Diy // এসো নিজে করি// রঙিন পেপার দিয়ে ময়ূর পাখি তৈরি//shy-fox 10%

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @beer75 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন

আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি ।আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে রঙিন পেপার দিয়ে ময়ূর পাখি তৈরি করা যায় ।চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক...



ময়ূর পাখি

IMG_20211016_181340.jpg


উপকরণঃ রঙিন পেপার ও আটা।

IMG_20211016_183355.jpg



ধাপঃ১

IMG_20211016_183337.jpg



ধাপঃ২

IMG_20211016_183311.jpg



ধাপঃ৩

IMG_20211016_182733.jpg



ধাপঃ৪

IMG_20211016_183212.jpg



ধাপঃ৫

IMG_20211016_183118.jpg



ধাপঃ৬

IMG_20211016_183035.jpg



ধাপঃ৭

IMG_20211016_182903.jpg



ধাপঃ৮

IMG_20211016_182653.jpg



ধাপঃ৯

IMG_20211016_182615.jpg



ধাপঃ১০

IMG_20211016_182525.jpg



ধাপঃ১১

IMG_20211016_182449.jpg



ধাপঃ১২

IMG_20211016_182415.jpg



ধাপঃ১৩

IMG_20211016_182318.jpg



ধাপঃ১৪

IMG_20211016_182236.jpg



ধাপঃ১৫

IMG_20211016_182028.jpg



ধাপঃ১৬

IMG_20211016_181856.jpg



ধাপঃ১৭

IMG_20211016_181728.jpg



ধাপঃ১৮

IMG_20211016_181607.jpg



ধাপঃ১৯

IMG_20211016_181444.jpg



ধাপঃ২০

IMG_20211016_181340.jpg

একইভাবে অন্য আরেকটি ময়ূর পাখি তৈরি করে নিয়েছি।

আশা করি আমার তৈরিকৃত ময়ূর পাখি কি আপনাদের সবাইকে ভালো লাগবে। আর কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আবারো আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের মত পোস্টটি আমি এখানে শেষ করছি । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

বাহ্ আপনি কাগজ দিয়ে সুন্দর ময়ূর পাখি তৈরি করেছেন। কাগজ থেকে কীভাবে ময়ূর তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার ময়ূরপাখিটা জাস্ট অসাধারণ ছিল। ১৯ ধাপে সম্পূর্ণ করেছেন । পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক ধকল গেছে আজ। আমি যেহেতু ডাই-প্রজেক্ট তৈরি করি সে হেতু আমি জানি যে এটি তৈরি করা অনেক ধৈর্য্য এবং পরিশ্রমের কাজ। যাইহোক ভাই আপনার জন্য শুভেচ্ছা রইল অনেক সুন্দর তৈরি করেছেন।

জি ভাইয়া ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক সময় লাগে
তাড়াহুড়া করলে হয়না। যাইহোক সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পেপার দিয়ে এত সুন্দর ময়ূর তৈরি করে ফেললেন ভাই। সত্যি লিজেন্ড আপনি। খুব সুন্দর গুছালো পোস্ট করেছেন আপনি ভাই জান।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পরে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই জান।

 3 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে আপনার কাগজ দিয়ে বানানো ময়ুর পাখি। সুন্দর বর্না করেছেন আপনি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের করার জন্য।

 3 years ago 

ক্রাফট টা খুব ই সুন্দর হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ময়ুর সত্যি এক দারুন সৃজনশীলতা ছিল এটি।অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

লাল এবং নীল কালারের ময়ূরের জুটিটি দারুণ মানিয়েছে।আর আমার সব থেকে ভালো লাগছে আপনার ধাপে ধাপে তৈরি পদ্ধতিটি।চমৎকার এবং নিখুঁতভাবে তৈরি করেছেন ময়ূরের অরিগামিটি।অনেক শুভকামনা রইলো।

জি ভাই ঠিক বলেছেন লাল আর নীল কালারের ময়ূরের জুটিটা অসাধারণ হয়েছে। যাইহোক আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটিতে সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙিন পেপার দিয়ে ময়ূর পাখিটা দেখতে খুব সুন্দর লাগছে। আপনি আপনার পোস্টের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন ময়ূরপাখি সম্পর্কে। শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি সুন্দর ভাবে কাগজ দিয়ে সুন্দর ময়ূর পাখি তৈরি করেছেন। কাগজ থেকে কীভাবে ময়ূর তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর কাগজের ময়ূর পাখি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি মনোযোগ সহকারে দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক লম্বা ধাপে আপনি আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ইউনিক এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপনার পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। খুবই চমৎকার হয়েছে

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোষ্টটি খুব মনোযোগ সহকারে দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর কিছু শেয়ার করেছেন তার জন্য সুন্দর মন্তব্য। আর এটাই স্বাভাবিক। আবারো অনেক অনেক ধন্যবাদ

আপনাকে ও ধন্যবাদ ভাই ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 64252.58
ETH 3398.15
USDT 1.00
SBD 2.50