আমার বাংলা ব্লগ||আমার পছন্দের কিছু ফুলের ফটোগ্রাফি\\তাং:১২/০১/২২ইং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

💖আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম💖

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের এপার বাংলা,ওপার বাংলা-দুই বাংলার সকল বন্ধুগণ অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অনেকদিন পরে আজ আমি আপনাদের নিকট কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। যদিও আমি ফটোগ্রাফি করতে তেমন দক্ষ নয় তারপরও মানসম্মত ফটোগ্রাফি করতে চেষ্টা করেছি।

প্রিয় বন্ধুগণ, ফুল হলো মহান আল্লাহতালার এক অপূর্ব সৃষ্টি। পৃথিবীর বুকে ফুল হলো এক পবিত্রতার প্রতীক। ফুল প্রকৃতিকে করে সৌন্দর্যময়। তাই পৃথিবীতে ফুল ভালবাসেনা এমন লোক একটিও খুঁজে পাওয়া যাবে না। আমিও ব্যক্তিগতভাবে খুবই ফুল পছন্দ করি। তাই আজ আমি আপনাদের নিকট আমার কিছু পছন্দের ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। তো চলুন দেখে আসি আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি। আমি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

Picsart_22-01-12_23-21-09-870.jpg

💖 আমার পছন্দের কিছু ফুলের ফটোগ্রাফি 💖

⬇️ ফটোগ্রাফি-১⬇️

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_160800.jpg

IMG_20220111_160222.jpg

IMG_20220111_160303.jpg

IMG_20220111_160401.jpg

IMG_20220111_163936.jpg

IMG_20220111_163849.jpg

IMG_20220111_163832.jpg

আমাদের সকলের প্রিয় এবং খুবই পরিচিত একটি ফুল হলো গোলাপ ফুল। গোলাপ ফুলের সৌন্দর্যে প্রত্যেক মানুষ আকৃষ্ট হতে বাধ্য। আমি নিজেও গোলাপ ফুল খুবই পছন্দ করি। গোলাপ ফুল বেশ কয়েকটি জাতের হয়ে থাকে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

⬇️ ফটোগ্রাফি-২⬇️

গোলাপি রঙের টাইম ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_161154.jpg

IMG_20220111_161147.jpg

IMG_20220111_161307.jpg

IMG_20220111_161503.jpg

IMG_20220111_161352.jpg

প্রকৃতিতে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে রয়েছে এই গোলাপি রঙের টাইম ফুলগুলো। বর্তমানে এ ধরনের ফুলগুলো বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

হলুদ রঙের টাইম ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_161823.jpg

IMG_20220111_162202.jpg

IMG_20220111_161840.jpg

IMG_20220111_162410.jpg

IMG_20220111_161814.jpg

IMG_20220111_162347.jpg

IMG_20220111_161733.jpg

হলুদ রঙ্গের টাইম ফুল গুলোর দিকে তাকালে চোখ ফেরানো খুবই কঠিন। অনেকে ছাদবাগানে হলুদ রঙের টাইম ফুল গাছ টবে লাগিয়ে থাকে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

সাদা রঙ্গের টাইম ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_160955.jpg

IMG_20220111_160921.jpg

IMG_20220111_161043.jpg

সাদা রঙ্গের টাইম ফুলগুলো সকালবেলায় দেখতে খুবই সুন্দর লাগে। সকালে শিশিরে ভিজে থাকা টাইম ফুল গুলো সূর্যের একটু আলো পড়লেই মুক্তার মত লাগে।


[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

👇 ফটোগ্রাফি-৩👇

হৈমন্তী ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_163151.jpg

IMG_20220111_163323.jpg

IMG_20220111_163631.jpg

IMG_20220111_163434.jpg

IMG_20220111_163450.jpg

IMG_20220111_163424.jpg

মন মাতানো থোকা-থোকা হৈমন্তী ফুলগুলো দেখলেই মনের ভিতর প্রশান্তির শীতলতা বয়ে যায়। হৈমন্তী ফুলগুলো প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলে। হৈমন্তী ফুলের পুরো অংশই হলুদ বর্ণের হয়।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

⬇️ ফটোগ্রাফি-৪⬇️

পঞ্চমুখী জবা ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_164749.jpg

IMG_20220111_164830.jpg

IMG_20220111_164850.jpg

IMG_20220111_164844.jpg

পঞ্চমুখী জবা ফুল গুলো সাধারণত লাল টুকটুকে বর্ণের হয়। সবুজ পাতাবিশিষ্ট জবা ফুল গাছে লাল রঙ্গের জবা ফুল গুলো দেখলেই মন ভরে যায়।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

জবা ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_164431.jpg

IMG_20220111_164641.jpg

IMG_20220111_164518.jpg

IMG_20220111_164400.jpg

IMG_20220111_164613.jpg

এটা অন্য জাতের জবা ফুল। এ জবা ফুলের প্রকৃত নাম আমার জানা নেই। এই জবা ফুলটি দেখতে খুবই সুন্দর। বেশ কয়েকটি রং বিদ্যমান এই জবা ফুলের মধ্যে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

ফটোগ্রাফি-৫

অলকানন্দা ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_165852.jpg

IMG_20220111_165739.jpg

IMG_20220111_165835.jpg

IMG_20220111_165711.jpg

IMG_20220111_170043.jpg

IMG_20220111_165757.jpg

IMG_20220111_165659.jpg

অলকানন্দা ফুল গুলো দেখতে হলুদ বর্ণের। এই ফুলগুলো এক-একটি থোকায় তিন চারটা কিংবা এর চেয়েও অধিক ফুল ধরে থাকে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

↘️ ফটোগ্রাফি-৬↙️

কচমচ ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_163001.jpg

IMG_20220111_162657.jpg

IMG_20220111_163104.jpg

IMG_20220111_162756.jpg

IMG_20220111_162639.jpg

আকর্ষণীয় রঙ্গের অধিকারী কচমচ ফুল। কসমস ফুলের সাধারণত আটটি করে পাপড়ি থাকে। পাপড়ি গুলো মেলে ফুটে থাকা অবস্থায় কসমস ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

⬇️ ফটোগ্রাফি-৭↙️

ইস্টারডে টুডে টুমোরো ফুলের ফটোগ্রাফি

IMG_20220111_170630.jpg

IMG_20220111_171705.jpg

IMG_20220111_170624.jpg

IMG_20220111_170446.jpg

IMG_20220111_171627.jpg

IMG_20220111_170801.jpg

IMG_20220111_170541.jpg

IMG_20220111_170528.jpg

এ ধরনের ফুলগুলো গোড়ার অংশের রং সাদা হয়। ফুলের পাপড়ি গুলো নেভিবুলু রংয়ের এবং ফুলের ভিতর অংশ হলুদে রংয়ের হয়। অর্থাৎ একটি ফুলের আলাদা আলাদা তিনটি অংশে তিন রকমের রং বিদ্যমান। এ ফুলটি দেখতে খুবই সুন্দর লাগে।

[Location:]
https://maps.app.goo.gl/mtnYAQf2ZDqvTVfA6
Camera: infinix hot 11 S
Photographer by @bidyut01

সুপ্রিয় বন্ধুগণ, এই ছিল আমার আজকের মত আয়োজন। আমি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

আমার পরিচিতিকিছু তথ্য
আমার নাম@bidyut01
ফটোগ্রাফার@bidyut01
ডিভাইসinfinix hot 11 S
আমার বাসা**মেহেরপুর
আমার বয়স২৮ বছর
আমার ইচ্ছেলাইফটাইম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ব্লগিং করা



received_1896023263930970.gif





Sort:  
 3 years ago 

আমি নিজেও খুব পছন্দ করি ফুল। আর সত্যি বলতে করো ফুল নিয়ে পোস্ট দেখলেও খুব মজা পাই। দাদা অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে ব্লগটি সাজানোর জন্য। সব গুলো ছবি এবং ফুল চমৎকার লাগছে। আমি নিজে এই বছর অনেক ফুল গাছ কিনেছি এবং পোস্টও করেছি। আপনাদের এত সুন্দর সুন্দর পোস্ট আমার অনুপ্রেরণার উৎস।

 3 years ago 

আমার এই পোস্টটি টুইটারে শেয়ার করা হয়েছে। আমার পোস্টের টুইটার লিংক:https://twitter.com/bidyut01/status/1481315884304322561?t=eYAGh0MqK7pzWsK5O1gbug&s=09

 3 years ago 

আপনার তোলা ফুলের ছবিগুলা অনেক সুন্দর হয়েছে।আপনি কয়েক পদের পর্তুলিকা ছবি আমার কাছে ভালো লাগেছে।গোলাপ ফুলের ছবিগুলা ও সুন্দর। আমার ফুল অনেক পছন্দের। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। খুব সুন্দর সুন্দর ফুল গুলোকে আপনি ক্যামেরাবন্দি করেছেন ।ফুল আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্য ফুল সবার কাছেই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ প্রত্যেকটি ছবিই অসাধারণ হয়েছে। মন ছুয়ে গিয়েছে আপনার তোলা ছবি গুলো দেখে। আপনার ফটোগ্রাফির হাত আসলেই অনেক ভালো। আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

থোকা হৈমন্তী, অলকানন্দা, ভিন্ন জাতের জবা সব কটা ফুলই খুব
সুন্দর, আর টাইম ফুল গুলোর ছবি চোখে লেগে আছে। আপনার
ফটোগ্রাফি দারুণ হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া দুষ্কর। কমবেশি সবারই পছন্দ ফুল। গোলাপ ফুল তো আমার খুবই পছন্দ। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

  • আপনার ফটোগ্রাফিটি আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ফুল এর ফটোগ্রাফি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ফুলের ফটোগ্রাফি আমি অনেক পছন্দ করি। খুব সুন্দর করে করে বর্ণনা ও করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

ফুল খুবই সুন্দর একটি জিনিস।আর আপনি ফুল গুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দারুন একটি ব্লগ তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে ফুলের ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67904.70
ETH 3244.25
USDT 1.00
SBD 2.66