১০টি ফুলের ফটোগ্রাফি// আমার বাংলা ব্লগ//shy-fox 10%

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @beer75 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন,

আশা করি সবাই ভাল আছেন, আমি অনেক ভালো আছি। আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্টটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দশটি ফুলের সঙ্গে পরিচয় করে দিব।

পৃথিবীতে ফুল প্রেমিক সবাই। ফুলকে ভালোবাসে না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে পৃথিবীতে। তেমনি আমি একজন প্রেমিক বলতে পারেন। অনেক ভালোবাসি ফুলকে। কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের গ্রামটা ঘুরা হয় না। তাই আজ অনেকদিন পর আমাদের গ্রামটা ঘুরে দেখলাম। গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গেছে যেদিকে তাকাই সেদিকেই শুধু পাকা বাড়ি দেখতে পাই। কাঁচা বাড়ির কোন অস্তিত্ব নেই। আসলে যুগের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তারপর দেখলাম কমবেশি সব বাড়িতেই ফুলের গাছ রয়েছে বিভিন্ন রকমের। তাই কিছু বাড়িতে গিয়ে এই ফুলের ছবি গুলো আমি সংগ্রহ করি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ফুলের ছবি গুলো দেখে নেওয়া যাক।


📸📸 ছবি নং -১ 📸📸


IMG_20211120_225452.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে কনক চাঁপা ফুল। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর।


📸📸 ছবি নং -২ 📸📸


IMG_20211120_225322.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে রঙ্গন ফুল। এই ফুলগুলো অনেক বড় বড় হয় আকারে এবং দেখতে খুবই সুন্দর হয় ।


📸📸 ছবি নং -৩ 📸📸


IMG_20211120_221320.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে ধুতরা গাছের ফুল। এই গাছগুলোকে রাস্তার পাশে বা জঙ্গলে জন্মাতে দেখা যায় ।


📸📸 ছবি নং -৪ 📸📸


IMG_20211120_225217.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি একটি গোলাপ ফুল। এই গোলাপ ফুলের রং হচ্ছে গোলাপি। পৃথিবীতে প্রায় কয়েক শত প্রকারের গোলাপ ফুল রয়েছে।


📸📸 ছবি নং -৫ 📸📸


IMG_20211120_234105.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে মাধুরী লতা ফুল। এই ফুলের গাছ গুলোকে অনেকেই বাড়ির গেটের সামনে লাগায়। বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।


📸📸 ছবি নং -৬ 📸📸


IMG_20211120_225712.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে মোরগ ফুল। ফুলগুলো যখন ফুটে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এই ফুলগুলো গন্ধহীন।


📸📸 ছবি নং -৭ 📸📸


IMG_20211120_225541.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে কাঁটা মুকুট ফুল। গাছগুলোর গায়ে কাঁটা থাকার কারণে হয়তো ফুল গুলোর নাম কাঁটা মুকুট দিয়েছে।


ছবি নং ৮,৯,ও ১০নং ছবিগুলো তোলা হয়, পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লার খনির একটি বিল থেকে। গত শুক্রবার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ছবিগুলো আমি ক্যামেরা বন্দী করে রাখি।


📸📸 ছবি নং -৮ 📸📸


IMG_20211119_201423.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে কচুরিপানা ফুল। অনেকেই ভাবছেন এটা কেমন কচুরিপানা ফুল। আসলে গাছে পুষ্টি না থাকার কারণে ফুলটি ভিন্ন রকম হয়েছে।


📸📸 ছবি নং -৯ 📸📸


IMG_20211119_201217.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে পদ্মফুল। গাছে পুষ্টি না থাকার কারণে ফুলগুলো খুব ছোট ছোট হয়েছে, কিন্তু দেখতে খুবই সুন্দর।


📸📸 ছবি নং -১০ 📸📸


IMG_20211119_200923.jpg

location

DeviceRelmeNarzo30A

এটি হচ্ছে বেহেলা গাছের ফুল। গাছটির ফুলটি দেখতে প্রায় মাইকের মত। বেহালা গাছটি আমাদের এলাকা থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই গাছটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই গাছের ডাল কেটে গ্রামের ছেলেরা মিলে বন্দুক বানিয়ে যুদ্ধ করতাম। আজও সেই দিন গুলো বুকের ভেতর হাতছানি দেয়। যদি ফিরে পেতাম সেই দিনগুলো।



আশা করি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে। আবারো আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিলাম। আবারও কোন একদিন ভিন্নরকম ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sort:  
 3 years ago 

ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি করেছেন না দেখলে বুঝতেই পারতাম না। আমার কাছে তো সবচেয়ে প্রথম ছবিটা খুব ভালো লেগেছে। ছবিটা দেখে মনে হচ্ছে ঘাসের মধ্যে যেন ফুল ফুটে আছে। সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। সব ছবিগুলো খুব সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ ফটোগ্রাফি করেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফুল ভালোবাসে না এরকম কোন মানুষ নেই। আপনি ফুলের সাথে খুব সুন্দর করে আলোচনা করেছেন এবং পরিচয় করে দিয়েছে। আপনি লাল রঙের যে ফুলটাকে রংঙ্গণ বলছেন আমি এই ফুল টির নাম জানতাম না। আজকে আপনার পোস্টের মাধ্যমে এর নাম জানলাম। এবং এই নামটা কতটা সঠিক সেটা জানি না যাই হোক আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। সবগুলো ফুলই খুব সুন্দর। কনকচাপা ফুল দেখেই আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করেই ফুলের ছবিগুলো তুলেছেন ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। আর এইরকম ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করায়। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

১০ টি ফুল দিয়ে খুব সুন্দর একটি ফুলের এলবাম বানিয়েছেন।প্রতিটা চিত্র দেখতে খুব সুন্দর লাগছে আর অনেক দারুন ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন।আপনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে শুভ কামনা।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

বাহ দারুন ফটোগ্রাফি।আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এবং পোষ্টের উপস্থাপনাটা অসাধারণ হয়েছে। আমার কাছে ১,২,৮ নং ফুলের ছবিটি বেশ ভালো লেগেছে। এবং ফুল গুলোর বর্ণনা যদি আরেকটু বিস্তারিত দিতেন পোস্টটা আরো ভালো হতো। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার ছবিগুলোর ক্যাপচার খুব সুন্দর ছিল। ছবি গুলোর বর্ণনা দিয়েছেন অসাধারণভাবে। বিশেষ করে প্রথম ছবি আর সাত নম্বর ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা ছবি সুন্দর ছিল শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ এইটা সঠিক কথা বলছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না। ফুলের কাছে গেলেই মনে একটা আনন্দের অনুভূতি কাজ করে। ভালো লাগা কাজ করে। প্রকৃতির সৌন্দর্য সত্যিই অনেক ভালো লাগে কনকচাঁপা ফুলটি আমার খুবই ভালো লাগলো। আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তার সাথে রঙ্গন ফুল এবং ধুতরা গাছের ফুল এবং গোলাপ ফুল এবং মাধবীলতা ফুল এবং অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন।যাই হোক প্রতিটি ছবি আমার বেশ ভালো লাগলো। বিশেষ করে এক নম্বর ছবিটা আমার খুব পছন্দ হয়েছে

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

ভাই আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং প্রফেশনাল লেভেলের। ফুল গুলো দেখতে অনেক সুন্দর।সত্যি আপনার ফটোগ্রাফার তুলনা হয়না । অনেক সুন্দর ভাবে প্রত্যেক টি ফুলের নাম এবং বিবরণ দিয়েছেন।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আপনি ফুল ভালবাসেনা এমন লোক পাওয়া খুবই দুস্কর। আমাদের সকলের কমবেশি ফুল পছন্দ। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তাছাড়া আপনি প্রতিটি ফুলের নিচে খুব সুন্দর করে ফুলের বর্ণনা দিয়েছেন। যার দেখতে খুব ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.72
ETH 3050.14
USDT 1.00
SBD 2.62