রঙ্গিন প্রজাপতির ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার । ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20230807_132153_051.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট তিন রকম রঙ্গের রঙ্গিন প্রজাপতির চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি, প্রজাপতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি তিন রকম রঙ্গের রঙ্গিন প্রজাপতির ফটোগ্রাফি গুলো।



সুপ্রিয় বন্ধুগণ, আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক ধরনের প্রাণী দেখতে পায়। আমাদের প্রকৃতিতে বিরাজমান সকল প্রাণীগুলোই আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করতে কাজ করে। কিন্তু বর্তমান সময়ে প্রাকৃতিক পরিবেশের বিরূপ আচরণের প্রভাবে আমাদের প্রকৃতি থেকে অনেক ধরনের প্রাণী দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাহোক, আমাদের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্যদানকারী প্রাণী হলো প্রজাপতি। প্রজাপতিগুলো যখন তার সুন্দর ডানার সাহায্যে আমাদের প্রকৃতির মাঝে উড়ে বেড়ায় তখন প্রজাপতিসহ প্রকৃতিকে দেখতে এক অপরূপ সৌন্দর্য লাগে। আমরা আমাদের প্রকৃতিতে বিভিন্ন রঙের রঙিন প্রজাপতি দেখে থাকি। কিন্তু বর্তমান সময়ে প্রজাপতির সংখ্যাটা পূর্বের তুলনায় অনেকটাই কমে গেছে। তারপরও এখনো আমরা আমাদের প্রকৃতির মাঝে বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পায়। সকালবেলায় সূর্যের আলো বাড়ার সাথে সাথে আমাদের প্রকৃতিতে প্রজাপতি আনাগোনা বৃদ্ধি পায়। পুরো দুপুর পর্যন্ত প্রজাপতিরা একটি গাছ থেকে উড়ে অন্য গাছে গিয়ে বসে। আবার একটি ফুল থেকে উড়ে অন্য ফুলের উপর বসে। মূলত খাদ্য সংগ্রহের জন্যই প্রজাপতি এভাবে একটি গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়ায়। যাহোক, আমাদের প্রকৃতিতে প্রজাপতি আছে বলেই আমরা সবুজ প্রকৃতির মাঝে প্রজাপতির এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারি। তাই অনেক চেষ্টার পরে তিন রকম রঙ্গিন প্রজাপতির কিছু ফটোগ্রাফি করতে সক্ষম হয়েছি। আর সেই রঙ্গিন প্রজাপতির ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট শেয়ার করেছি। আমি আশা করি, প্রজাপতির ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট ভালো লাগবে।



IMG_20230807_141114_101.jpg


IMG_20230807_141113_254.jpg


IMG_20230807_141110_097.jpg


IMG_20230807_141106_961.jpg


IMG_20230807_141103_589.jpg


IMG_20230807_132159_321.jpg


IMG_20230807_132153_051.jpg


IMG_20230807_132148_795.jpg


IMG_20230814_095512_206.jpg



IMG_20230314_132448_043~2.jpg


IMG_20230314_132441_337~2.jpg


IMG_20230314_132424_675.jpg


IMG_20230314_132443_407~2.jpg


IMG_20230314_132424_675~2.jpg


IMG_20230314_132434_603~2.jpg


IMG_20230314_132443_407.jpg



IMG_20230220_175315_528~2.jpg


IMG_20230220_175326_213~2.jpg


IMG_20230220_175320_837~2.jpg


IMG_20230220_175528_010.jpg


IMG_20230220_175335_507~2.jpg


IMG_20230220_175616_529~2.jpg


IMG_20230220_175515_860.jpg





Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, তিন রকমের রঙ্গিন প্রজাপতির ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। রঙ্গিন প্রজাপতির ফটোগ্রাফি গুলো আমার নিজ গ্রাম থেকে তোলা হয়েছিল। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 11 months ago 

ভাইয়া প্রজাপতি সবসময়ই রঙিন হয়। যাই হোক আপনার পোস্টে আজ ভিন্ন ধরনের কিছু প্রজাতির ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রতিটা প্রজাপতি দেখতে খুবই সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে একদম কাছ থেকে ফটোগ্রাফি গুলো করেছেন। আমি করতে গেলে সব উড়ে যেতো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

খুব সুন্দর একটি রঙিন প্রজাপতির দারুন ফটোগ্রাফি উপস্থাপন করেছেন খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বৈচিত্র্যময় প্রজাপতি দেখতে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। প্রজাপতির ফটোগ্রাফি করতে বেশ সময় প্রয়োজন হয় কারণ প্রজাপতি কোন এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ফটোগ্রাফি । এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

বাহ খুবই চমৎকার হয়েছে ভাইয়া রঙ্গিন প্রজাপতির ফটোগ্রাফি। আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো নিলেন। তাছাড়া বিভিন্ন এঙ্গেলে প্রজাপতির ফটোগ্রাফি নিলেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে। অনেক ধন্যবাদ খুব সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

রঙিন প্রজাপতির ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আসলে প্রজাপতি এত কাছ থেকে ছবি তোলা খুব কষ্টের কাজ এবং সময়ের ব্যাপার।এই ছবিগুলো তুলতে অনেক সময়।আমাদের মাঝে শেয়ার করার জন্য খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 11 months ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর সুন্দর প্রজাপতি ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে ভাইয়া। এমন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

খুবই সুন্দর একটি প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ এরকম প্রজাপতি আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রজাতির সম্পর্কে আমি জানতে পারলাম এবং দেখতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ নতুন প্রজাপতি শেয়ার করার জন্য এবং দেখানোর জন্য৷

 11 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে প্রজাপতির ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। আসলে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে উড়ন্ত কোনো কিছুর ফটোগ্রাফি করা বেশ কষ্টদায়ক। আপনি তাও বেশ ভালোভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ধন্যবাদ মামা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার করা প্রজাপ্রতির নিচের ফটোগ্রাফি গুলো দেখে আমি একটু অবাক হয়েছি। ঐ অবস্থায় প্রজাপ্রতি সাধারণত দেখাই যায় না। কিন্তু আপনি ফটোগ্রাফি করেছেন। এককথায় চমৎকার ছিল আপনার করা প্রজাপ্রতির ফটোগ্রাফি গুলো। অনেক ধৈর্য সহকারে ফটোগ্রাফি গুলো করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48