আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠান।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ মঙ্গলবার। ২৮ ই মার্চ, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
বেশ কয়েকদিন যাবত আমার ছোট ভাইয়ের শুভ বিবাহের জোরালো কথা চলছিল। আর বিবাহ দেয়ার বিষয়ে আমাদের পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আমার ছোট ভাইয়ের কোন পছন্দের মেয়ে আছে কিনা তাও জিজ্ঞেস করা হয়েছিল। যাহোক, শেষ পর্যন্ত আমার ছোট ভাইয়ের সম্মতি নিয়ে তার বিবাহ দেওয়ার প্রস্তুতি চলছিল।
গতকাল সকালে আমার ছোট ভাই তার কর্মস্থান স্কুলে চলে গিয়েছিল। আমি সকাল সাড়ে নয়টা থেকে প্রাইভেট পড়ানো শুরু করি। যথারীতি আমার প্রাইভেট পড়ানো চলছিল। এমন সময় আমার আব্বা আমার মোবাইল ফোনে রিং দেন। তারপর আমাকে খুব দ্রুত বাড়িতে চলে আসতে বলে। জানতে পারলাম আমার ছোট ভাইয়ের বিয়ের জন্য একটি পাত্রী দেখতে যেতে হবে। যাহোক, দুপুর বেলায় আমি ও আমার আব্বা দু'জনে পাত্রী দেখতে তাদের বাড়িতে চলে গেলাম। দুপুর ২:৩০ টার দিকে পাত্রীর বাড়িতে গিয়ে পাত্রীকে দেখলাম। তারপর সে পাত্রীর একটি ছবি তুলে মোবাইল ফোনের মাধ্যমে আমার ছোট ভাইকে দেখিয়ে তার সম্মতি নেওয়া হলো। কিন্তু সব থেকে মজার বিষয় হলো আমার আব্বা এই পাত্রীকে খুবই পছন্দ করেছিল। তাই আমার আব্বা মেয়ের পক্ষকে তার ছেলের বিষয়ে সব কিছু জানতে পরামর্শ দেন। তারপর মেয়ের পক্ষ থেকে একজন অভিভাবক বললেন, আমরা ছেলে সম্পর্কে সবই জেনেছি এবং ছেলেকে দেখেছি তাই আমাদের আর নতুন করে জানার কিছুই নেই। এক কথায় আমার ছোট ভাইকে তাদের খুবই পছন্দ। এদিকে মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল। তাই মেয়েটি আমাদের খুবই পছন্দের হয়েছিল।
তখন আমার আব্বা বিকেল বেলায় আমার ছোট ভাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়ের অভিভাবকরা আমার আব্বার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করে। তারপর শুরু হয়ে যায় বিয়ের বাজনা। আমি দ্রুত বাড়িতে চলে আসি এবং আমার ছোট ভাইকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে নিই। তারপর বরযাত্রী হিসেবে আমার চাচাতো ভাই মারুফ, আমার একটি চাচা সহ মোট ছয় জন চলে গেলাম। তারপর আমরা মেয়ের বাড়িতে গিয়ে দেখি তারা বিয়ের জন্য শতভাগ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। এত তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণের বিষয়টা আমাকে মুগ্ধ করেছিল।
হঠাৎ করে দুই পরিবারের চূড়ান্ত সিদ্ধান্তের ফলে সুন্দর একটি বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে আমার ছোট ভাই এবং পাত্রীকে একটি কক্ষে বসিয়ে তাদের মত বিনিময় করানো হয়। তারপরে ধর্মীয় এবং সামাজিকের রীতিনীতি অনুসরণ করে আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে যায়। বিবাহের কাজ সম্পন্ন করা হয়েছিল মাগরিবের নামাজ পরে। ছোট ভাইয়ের হঠাৎ এরকম বিয়েতে তেমন একটা আনন্দ করার সুযোগ পাইনি। তবে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের অভিভাবকদের চোখে মুখে খুবই আনন্দ ছিল। আর সব থেকে বেশি আনন্দ করেছে আমার একমাত্র ছেলে মোহাম্মদ সালমান রাজ বেলাল। সে তার ছোট আব্বুর সাথে ছোট আম্মুকে দেখে খুবই আনন্দিত হয়ে হাততালি দিয়েছিল। শুধু তাই নয়, তার ছোট আব্বু যেভাবে বসে বিয়ের কাজ সম্পন্ন করেছিল ঠিক সেভাবেই আমাদের রাজ বাবু বসে বিয়ের জন্য অপেক্ষা করতে ছিল। বিশ্বাস না হলে আপনারা নিজে চোখেই একটু দেখেন।
বিবাহ অনুষ্ঠান শেষে আমরা খাওয়া-দাওয়া শুরু করলাম। আমাদের খাওয়া হিসেবে ছিল খাসির মাংস, মুরগির মাংস, দই-মিষ্টি এবং সাথে পোলাও ভাত। কিন্তু সারাদিন রোজায় থেকে পোলাও ভাত খাওয়া আমার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তাই আমি সাদা ভাত খেয়েই সন্তুষ্ট ছিলাম। খাওয়ার কাজ শেষ করে পুনরায় বরপক্ষ ও কনে পক্ষের আত্মীয়-স্বজনদের সাথে কিছুক্ষণ সময় সাক্ষাৎ হয়। তারপর রাত নয়টার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই।
সুপ্রিয় বন্ধুগণ, হঠাৎ করেই আমার ছোট ভাইয়ের বিবাহের কাজ সুসম্পন্ন হয়। আসলে আমার ছোট ভাই এভাবে বিয়ে দেওয়ার কোন উদ্দেশ্যই ছিল না। কারণ এটা ছিল আমাদের পরিবারের শেষ বিয়ে। কিন্তু বিয়ের বিষয়টা সত্যিই একটি কপালের লিখন। কার কখন কি অবস্থায় বিয়ে হয়ে যাবে এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারে না। জন্ম, মৃত্যু এবং বিয়ে এই তিনটা জিনিস সম্পূর্ণ সৃষ্টিকর্তায় নিয়ন্ত্রণ করেন। আর এটাই চূড়ান্ত বাস্তব। তাই আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। যাতে তারা মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে জীবন অতিবাহিত করতে পারে।
আপনার ছোট ভাইয়ের শুভ বিবাহ উপলক্ষে জানাই অনেক অনেক অভিনন্দন তার নতুন জীবন হোক সুন্দর অসুখের। পোস্টটি পরিবেশ ভালো লাগলো একটি ব্যতিক্রমধর্মী পোস্ট।
ভাইয়া কমেন্ট করার সময় বানানের দিকে লক্ষ্য রাখবেন। কারন আপনার অনিচ্ছা সত্ত্বেও বানান ভুলের জন্য আপনার মন্তব্যটি খারাপ হয়ে যাবে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনার ছোট ভাই নতুন জীবন শুরু করেছে এই জন্য আপনার ভাইয়ের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক সময় বিয়ের কথাবার্তা চললেও সামান্য কারণে আটকে থাকে। যাইহোক অবশেষে বিয়েটা হয়েছে এবং আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ভাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ওনার নতুন জীবনে। যেহেতু হঠাৎ করেই আপনার ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল তাই এত বেশি আনন্দ উপভোগ করতে পারেননি। কিন্তু যেভাবে লিখেছেন আমার মনে হচ্ছে তবুও কিছুটা ভালোই আনন্দ করেছেন। আর আপনার একমাত্র ছেলে তো দেখছি একেবারে তার ছোট আব্বুর মতোই বিয়ে করার জন্য বসে আছে। দেখে বুঝতে পারছি সে অনেক খুশি হয়েছে তার ছোট আব্বুর সাথে ছোট আম্মুকে দেখে। সম্পূর্ণটা ভালো লাগলো পড়ে।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠান এর কথা শুনে ভীষণ ভালো লাগলো। আমাদেরকে কে তো দাওয়াত দেওয়া উচিত ছিলো ভাইয়া। আপনার ভাইয়ের বিয়েতে আপনার ছেলে ভীষণ আনন্দ করেছে দেখেই বোঝা যাচ্ছে। শুভ কামনা রইল।
হঠাৎ বিয়ে হওয়ার কারণে আপনাদের দাওয়াত দেওয়া হয়নি। তবে অন্য যে কোন অনুষ্ঠানে আপনাদের দাওয়াত দেয়া হবে।
টুইটার লিংক
আপনার ছোট ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার ছোট ভাইয়ের বিয়েতে আসলে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। আপনার ছোট ভাইয়ের ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়, এই দোয়া করছি। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রমজান মাসে হঠাৎ করেই আপনার ছোট ভাইয়ের বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সে যাই হোক বিয়ের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। আর কম খরচে বিয়েতে বেশি বরকতময় হয় ।ছোট ভাইয়ের বিয়ে হওয়ার কারণে নিশ্চয়ই বেশ ভালো খাবার দাবার আয়োজন করা হয়েছে ।তাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল।
দারুন মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাড়ির কাছে লেবু তলায় থোকায় থোকায় জোনাক জ্বলে জোনাকি আমি তো আর দেখলাম না ভাই। ভাই বিষয়টা ঠিক এমনই, বাড়ির পাশে ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল আমি জানতেই পারলাম না ইস রে। বিয়ে-শাদী গুলো এভাবে হঠাৎ করে হওয়াটাই ভালো। কম খরচে যে বিয়ে হয় সে বিয়ের মধ্যে বরকত থাকে। আপনার ছোট ভাইয়ের জন্য দোয়া রইল তারা যেন সারা জীবন সুখের সংসার করতে পারে।
আহা, হঠাৎ বিয়ে তো। তাই খুব কম মানুষই জানতে পেরেছিল। অবশ্য এখন সবাই জানে।