আমার বাংলা ব্লগ-স্টিম পাওয়ার বৃদ্ধি -তাং:২৮/১০/২০২১ইং(10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ।

received_3128894497332785~2.jpeg
[উৎস: পেজটি আমি নিজে তৈরি করেছি]

আমি গত দেড় মাস যাবৎ আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করে ৫৪.৭৭৭ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। আমি মোট চারবার পাওয়ার বৃদ্ধি করেছি। পাওয়ার বৃদ্ধি করার সাথে সাথে নতুন একটা টার্গেটেও নির্ধারণ করেছি । নতুন টার্গেট হলো ১৫০ স্টিম পাওয়ার বানানো ডিসেম্বর মাস পর্যন্ত।

এই সপ্তাহে আমি ৫৪ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।। এ সপ্তাহে আমার ওয়ালেটে ৫৪ এর উপরে স্টিম ছিল। আমি সব স্টিম গুলোই পাওয়ার বৃদ্ধি করলাম। অনেকেই ডিসেম্বরের টার্গেট নির্ধারণ করে পাওয়ার বৃদ্ধি করতেছেন ।আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ।

আমি গতকাল এবং আজকে মোট ১১ স্টিমের উপরে পাওয়ার বৃদ্ধি করেছি।

গতকাল এবংআজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ

[২৭/১০/২০২১ইং পাওয়ার আপ]
received_560999151671646.jpeg

Screenshot_20211027-123339~2.png

Screenshot_20211027-123014~2.png

Screenshot_20211027-123021~2.png

Screenshot_20211027-123116~2.png
[২৮/১০/২০২১ইং পাওয়ার আপ]
Screenshot_20211028-071902~2.png

received_560999151671646~2.jpeg

Screenshot_20211028-071935~2.png

Screenshot_20211028-071941~2.png

Screenshot_20211028-071948~2.png

Screenshot_20211028-071955~2.png

Screenshot_20211028-072005~2.png

আমার বর্তমানে ওয়ালেটে পাওয়ার আছে:

Screenshot_20211028-072157~2.png

অবশেষে আমার ওয়ালেটে ৫৪.৭৭৭,স্টিম-পাওয়ার পূর্ণ হল।

স্টিম পাওয়ার বৃদ্ধি করে বর্তমানে আমার ওয়ালেটে স্টিম রয়েছে ০.০০০
Screenshot_20211028-072149~2.png

আমি প্রথম এবং দ্বিতীয়বার যে পরিমাণ স্টিম দিয়ে পাওয়ার বৃদ্ধি করেছি সেগুলো আমি সংরক্ষণ করেছিলাম না। কারণ পাওয়ার বৃদ্ধি করা নিয়ে যে পোস্ট করতে হয় সে বিষয়ে আমার জানা ছিলনা। দয়া করে আপনারা এটা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন।

আপনারা সবাই দোয়া করবেন । আর সেই সাথে আমি আমার চেষ্টাও অব্যাহত রাখবো। আমি বিশ্বাস করি যে,ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়েই আমি সফলতা অর্জন করতে পারব। তাই আমি ধৈর্য ধরি এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকি। ধন্যবাদ সবাইকে।

Cc:- @steemcurator01

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর উদ্যোগ নিয়েছেন পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোট ছোট বালু ক্ণা বিন্দু বিন্দু জল গড়ে তলে মহাদেশ সাগর ওতল। এভাবেই এগিয়ে যান ভাই শুভ কামনা রইলো।

পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি।। আপনে অনেক সুন্দর একটা কাজ করে যাচ্ছেন।
শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50