Diy // এসো নিজে করি //রঙ্গিন পেপার দিয়ে কলমদানি তৈরি// shy-fox 10%

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @beer75 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছে,

আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমার বাংলার সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক....।



কলমদানি তৈরি



IMG_20211201_231929.jpg

উপকরণঃ

১. তিনটি ১৮ × ২৫ সেন্টিমিটার রঙিন কাগজ।
২. একটি পেন্সিল
৩. একটি আঠা
৪. একটি কাচি ও
৫. একটি স্কেল।

IMG_20211130_125419.jpg


ধাপঃ-১


IMG_20211130_125433.jpg

প্রথমে আমি এখানে দুইটি রঙ্গিন কাগজ নিয়েছি।


ধাপঃ-২


IMG20211129213226.jpg

এরপর কাগজ দুটিকে লম্বালম্বি ভাবে সোজা করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেই।


ধাপঃ-৩


IMG20211129213748.jpg

এরপর কাগজের একটু উপরে একটি স্কেল বসিয়ে একটি পেন্সিল দিয়ে মাঝ থেকে উপরের দিকে দাগ দেই। একই ভাবে কাগজের ওপর দিকটা ও স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে।


ধাপঃ-৪


IMG_20211130_125453.jpg

এরপর কাগজটিকে একটি কাচি দিয়ে দাগ দেওয়া অংশ দিয়ে কেটে নিতে হবে।


ধাপঃ-৫


IMG_20211130_125510.jpg

এরপর কাগজটির ডান দিকের অংশটি মাঝ বরাবর ভাঁজ করতে হবে।


ধাপঃ-৬


IMG_20211130_125527.jpg

এরপর ভাঁজ করা অংশটিকে সুন্দর করে একটু একটু করে সবটুকু অংশটি ভাঁজ করে নিতে হবে।


ধাপঃ-৭


IMG20211129220009.jpg

এরপর ভাঁজ করা অংশটি সোজা করে নিচের একটু ওপরে সবগুলো ভাঁজ করা অংশে আঠা লাগিয়ে দিতে হবে।


ধাপঃ-৮


IMG20211129221505.jpg

এরপর আঠা দেওয়া অংশগুলোকে একসাথে করে কিছুক্ষণ চেপে ধরে থাকতে হবে ।


ধাপঃ-৯


IMG20211129221303.jpg

এরপর একটি মোটা কাগজ কে আমি গোল করে কেটে নেই।


ধাপঃ-১০


IMG_20211130_125628.jpg

এরপর আমি কাগজটির নিচের অংশে সুন্দর করে আঠা লাগিয়ে দেই।

ধাপঃ-১১


IMG_20211130_125705.jpg

এরপর গোল করা কাগজটিকে আঠা দেওয়া অংশে বসিয়ে গোল করতে হবে।


ধাপঃ-১২


IMG_20211130_125723.jpg

এরপর আবার একটি রঙ্গীন কাগজ নেই।


ধাপঃ-১৩


IMG_20211201_235159.jpg

কাগজটির লম্বালম্বি কেটে ছোট দুটি টুকরো নেই।


ধাপঃ-১৪


IMG_20211130_132323.jpg

এরপর কেটে নেওয়া কাগজগুলোকে কলমদানির উপরে এবং নিচে আঠা দিয়ে লাগিয়ে দেই।


ধাপঃ-১৫


2021-12-01-23-14-16-343.jpg

এরপর কলমদানির যে ভাঁজ করা অংশগুলো রয়েছে। তার ফাঁকা অংশে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেই। তারপর ভাঁজগুলোকে হাত দিয়ে সোজা করে দেই।


ধাপঃ-১৬


2021-12-01-23-17-55-786.jpg

এরপর কলমদানিতে একটি ফুল লাগিয়ে দেয় এর ফলে কলমদানি দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং আমার তৈরী হয়ে যায় সম্পূর্ণভাবে কলমদানি।


আশা করি আমার কাগজ দিয়ে কলমদানি তৈরি টি আপনাদের সবাইকে ভালো লাগবে। আবারো আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

বাহ খুব সহজেই বানিয়ে ফেললেন কলমদানি । রং টা চমৎকার ফুটেছে । 😍😍😍😍😍😍😍😍😍😍

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর কলমদানি তৈরি করেছেন। আপনার কলমদানি আমার খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর ধাপে ধাপে উপস্থাপন আমার আরো বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপনার রঙ্গিন কাগজ দিয়ে কলমদানি টি। আপনি অসম্ভব সুন্দর ভাবে এটি বানিয়েছেন আপনার প্রতিবার প্রশংসা করতেই হয়। আপনার আগামীর জন্য শুভকামনা আশাকরি আরো অনেক ভালো কাজ আমাদের সামনে উপস্থাপন করবেন।

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কলমদানি অসাধারণ হয়েছে। আপনি অনেক দক্ষতা এবং যত্ন সহকারে কলমদানি বানিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারন।
কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি কলমদানি বানিয়েছেন। আপনার হাতের কাজ অনেক সুন্দর। কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল। এক কথায় অসাধারণ।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ দিয়েছে যে এত সুন্দর কিছু বানানো যায় আমি আসলে অবাক ভাইয়া। আমি আসলেই মুগ্ধ আপনি খুব সুন্দর করে কলমদানি বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে এটা সত্যিই মনমুগ্ধকর। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া সামনে আমাদের জন্য আরো সুন্দর কিছু নিয়ে আসবেন এটাই আশা রাখি।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব চমকপ্রদ একটি ডাই প্রজেক্ট করেছেন আপনি। কলমদানি টি দেখে মনে হচ্ছে বেশ কাজের। আর বর্ণনা টিও খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি রঙ্গিন পেপার দিয়ে কলমদানি তৈরি করেছেন দারুন হয়েছে আর কলমদানির মধ্যে যে ফুলটি লাগিয়েছেন অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক করে উপস্থাপন করেছেন। আমিও শিখে নিলাম অবশ্যই তৈরি করবো। আপনার জন্য শুভকামনা রইলো

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুব সুন্দর ইউনিক একটি কলম দানি বানিয়েছেন দেখতে খুবই সুন্দর হয়েছে আর আপনি খুব সুন্দর নিখুত ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করেছেন। দেখে অসম্ভব ভালো লেগেছে। কলমদানি তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পুরো পোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি কলমদানি শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.72
ETH 3050.14
USDT 1.00
SBD 2.62