবেই আমি কাদামাটি দিয়ে একটি আলোর বাতি তৈরি করেছি। আমি আশা করি, কাদামাটি দিয়ে তৈরি আলোর বাতিটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে।
Twitter link
মাটির তৈরি ক্যান্ডেল ওয়াও আপনার আইডিয়া সত্যি অসাধারণ ৷ মাটি দিয়ে কাদা করে এরপর ক্যান্ডেল বানানো তবে যদি শুকনো করে রং করে এরপর তাতে মোম দিতেন ৷ তাহলে হয়তো আরও ভালো লাগতো ৷ যা হোক তারপরেও মন্দ হয় নি ৷ ধন্যবাদ ভাই
বেশ সুন্দর দেখাচ্ছে, আপনার মাটি দিয়ে তৈরি ইউনিক ক্যান্ডেলটি। ক্যান্ডেল তৈরির প্রতিটি ধাপ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।
আপনার স্কুলের এসএসসি পরীক্ষার কারণে হয়তো আপনি তেমন একটা সময় পাননি। তবে এটা তো ইউনিক মোমবাতি তৈরির কনটেস্ট ছিল ভাই।আপনি মনে হয় মোমবাতি স্ট্যান্ড তৈরি করেছেন। তবে সেটাও দেখতে নিতান্তই খারাপ লাগছে না।🌝
ভাইয়া ইউনিক একটি কর্ম আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন জিনিষ দিয়ে ক্যান্ডেল তৈরী করতে দেখেছি। আজকে আপনাকে দেখলাম মাটি দিয়ে ক্যান্ডেল তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবেই ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।