📸📸 ১০টি রেনডম ফটোগ্রাফি 📸📸// আমার বাংলা ব্লগ//shy-fox 10%

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @beer75 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন,


আশা করি সবাই ভাল আছেন, আমি অনেক ভালো আছি। আমার বাংলা সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি বা এলোমেলো ফটোগ্রাফি।


প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে ভিন্ন রকমের ফুল ও কীটপতঙ্গের ছবি নিয়ে হাজির হয়েছি আমি @beer75। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। সব বস্তুরেই ছবি তুলতে আমাকে খুবই ভালো লাগে, যদি আমার মনে ধরে।


যাই হোক এখন চলতেছে শীতকাল কোথাও শীতের আদ্রতা বেশি আবার কোথাও কম। শীতকালীন সময়ে সব ধরনের পিঠা তৈরি হয় এবং পাওয়া যায়। এর মধ্যে ভাঁপা পিঠা আমার খুবই পছন্দের। ভাঁপা পিঠা খাওয়ার মজা সকালবেলা। আমাদের বাড়ির পাশে একটি মহিলা ভাঁপা পিঠা বিক্রি করে। তাই বেশ কয়েকদিন ধরে ভাঁপা পিঠা খাওয়ার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠতেছি। দেরি করে ঘুম থেকে উঠলে ভাঁপা পিঠা আর কপালে জোটে না।


তাই ঘুম থেকে সকাল সকাল উঠে ভাঁপা পিঠা খেয়ে একটু হাঁটাহাটি করলাম। তারপর হেঁটে চলে গেলাম গ্রামের পাশে আমাদের সবজি ক্ষেতে। দেখতেছি চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে ঘাসের উপর জমেছে শিশির কণা। একটু এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল একটি সরিষা ক্ষেত। সরিষার গাছে ফুল ফুটেছে দেখে মনটা ভরে গেল। সেখানে গিয়ে সরিষা ফুল এবং কিছু কীটপতঙ্গের ছবি তুললাম। আর আজকের বিকাল বেলা আমাদের শিম খেতে ঔষধ স্প্রে করার পর কিছু ছবি তুলি, এই সব ছবি মিলিয়ে একটি অ্যালবাম তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। চলুন আর কথা না বাড়িয়ে ছবিগুলো চোখের পলকে দেখে নেওয়া যাক।


📸📸 ছবি নং-১ 📸📸


IMG_20211209_221442.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে মাছির ছবি। যেহেতু এই ছবি তুলেছি সকালবেলা চারিদিকে ছিল কুয়াশা। এই মাছিটি সরিষা গাছের পাতার উপরে বসে ছিল। মাছির পাখা একটু ভিজে থাকার কারণে উড়তে পারতে ছিল না তাই সুন্দর করে জুম করে ছবিটি তুলতে পেরেছি। না হলে তো দুষ্টু মাছিটির ছবি তুলতেই পারতাম না।


📸📸 ছবি নং-২ 📸📸


IMG_20211210_213811.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে প্রজাপতি। সবকিছু কীটপতঙ্গের কমবেশি ছবি তোলা সহজ হয় কিন্তু এই প্রজাপতির ছবি তোলা খুবই কষ্টসাধ্য। ছবি তুলতে গেলে ফুস করে উড়ে যায়। যেহেতু আমি ফোন দিয়ে ফটোগ্রাফি করি এজন্য যে কোন বস্তুর কাছাকাছি গিয়ে ছবি না তুললে ভালো আসে না। তারপরও প্রজাপতির ভালো ছবি তোলার চেষ্টা করছি।


📸📸 ছবি নং-৩ 📸📸


IMG_20211210_174145.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে মৌমাছি। তারা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত।। তাদের মধু সংগ্রহ না হলে চাকরি থাকবে না। মৌমাছির মধু সংগ্রহ করা দেখে আমার একটি ছোট বেলার কবিতা মনে পড়ে যায়।

কাজের লোক

নবকৃষ্ণ ভট্টাচার্য

মৌমাছি মৌমাছি
কোথায় যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।

দাঁড়াবার সময় তো নাই
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।


📸📸 ছবি নং-৪ 📸📸


IMG_20211210_173650.jpg

Location

DeviceRelmeNarzo30A

রাস্তার পাশে জন্মেছে ছোট ছোট ঝাড় গাছ। ফুটেছে ছোট ছোট সুন্দর সুন্দর ফুল, দেখে মনটা আর স্থির থাকলো না তাই ছবি তুলে নিলাম।


📸📸 ছবি নং-৫ 📸📸


IMG_20211210_101250.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে সরিষা ফুল। সরিষার গাছে যখন ফুল ফুটে দেখতে খুবই সুন্দর লাগে এবং মন ভরে যায়।


📸📸 ছবি নং-৬ 📸📸


IMG_20211210_182637.jpg

এটি হচ্ছে ঘাসফুল। ঘাস ফুলটি দেখতে খুবই চমৎকার লাগতেছে।

Location

DeviceRelmeNarzo30A


📸📸 ছবি নং-৭ 📸📸


IMG_20211210_214105.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে পুঁইশাকের ফুল। পুঁইশাক যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি এই পুঁইশাকের ফুল ও রান্না করে খাওয়া যায়, খেতে খুবই মজাদার ও টেস্টি।


📸📸 ছবি নং-৮ 📸📸


IMG_20211209_221709.jpg

IMG_20211209_221645.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে গোলামী। গোলামী গুলো কে দেখে মনে হচ্ছে খুব শান্তশিষ্ট, আসলে সকালবেলা তাদের পাখা ভেজা থাকার কারণে তারা এই রকম ভাবে রয়েছে। না হলে তো ছবি তোলা দূরের কথা কাছেই যেতে দিত না।


📸📸 ছবি নং-৯ 📸📸


IMG_20211210_212900.jpg

Location

DeviceRelmeNarzo30A

এগুলো হচ্ছে ধানের চারা। বীজ থেকে চারায় রূপান্তিত হচ্ছে। সেগুলো দেখতে খুবই সুন্দর, তার পরে ধানের চারার মাথায় জমছে শিশির কণা। যা দেখতে খুবই চমৎকার!


📸📸 ছবি নং-১০ 📸📸


IMG_20211210_214248.jpg

Location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে দলকলস গাছ। একেক জায়গায় একেক রকম নাম রয়েছে এই গাছটির। অনেকেই রান্না করে খেয়ে থাকে।


আশা করি আমার রেনডম ফটোগুলো আপনাদের সবাইকে ভালো লাগবে। আর ফটোগ্রাফি গুলো আপনাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের মত আবারো কোন একদিন আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি।


আবারো আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি এখানেই শেষ করলাম। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। ৬ নাম্বার এবং ৪ নাম্বার ফটোগ্রাফিটা আমার মন কেড়ে নিয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। বিশেষ করে শীতকালীন মৌসুমে মৌমাছির মধু আহরণের দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছে। শীতের সময় মৌমাছি সরিষাফুল বিভিন্ন ধরনের ফুল থেকে মধু আহরণ করে থাকে। আপনি খুব সুন্দর ভাবে মৌমাছির মধু সংগ্রহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে।❤️❤️

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে নিজের মতো করে ছবি গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ।

 3 years ago 

সবগুলো ছবি বেশ দূরদান্ত ছিল ♥️
শীতের সকাল মানে কুয়াশা ভেজা, ছবিগুলোতে শিশিরের ছোয়া মুগ্ধ করেছে আমায়।
ভালো কাজ করুন এই প্রত্যাশায় বিদায় নিলাম ❤️

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দর একটি মন্তব্য করার জন্য। জি ভাই অবশ্যই দোয়া করবেন যেন ভাল কাজ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।

 3 years ago 

বাহ্!!আপনার প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। কিন্তু প্রথম ফটোগ্রাফি টি আমার মনে দাগ কেটে গেছে। অসম্ভব সুন্দর হয়েছে আপনার প্রথম ফটোগ্রাফিটি। শুভকামনা আপনার জন্য♥♥

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই আমি মুগ্ধ আপনার প্রতিটা ফটো আমার কাছে অনেক ভাল লেগেছে তবে বিশেষ করে 1, 5 এবং 9 এই তিনটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে প্রতিটা ফটোর নীচে আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা খুব ভালোভাবে ফটো সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য

আপনার মন্তব্য দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। দোয়া করবেন আরো সুন্দর সুন্দর ফটো শেয়ার করতে পারি। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76354.05
ETH 3034.69
USDT 1.00
SBD 2.62