আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ২৯ মার্চ, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

Picsart_23-03-29_13-33-17-155.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুগণ, চলুন দেখে আসি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো।

⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20230328_172759_789.jpg

IMG_20230328_172805_166.jpg

IMG_20230328_172754_683.jpg

এটা হচ্ছে কচু শাকের ফুলের ফটোগ্রাফি। এই কচু শাককে আমাদের এলাকায় দুধ কচু শাক বলে। কচু শাকের ফুলগুলো কচি অবস্থায় শাকের সাথে ঘন্ট করে খেতে খুবই সুস্বাদু লাগে। পাশাপাশি কচু শাকের সাদা রংয়ের ফুল গুলো দেখতেও অনেক সুন্দর লাগে।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20230328_174917_243.jpg

IMG_20230328_175049_122.jpg

IMG_20230328_175052_315.jpg

IMG_20230328_175132_648.jpg

এটা হচ্ছে কচি লাউয়ের ডগার ফটোগ্রাফি। লাউয়ের ডগা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি মসৃণ এবং কোমল। আমাদের গ্রামীণ এলাকার মানুষেরা কচি লাউয়ের ডগা চচ্চড়ি করে খেতে খুবই পছন্দ করে। আর আমি লাউয়ের ডগার চচ্চড়ি রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করি। লাউয়ের ডগায় লাউ গাছে লাউ ধরে।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20230324_075141_397.jpg

IMG_20230324_074322_468.jpg

IMG_20230324_074408_852.jpg

IMG_20230324_075144_966.jpg

এটা হচ্ছে শসা ফুলের ফটোগ্রাফি। হলুদ রঙ্গের এই শসা ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে সকালবেলায় সূর্যের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে শসা ফুলের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। শসা ফুল গুলো প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20230324_073218_176.jpg

IMG_20230324_073222_556.jpg

IMG_20230324_073135_803.jpg

IMG_20230324_073146_063.jpg

এটা হচ্ছে পুঁইশাকের ফটোগ্রাফি। পুঁইশাক আমাদের নিকট অত্যন্ত প্রিয় একটি শাক। রমজান মাসে পুইঁশাকের ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে। আমি আমার পুকুর পাড়ের খালি জায়গায় পুঁইশাকের ছোট্ট একটি বাগান তৈরি করেছি। সেই বাগান থেকেই এই পুঁইশাকের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট শেয়ার করেছি।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20230317_075539_828.jpg

IMG_20230317_075624_499.jpg

এটা হল আতা ফলের ফটোগ্রাফি। এটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষের নিকট অতি পরিচিত একটি ফল। পাকা আতা ফল খেতে খুবই সুস্বাদু লাগে। অনেকেই এই আতা ফলকে জান্নাতী ফল হিসেবে আখ্যায়িত করে । ইফতারিতে পাকা আতা ফল খাওয়ার মজাই আলাদা।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20230324_074704_238.jpg

IMG_20230324_074750_917.jpg

IMG_20230324_074715_985.jpg

এটা হচ্ছে আমাদের জনপ্রিয় সবজি বেগুনের ফটোগ্রাফি। সতেজ বেগুন দিয়ে তৈরি যেকোনো ধরনের তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে আমি বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করি। তাই আমার পুকুর পাড়ে লাগানো বেগুন গাছ থেকে সতেজ বেগুন সংগ্রহের সময় এই ফটোগ্রাফিটি করেছিলাম।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20230324_071927912_BURST0001_COVER.jpg

IMG_20230324_071620_360.jpg

IMG_20230324_071626_408.jpg

IMG_20230324_071737_853.jpg

IMG_20230324_071709_423.jpg

IMG_20230324_071931_703.jpg

এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের ফটোগ্রাফি। মিষ্টি কুমড়া গাছের সবুজ পাতার মাঝখানে ফুটে থাকা হলুদ রঙের এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল থেকেই আমরা মিষ্টি কুমড়া পেয়ে থাকি। মিষ্টি কুমড়া ফুল ভাজি করে খেতে খুবই সুস্বাদু লাগে। মিষ্টি কুমড়া ফুলের ভাজি খুবই জনপ্রিয় একটি খাবার।



By @bidyut01.

Camera 📸 Smartphone.
লোকেশন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


সুপ্রিয় বন্ধুগণআমি আশা করি, আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
 2 years ago 

আজকের আপনার এই শাকসবজি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বেগুন দুটোর সাথে কুমড়ার ফুলগুলো তুলতে পারতেন। কারণ কুমড়ো ফুলের বড়া অনেক সুস্বাদু খেতে।

 2 years ago 

তা অবশ্য ঠিকই বলেছেন ভাইয়া। তবে এ বিষয়টা তখন মাথায় ছিল না।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে আপনার পছন্দের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে খুবই দারুণ লাগছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি। আসলে ফুল থেকে ফল হয় সেই ফল আমরা রান্না করে খেয়ে থাকি ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি ফটোগ্রাফি গুলো আমার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে দারুন লাগছে। তবে আমার কাছে শশা ফুলের ফটোগ্রাফি এবং কচুর ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা আলোচিত্র অনেক ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে হলুদ ফুলের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো ছিল।।
ফটোগ্রাফি গুলো সম্পর্কে খুব সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল।।

 2 years ago 

আপনার মত আমারও এই ধরনের শখ রয়েছে আমারও ফটোগ্রাফির ধারণ করতে খুবই ভালো লাগে। চমৎকার কিছু আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলোর মধ্য থেকে কুমড়ো ফুলের ফটোগ্রাফি এবং আতার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। শসার ফুল গুলো অত্যন্ত সুন্দর হয়েছে চোখ যেন ঝলসে গেছে। আতাফল আমার অনেক প্রিয় আতাফল দেখে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33