শীত উপলক্ষে মাছের বিশেষ যত্ন।

in আমার বাংলা ব্লগ27 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শুক্রবার। ২৯ ই নভেম্বর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20241129_121948_856.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আপনার হয়তো অনেকেই জানেন যে, আমি গ্রামে বসবাস করি এবং মাছ চাষের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কারণ আমার মাছ চাষের উপযোগী আটটি পুকুর রয়েছে বর্তমানে। আর সবগুলো পুকুরেই পুরোদমে মাছের চাষাবাদ করি। বর্তমানে আমার প্রত্যেকটি পুকুরেই পরিমাণ মতো ছোট-বড় সাইজের মাছ রয়েছে। প্রত্যেকটি পুকুরের প্রধান মাছ হলো পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছের সাথী মাছ হিসেবে রয়েছে অন্যান্য দেশীয় প্রজাতির মাছ। এক কথায় আপনারা বলতে পারেন যে, আমি আমার সবগুলো পুকুরে মিশ্র ভাবে মাছের চাষ করি। আর বর্তমান সময়ে মিশ্রভাবে মাছ চাষ সবথেকে বেশি লাভজনক।



যাহোক, শীতের আগমনের সাথে সাথে পুকুরের চারপাশে এবং পুকুরের তলদেশে বিভিন্ন প্রকার রোগ জীবাণুর সৃষ্টি হয়। যার ফলে শীতের মৌসুমে প্রায় সব রকম সাইজের এবং সকল প্রজাতির মাছের দেহে বিভিন্ন প্রকার রোগের বহিঃপ্রকাশ ঘটে। এমনকি কিছু কিছু মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই শীতের মৌসুমে মরে যায়। আর মাছ মরে যাওয়া মানে মাছ চাষীদের জন্য বিশাল একটি ক্ষতি। তাই শীতের মৌসুমে পুকুরের মাছগুলোকে সুস্থ রাখার জন্য সব সময় মাছ চাষীকে সতর্ক থাকতে হয়। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমার সবগুলো পুকুরে পরিমাণ মতো চুন প্রয়োগ করে ফেলেছি।



IMG_20241129_121927_971.jpg

IMG_20241129_121738_507.jpg

IMG_20241129_121947_769.jpg


আজকে আমার একটি পুকুরে পরিমাণ মতো লবণ প্রয়োগ করেছি। পুকুর থেকে মাছের রোগ জীবাণু ধ্বংস করতে লবণের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে লবণ পুকুরে প্রয়োগ করতে হলে সেটা পরিমাণ মতো প্রয়োগ করতে হবে এবং যথার্থভাবে প্রয়োগ করতে হবে। আগেই বলে রাখি পুকুরের গভীরতা যদি সাড়ে তিন ফুট থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে তাহলে প্রতি শতকে লবণ প্রয়োগ করতে হবে ৪০০ গ্রাম। তবে লবণগুলো সরাসরি পুকুরে ছিটিয়ে দেওয়া যাবে না। ৪০০ গ্রাম লবণ আধা লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে সেই পানি পুকুরে ছিটিয়ে দিতে হবে। আপনারা উপরের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন।



আমি প্রথমেই হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছিলাম। তারপর পানির মধ্যে লবণগুলো ঢেলে দিয়েছিলাম। এরপর হাড়ির ভিতর পানি গুলোর সাথে লবণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটি থালা দিয়ে পানির সাথে লবণগুলো বারবার নাড়িয়ে দিয়েছিলাম। যাতে খুব দ্রুত লবণগুলো গলে পানির সাথে মিশে যায়। তারপর লবণ পানিগুলো পুকুরের চারপাশের অংশে সমানভাবে ছিটিয়ে দিয়েছিলাম। আর এটাই হলো পুকুরে লবণ প্রয়োগ করার যথার্থ পদ্ধতি। পুকুরে কখনোই কাঁচা লবণ সরাসরি প্রয়োগ করা যাবে না।



পুকুরে লবণ প্রয়োগের অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো:- শীতের সময় পুকুরের ছোট-বড় সবরকম মাছের দেহে লালচে ঘা হয়, এমনকি মাছের লেজে কিংবা মাছের চোখের পাশে কিংবা মাছের দেহের বিভিন্ন অংশে লালচে ঘা হয়ে থাকে। শীতের মৌসুমে মাছের দেহে লালচে ঘা হওয়ার আগে যদি পরিমাণ মতো লবণ প্রয়োগ করা যায় তাহলে পুকুরের মাছগুলো ঘা হওয়ার হাত থেকে রক্ষা পায়। তবে কারো পুকুরে মাছের শরীরে যদি ঘা হয়ে যায়, সে ক্ষেত্রে পুকুরে কি পরিমান লবণ প্রয়োগ করতে হবে সেটা উপজেলা মৎস্য অফিসারের নিকটে পরামর্শ নিয়েই করতে হবে। তাই আমার পুকুরের মাছগুলো সুস্থ থাকা অবস্থায় পরিমাণ মতো লবণ প্রয়োগ করে দিলাম আজ। যেহেতু শীত পুরোদমে চলে এসেছে। তাই পুকুরের মাছগুলো সুস্থ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি পুরো শীতের মৌসুমে আমার পুকুরের সব মাছগুলো সুস্থ রাখতে পারবো, ইনশাল্লাহ।





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 27 days ago 
 27 days ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20241129-205624.jpg

Screenshot_20241129-205827.jpg

Screenshot_20241129-205943.jpg

 27 days ago 

হ্যাঁ শীতের সময় মাছকে এভাবে যত্ন নিতে হবে। কোথায় আছে যত্নে রত্ন মেলে। যেহেতু এই সময় মাছের বাচ্চার বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তাই রোগ প্রতিরোধ করার জন্য সব সময় সজাগ থাকতে হবে।

 26 days ago 

কমেন্টের মধ্যে বানানের ভুল রয়েছে। সংশোধন করে দাও।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95583.13
ETH 3350.54
USDT 1.00
SBD 3.09