আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার। ১৯ ই নভেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20221010_133959_632.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20220831_163245_346.jpg

IMG_20220831_163302_326.jpg


এটা হচ্ছে হাইব্রিড জাতের বেল ফলের ফটোগ্রাফি। এ ধরনের বেল ফল দেখতে অনেকটা ফুটবলের মতো হয়। বেল গাছের পাতা গুলো দেশীয় বেল গাছের পাতার মতোই দেখতে। একই সাথে বেল গাছের সাইজ দেশীয় বেল গাছের মতোই হয়। কিন্তু বেল ফল গুলো হয় অধিক মোটা।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20220831_163911_770.jpg

IMG_20220831_163837_572.jpg


এটা হচ্ছে লাল রঙের একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের প্রকৃত নাম আমার জানা নেই। ফুলটি সম্পূর্ণ লাল রঙের হওয়ায় ফুলটি দেখতে অসাধারণ সুন্দর লাগে। বাড়িতে এ ধরনের একটি ফুল গাছ থাকলে এমনিতেই বাড়ি সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20220831_164111_916.jpg

IMG_20220831_164103_848.jpg

IMG_20220831_164056_455.jpg


এটা হচ্ছে শোভা বর্ধনকারী রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এ ধরনের রঙ্গন ফুলগুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে খুবই কার্যকরী। গুচ্ছ আকৃতির সাদা রঙ্গন ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। তবে এ ধরনের রঙ্গন ফুলের তেমন কোন সুগন্ধ নেই।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20220924_082010_748.jpg

IMG_20220924_082004_323.jpg

IMG_20220924_082012_391.jpg

IMG_20220924_081948_170.jpg


এটা হচ্ছে একটি বন্য ফুলের ফটোগ্রাফি। হলুদ রঙের এই বন্য ফুলটি আমাদের গ্রাম অঞ্চলের রাস্তার দুই ধারে বেশি দেখা যায়। এছাড়াও গ্রাম অঞ্চলের ঝড়ে জঙ্গলে অসংখ্য এ ধরনের বন্যফুল দেখা যায়। হলুদ রঙের এই বন্য ফুলটির প্রকৃত নাম আমার জানা নেই।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20221010_133959_632.jpg

IMG_20221010_133954_155.jpg

IMG_20221010_133752_242.jpg


নীল আকাশে জমে থাকা সাদা মেঘের দৃশ্য দেখতে অসাধারণ সুন্দর লাগে। কখনো কখনো দেখা যায় নীল আকাশে সাদা মেঘ জমা হয়ে পাহাড়ের মতো দৃশ্য ধারণ করে। আবার কখনো সাদা মেঘ সাদা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশে সাদা মেঘের এ ধরনের ভেসে বেড়ানো মধ্য দিয়ে আমাদের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20221012_112409_465.jpg

IMG_20221012_112453_521.jpg


এটা হচ্ছে ধুন্দল সবজির ফটোগ্রাফি। আমাদের বাড়ির প্রাচীরের সাথে কয়েকটা ধুন্দল গাছ জড়িয়ে উঠেছিল। ধুন্দল গাছে একসময় অসংখ্য পরিমাণে ধুন্দল সবজি ধরেছিল। এ ধরনের সবজি ছোট মাছের সাথে রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20230310_112230_793.jpg


এটা হচ্ছে একটি ডালি ভর্তি মাছের ফটোগ্রাফি। ডালির ভিতরে বেশিরভাগ মাছ হলো চ্যাং মাছ। পাশাপাশি কয়েকটা মৃগেল মাছ রয়েছে এবং কয়েকটা জিওল মাছ রয়েছে। মাছগুলো ধরেছিলাম আমাদের পুকুর থেকে। একবারে এতোগুলো মাছ একসঙ্গে দেখতে নিঃসন্দেহে আপনাদের ভালো লাগছে।



Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 last year 

ভাইয়া আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি একদম কাছ থেকে করেছেন দেখে আরও বেশি ভালো লেগেছে। আকাশে সাদা মেঘের বেলা দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমি খুবই আনন্দিত। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি আজকে তো দারুন ফটোগ্রাফি করেছেন। আজকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য ও দৃশ্য রঙ্গিন ফুল মাঠ ফসলের ফটোগ্রাফি তুলে ধরেছে। যা দেখে মুগ্ধ হলাম। তারপর হাইব্রিড জাতের বেল ফলের ফটোগ্রাফিটা ভীষণ ভালো লাগলো এবং দেখে খুবই ভালো। আমাদের সকলের প্রিয় রঙ্গন ফুল এবং সাদা রঙ্গন ফুলটি আমার ভীষণ ভালো লাগে। আপনি দারুন দক্ষতার ফটোগ্রাফি করেছেন। আমি আকাশের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। কি দারুন ভাবে আকাশটি আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। তারপর আপনি ডালি ভর্তি মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। সব মিলিয়ে দারুন ছিল আপনার ফটোগ্রাফি পর্ব।

 last year 

খুবই উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভীষণ দারুন ফটোগ্রাফি করেছেন ।আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে । বিশেষজ্ঞ করে ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার রেন্ডম ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে ভাইয়া। সাদা যেকোন ফুল আমার বেশ পছন্দ। সাদা রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি বেশ সুন্দর হয়েছে। আর সেই সাথে সাদা মেঘ ভেসে বাড়ানো আকাশের ফটোগ্রাফগুলোও বেশ ভালো লেগেছে। এভাবে ভেসে বেড়ানো মেঘময় আকাশ দেখতে বেশ সুন্দর লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য

 last year 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমিও আপনার মতো ভাই সময় পাইলেই মাঠে চলে যায়। এবং মাঠে গেলে ফটোগ্রাফি করি হি হি হি। অনেক বছর পর চ‍্যাং মাছ দেখলাম। হাইব্রিড বেল টা বেশ বড় দেখছি। সাদা রঙ্গন ফুল এবং আকাশের ফটোগ্রাফি টা বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া নীল আকাশে জমে থাকা সাদা মেঘ দেখতে অনেক ভালো লাগে। নীল আকাশের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আসলে নীল আকাশের সাদা মেঘ দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি তো আমার চোখের সামনে এই সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি না করে থাকতে পারিনা। এখন যেন ফটোগ্রাফি করাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি এতটাই সুন্দর হয়েছে যে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। আকাশ এমনিতেই খুব পছন্দের। আর নীল আকাশে যদি ঘন সাদা মেঘ ভেসে বেড়ায় তাহলে তো আরো ভালো লাগে। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।

 last year 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর ৬ নাম্বারে আপনি যে ফটোগ্রাফি শেয়ার করেছেন তা একদম অন্যরকম হয়েছে৷ অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই ফটোগ্রাফি।

 last year 

দারুন মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আসলে ভালো কিছু দেখলে আমি নিজেও ফটোগ্রাফি করি। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে তবে আপনারা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। ফুলের ফটোগ্রাফির সাথে সূর্য এবং আকাশের ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি কি দারুন ফটোগ্রাফি করেন আপনি..!! পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার কাছ থেকে আশা করব। চমৎকার এই ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 89622.97
ETH 3161.40
USDT 1.00
SBD 2.86