বাবা।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ রবিবার। ১৮ ই জুন , ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।
পোস্টের শুরুতেই সকলকে জানাই বাবা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে পৃথিবীর সকল বাবাকে জানাই অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আমাদের পৃথিবীর বুকে সবচাইতে মহান ব্যক্তি হলো আমাদের বাবা। আমরা সকলেই বাবার ঔরসে পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো বাতাস অনুভব করেছি। তাই একজন সন্তান তার বাবার কাছে সবসময়ের জন্য চিরঋণী হয়ে থাকে। বাবার ভালোবাসায়, বাবার আদর-স্নেহে সন্তানের জীবন পরিপূর্ণতা লাভ করে। তাই বাবা হলো প্রতিটি সন্তানের জীবনে একজন অপরিহার্য ব্যক্তি। বাবা হল প্রতিটি সন্তানের জন্য মহান আল্লাহ কর্তৃক বিশেষ একজন ব্যক্তি। এক কথায়, সন্তান যেমন বাবার কাছে আল্লাহ কর্তৃক মহামূল্যবান একটি উপহার, ঠিক তেমনি সন্তানের কাছে বাবা হলো মহান আল্লাহ কর্তৃক পৃথিবীর সবচাইতে দামি ও অতুলনীয় একটি উপহার।
বাবা হল একটি সংসারের বা একটি পরিবারের বট বৃক্ষের মতো ছায়া দেয়। বাবা একটি পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজ খবর সবসময় রাখেন। একটি সন্তানের লালন-পালন করতে সার্বিক সহযোগিতা এবং সৌজন্যমূলক আচরণ করেন বাবা। বাবার সার্বিক সহযোগিতায় এবং বাবার আদর-স্নেহ নিয়েই একটি সন্তান তার পরিবারে আস্তে আস্তে বেড়ে ওঠে। শুধু তাই নয়, একটি পরিবারের সকল সদস্য যেন সব সময় সুস্থ স্বাভাবিক থাকে সেদিকে একজন বাবা সব সময় খেয়াল রাখেন।
বাবা হল একটি পরিবারের প্রধানকর্তা। একটি পরিবারের সকল সদস্যদের অন্ন সংগ্রহের জন্য বাবা সব সময় ব্যস্ত থাকেন। পরিবারের সকল সদস্য যেন স্বাচ্ছন্দের সাথে জীবন যাপন করতে পারে সেজন্য বাবা সব সময় অক্লান্ত পরিশ্রম করে থাকেন। বাবা হলো একজন সুশাসক। বাবার শাসন পেয়ে সন্তান সবসময় সুপথে থাকতে বাধ্য হয়। বাবার মিষ্টি শাসনে সন্তান আদর্শবান হতে উৎসাহ পায়। একটি পরিবারের কোন সন্তান অসুস্থ হলে কিংবা পরিবারে কোন সদস্যে যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ মানুষের সার্বিক চিকিৎসার ভার বহন করেন পরিবারের বাবা। সত্যিই পৃথিবীর বুকে এক অতুলনীয় ব্যক্তি হলো আমাদের বাবা। আবার সন্তান যখন কোন সমস্যায় পড়ে কিংবা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়, বাবা তখন সন্তানের সমস্ত সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে দেন। আসলে বাবা হলো সন্তানের সকল সমস্যার সহজ সমাধান।
একটি সন্তানের জন্মের পর থেকে তার সম্পূর্ণ খরচ বহন করেন বাবা। বাবা তার সন্তানের ভালো খাবার দেওয়া থেকে শুরু করে লেখাপড়া করানো পর্যন্ত সকল খরচ বহন করে। এক কথায়, বাবা তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য সকল ধরনের কষ্ট সহ্য করেন, অক্লান্ত পরিশ্রম করেন, নিজের শরীরের রক্তকে পানি করেন, নিজের শরীরের শক্তিকে ক্ষয় করেন, অত্যন্ত কষ্টের উপার্জন সন্তানের জন্য ব্যয় করেন। বাবা তার সন্তানকে খুশি করতে, বাবা তার সন্তানকে আনন্দে রাখতে, বাবা তার সন্তানের চাহিদা পূরণ করার জন্য সব সময় আপ্রাণ চেষ্টা করেন। সন্তান ও পরিবারের সকল সদস্যকে খুশির জন্য বাবা তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে নতুন পোশাক ক্রয় করেন। অথচ বাবা নিজেই পুরাতন ছেঁড়াফাটা পোশাক পরিধান করেই সন্তুষ্ট থাকেন। স্যালুট জানাই বাবার মহত্ত্বকে, স্যালুট জানাই সকল বাবাকে।
বাবার কাছে তার সন্তান হলো বুকের মানিক, কলিজার টুকরা, সাত রাজার ধন কিংবা তার চেয়েও বেশি। সুখ-দুঃখের আমাদের এই ভবের সংসারে সন্তানের নিকট বাবা শুধু একজনই হয়। বাবার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া সম্ভব না। এই পৃথিবীর বুকে বাবা তার সন্তানের জন্য হাসে, আবার সন্তানের জন্যই কাঁদে। সন্তানের দুঃখ, সন্তানের কান্না একজন বাবার কাছে বিষের জ্বালার চেয়েও অধিক। আবার সন্তানের হাসি, সন্তানের সুখ, সন্তানের আনন্দ একজন বাবার কাছে লক্ষ কোটি টাকার চেয়েও অনেক। আসলে সকল সন্তানের জন্য সকল বাবা হলেন একজন আদর্শ অভিভাবক। আর এই আদর্শ অভিভাবক একবার হারিয়ে গেলে পৃথিবীর কোন প্রান্তেই খুঁজে পাওয়া সম্ভব না।
সুপ্রিয় বন্ধুগণ, আমাদের সকলের উচিত আমাদের বাবাকে যথার্থভাবে সম্মান প্রদর্শন করা এবং সকলের ঊর্ধ্বে আমাদের বাবাকে অবস্থান দেওয়া। আমাদের মনে রাখতে হবে বাবার মতো এত মিষ্টি, এত মধুর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। বাবা যেমন ছোটবেলায় আমাদেরকে আদর-স্নেহ দিয়ে, মায়া-মমতা দিয়ে বড় করে তুলেছে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে, আদর্শবান মানুষ হতে সহায়তা করেছে, ঠিক তেমনভাবেই আমাদের বাবাকে সেবা যত্ন করা উচিত, আমাদের বাবাকে আদর, শ্রদ্ধা ও ভালোবাসা দেয়া উচিত। আমাদের সকলের উচিত আমাদের বাবাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া, বাবার পাশে বসে হাসিমুখে কথা বলা, বাবার আদেশ-নির্দেশ ও নিষেধ যথার্থভাবে মেনে চলা। আমাদের অবশ্যই আরো মনে রাখতে হবে যে, বাবা হলো আমাদের মাথার মুকুট, বটবৃক্ষের ছায়া। তাই কোনভাবেই যেন আমাদের বাবা কষ্ট না পায় সেদিকে শতভাগ খেয়াল রাখতে হবে। আসুন আমরা সবাই আমাদের বাবাকে যথার্থভাবে শ্রদ্ধা করি এবং আমাদের জীবনকে ধন্য করি। পৃথিবীর সকল বাবাকে জানাই অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। একই সাথে স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাকে।
আমাদের পৃথিবীর বুকে সবচাইতে মহান ব্যক্তি হলো আমাদের বাবা। আপনার কথায় আমি একমত। চমৎকার কিছু কথা আপনি লিখেছেন। ভাইয়া আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। পৃথিবীর সকল বাবার জন্য দোয়া রইল।
বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই বাবা মেয়েকে।♥️♥️বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর নিঃসন্দেহে একটি। বাবার তুলনা বাবা নিজেই। যার কল্যাণে পৃথিবীর রুপ, রঙ এবং আলোর দর্শণ। বাবা শ্বাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা দিবস সকল বাবার মুখে হাসি ফোটাক। শুভ হোক বাবা দিবস।🙏🙏♥️♥️
সত্যি বাবার মতোন আপন পৃথিবীতে আর কেউ নেই। বাবা হচ্ছে ভালোবাসার শেষ ঠিকানা নির্ভরতার শেষ আশ্রয়স্থল। বাবা দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পৃথিবীতে সকল বাবা ভালো থাকুক এই আশাবাদী ব্যক্ত করি। বাবা দিবসের এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলছেন ভাইয়া আসলে বাবার মতো ত্যাগ স্বীকার করার মত মানুষ এই পৃথিবীতে খুবই বিরল। যত আবদার চাওয়া পাওয়া সব কিছু বাবার সাথে করা যায় আর কারো সাথে করা যায় না। বাবা হচ্ছেন নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য খরচ করার একজন মানুষ। সন্তানকে নিয়ে আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলে বেশ লাগলো বাবুকে। বাবা দিবসে আপনারা বাবা ছেলে দুজনের জন্য অনেক শুভকামনা রইল।