স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার। ০৪ জুন , ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছে।

heavy-rain-gf944e4c6e_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, প্রচণ্ড তাপদহ ও গরমে আমরা সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছি। একই সাথে ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়ে আমাদের জনজীবন বিপর্যয়ের সম্মুখীন হয়ে উঠেছে। ঠিক এরকম পরিস্থিতিতে আমাদের সকলেরই প্রত্যাশা বৃষ্টি-বাদল হয়ে যেন আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। আসলে বৃষ্টির কথা মনে হলে মন এমনিতেই আনমনা হয়ে ওঠে মন। মনে হয় কতদিন আগে বৃষ্টির সাথে দেখা হয়েছিল, আর প্রচন্ড গরমের কারণে বৃষ্টির কথা আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হয়। আসলে বৃষ্টি মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন উন্মাদনা। আর এজন্যই বৃষ্টির দিনটা, বৃষ্টির মুহূর্তটা সবচাইতে বেশি উপভোগ্য হয়। সুপ্রিয় বন্ধুগণ, প্রচন্ড এই কাঠফাটা গরমের মাঝে বৃষ্টির কথা স্মরণ করে আমি অনু কবিতা লিখেছি। আমি আশা করি, আমার আজকের অনু কবিতা আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমার লেখা অনু কবিতা পড়ে আসি।

⬇️ অনু কবিতা-০১:⬇️



আকাশের কোণে মেঘ জমেছে
ঝরবে অঝোরে রিমিঝিমি বৃষ্টি,
ঠান্ডা হবে আমাদের চারপাশ
পুরো প্রাণীকুল পাবে স্বস্তি।।



গ্রাম জুড়ে বৃষ্টি নামুক
মোরা প্রশান্তি যেন পাই,
বৃষ্টির প্রতিটি ফোটায় লেখা থাকুক
বৃষ্টি ছাড়া নেই প্রশান্তি ঠাঁই।



বৃষ্টির শীতল ছোঁয়ায় ধুয়ে যাক
সবুজ পাতায় জমে থাকা ধূলিকণা,
ভিজে যাক গ্রামের মেঠো পথ
ভিজে যাক কৃষকের ফসলের মাঠ।।



⬇️ অনু কবিতা-০২:⬇️



বৃষ্টি মানে শীতল অনুভুতি
মোদের সাথে আছে কেউ,
বৃষ্টির ছন্দে নতুন করে
সৃষ্টি করে ভালবাসার ঢেউ।



বৃষ্টি মানে সতেজ হৃদয়ে
জেগে ওঠে হাজারো আশা,
বৃষ্টি মানে প্রিয় মানুষের দেওয়া
অকৃতিম মধুর ভালবাসা।।



⬇️ অনু কবিতা-০২:⬇️



ঝম ঝমাঝম বৃষ্টির দিনে
নীরব নিস্তব্ধ প্রকৃতির সান্নিধ্যে,
তোমার হাতে হাত রেখে
দাঁড়িয়ে ছিলাম তোমারই পাশে।



বৃষ্টির ছন্দে ছন্দে
ভিজেছিলাম দু'জনে বেশ,
মজে ছিলাম বকুলের সুগন্ধে
এ যেন এক নতুন আবেশ।।



সুপ্রিয় বন্ধুগণ, আমাদের চারপাশের পরিবেশকে শীতল করতে বৃষ্টির আগমন ঘটে। আর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সকলের প্রত্যাশা অনবিলম্বে যেন বৃষ্টির আগমন ঘটে আমাদের মাঝে। যাহোক "বৃষ্টি" অবলম্বনে লেখা অনু কবিতাগুলো পড়ে নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে।।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 last year 

ভাইয়া অনুকবিতা গুলো সুন্দর হয়েছে। আসলে ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টি মানে নতুন স্বপ্ন, নতুন উন্মাদনা। বৃষ্টি দিন আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আসলে এই সময়ে বৃষ্টি খুব প্রয়োজন ভাইয়া। সবমিলিয়ে ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 
 last year (edited)

সত্যিই গরমে অতিষ্ঠ সবাই।তার উপরে লোডশেডিং খুবই বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে।এইসময় সকলেই বৃষ্টির প্রত্যাশা করে।আর আপনি বৃষ্টিকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট অনুকবিতা লিখেছেন ছন্দ মিলিয়ে।আশা করি আপনাদের মনস্কামনা ঈশ্বর পূরণ করে পরিবেশকে শান্ত করবেন।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলেই ভাইয়া বৃষ্টির কথা খুব মনে পড়ছে ৷ এই গরমে যদি একটু বৃষ্টি হতো খুবই ভালো লাগতো ৷ যাই হোক আপনি বৃষ্টির কথা স্মরণ করে সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রত্যেকটি অনু কবিতা অসম্ভব সুন্দর হয়েছে ৷ কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে কবিতা গুলো শেয়ার করার জন্য ৷

 last year 

যে গরম পড়েছে, যদি একলতে বৃষ্টি হত তাহলে মনটা একবার জড়িয়ে যেত। গরমের এই তিক্ত সময়ে বৃষ্টিকে আহ্বান করে বেশ সুন্দর কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি কবিতায় মনোমুগ্ধকর। ধন্যবাদ সুন্দর কত কতগুলো কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year (edited)

বর্তমানে পরিস্থিতিতে বৃষ্টি আমাদের সবার প্রত্যাশা। আপনি বৃষ্টি কে নিয়ে খুব সুন্দর কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। অনু কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

গ্রাম জুড়ে বৃষ্টি নামুক
মোরা প্রশান্তি যেন পাই,
বৃষ্টির প্রতিটি ফোটায় লেখা থাকুক
বৃষ্টি ছাড়া নেই প্রশান্তি ঠাঁই।

বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টি মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন উন্মাদনা। বৃষ্টি ভেজা দিন মানেই অন্য রকমের অনুভূতি। ভাইয়া আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আপনি দারুন কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

অসাধারণ অনুকবিতা লিখেছেন ভাই। সত্যিই আপনার অনুকবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম‌। অনু কবিতার প্রতি ছন্দ হৃদয় ছুঁয়ে যায়। আসলে অনু কবিতা পড়তে খুবই ভালো লাগে। হৃদয়ের অনুভূতি গুলো চমৎকার ভাবে অনু কবিতার মাধ্যমে শেয়ার করেছেন।

ঝম ঝমাঝম বৃষ্টির দিনে
নীরব নিস্তব্ধ প্রকৃতির সান্নিধ্যে,
তোমার হাতে হাত রেখে
দাঁড়িয়ে ছিলাম তোমারই পাশে।

এত চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার সব অনু কবিতা পড়ে খুবি ভালো লাগেছে আমার এতো সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন বৃষ্টি মানে এখন নতুন স্বপ্ন নতুন আশা মত। আসলে গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে আজকে খুব সুন্দর কিছু আপনি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালই লাগলো। সত্যি বলতে আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতা গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 87062.66
ETH 3289.09
USDT 1.00
SBD 2.95