Diy // এসো নিজে করি// রঙিন পেপার দিয়ে পাখি তৈরি//shy-fox 10%

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @beer75 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন,

আশা করি সবাই ভাল আছেন, আমি অনেক ভালো আছি। আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করতে হয়।

আমরা হয়তো অনেকেই চিন্তাও করিনা যে কাগজ দিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা যায়। যাই হোক আমি আপনাদের আজকে পাখি তৈরীর সম্পূর্ণ কাঠামো সুন্দরভাবে ধাপে ধাপে আপনাদের আমি বুঝাবো। তাহলে বন্ধু এখন শুরু করা যাক....


🕊️ পাখি তৈরি 🕊️

IMG_20211027_113939.jpg


উপকরণঃ একটি চতুর্ভুজ কাগজের রঙ্গিন পেজ ও একটি কলম।


ধাপঃ১

IMG20211026193340.jpg

প্রথমে আমি একটি চতুর্ভুজ আকার কাগজের পেজ নিয়েছি।


ধাপঃ২

IMG20211026193929.jpg

এরপর আমি কাগজটিকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।


ধাপঃ৩

IMG20211026194126.jpg

ভাঁজ করা কাগজটিকে আবার একইভাবে কোনাকুনি ভাঁজ করে নিলাম।

ধাপঃ৪

IMG20211026194231.jpg

এরপর কাগজটিকে একটু সোজা করলাম।

ধাপঃ৫

IMG20211026194350.jpg

তারপর সোজা করা কাগজ টির ডানপাশের অংশের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কাগজটিকে চাপ দিয়ে চতুর্ভুজ আকার করে নিলাম।


ধাপঃ৬

IMG20211026194450.jpg

এরপর কাগজটিকে আমি উল্টো নিলাম।

ধাপঃ৭

IMG20211026194706.jpg

আবার কাগজটিকে ধাপ ছয় এর মত চতুর্ভুজ আঁকার করে নিলাম।


ধাপঃ৮

IMG20211026194959.jpg

এরপর চতুর্ভুজ আকার কাগজের ডানপাশের একটি পেজ আঙ্গুল দিয়ে বাহির করে কাগজের নিচের অংশ থেকে উপরের দিকে ভাঁজ করে নিলাম।


ধাপঃ৯

IMG20211026195133.jpg

এরপর বামপাশের অংশটিও একইভাবে ভাঁজ করে নিলাম।


ধাপঃ১০

IMG20211026195241.jpg

এরপর আমি কাগজটিকে উল্টা নিলাম।

ধাপঃ১১

IMG20211026195906.jpg

আবার ডানপাশে অংশটি উপরের ধাপের মত ভাঁজ করে নিলাম।


ধাপঃ১২

IMG20211026195957.jpg

এরপর একইভাবে বামপাশের অংশটিও আমি ভাঁজ করে নিলাম।


ধাপঃ১৩

IMG20211026200250.jpg

এরপর উপরের অংশটি ভাঁজ করে নিলাম।


ধাপঃ১৪

IMG20211026200450.jpg

এরপর কাগজের ভাঁজগুলোকে সোজা করে নিলাম।


ধাপঃ১৫

IMG20211026201156.jpg

তারপর কাগজের নিচের অংশ থেকে একটি পেজ বের করে সোজা উপরের দিকে নিয়ে ভাঁজ করে নিলাম।


ধাপঃ১৬

IMG20211026201221.jpg

এরপর কাগজটিকে আমি উল্টে নিলাম।

ধাপঃ১৭

IMG20211026201344.jpg

এরপর মাঝের ত্রিভুজ আঁকার অংশটি নিচের দিকে ভাঁজ করে নিলাম।


ধাপঃ১৮

IMG20211026201426.jpg

এরপর কাগজের ভাঁজ করা অংশগুলো আবার সোজা করে নিলাম।


ধাপঃ১৯

IMG20211026202313.jpg

আবার কাগজের নিচের অংশ থেকে একটি পেজ বাহির করে আঙ্গুল দিয়ে সোজা উপরের দিকে ভাঁজ করে নিলাম।


ধাপঃ২০

IMG20211026202457.jpg

এরপর আবার কাগজটিকে উল্টে নিলাম।

ধাপঃ২১

IMG20211026202900.jpg

এরপর কাগজের নিচের বাম পাশের একটি অংশ নিয়ে উপরের দিকে নিয়ে বাঁকা করে আমি ভাঁজ করে নিলাম।


ধাপঃ২২

IMG20211026203556.jpg

একইভাবে কাগজটির ডানপাশের অংশটিও আমি ভাঁজ করে নিলাম। তারপর বামপাশের বাঁকা করা অংশটি দিয়ে পাখির ঠোট তৈরী করে নিলাম।

ধাপঃ২৩

IMG20211026204219.jpg

তারপর একটি কলম দিয়ে ঠোঁটের ওপরে গোল করে দু'পাশে চোখ অংকন করে নিলাম।


ধাপঃ২৪

IMG_20211027_111915.jpg

এরপর মাঝের অংশটিকে হাত দিয়ে আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে পাখির দুইটি ডানা তৈরি করে নিলাম। ডানা তৈরি করা হয়ে গেলে সম্পূর্ণরূপে পাখিটি তৈরি হয়ে যায়।

পাখির কিছু দৃশ্যের ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20211027_113820.jpg

IMG_20211027_111915.jpg

IMG20211026210604.jpg

IMG20211026210545.jpg

আমি সুন্দর ভাবে কাগজ দিয়ে গুছিয়ে ধাপে ধাপে পাখি তৈরি এবং বর্ণনা করেছি।

আশাকরি আমার কাগজ দিয়ে তৈরি কৃত পাখিটি আপনাদের সবার ভালো লাগবে। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আবারো আমার বাংলা সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার পাখি তৈরির কাজ অনেক ভালো হয়েছে। দেখতে সুন্দর হয়েছে আপনার ছবিগুলো।ফটোগ্রাফিগুলোও বেশ ভালো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে পাখিটি খুবই সুন্দর ভাবে বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনাদের জন্য কাগজ দিয়ে বানানো পাখিটা। আমার খুব ভালো লেগেছে এই সবুজ পাখি টা দেখে। অনেক ধন্যবাদ আপনাকে

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

বাহ রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর পাখি তৈরি করেছেন। পাখি তৈরি সাথে সাথে আমাদের সবাইকে বোঝানোর জন্য অনেক সুন্দর উপস্থাপন করেছেন। যা সত্যি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পাখি তৈরি করেছেন।খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি পাখিটি। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

চমৎকার হয়েছে ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি পাখির অরিগামিটি।রূপকথার কোন এক পাখির মতো লাগছে আমার কাছে।ধাপে ধাপে উপস্থাপনাও চমৎকার ছিল।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুব সুন্দর পাখি তৈরি করেছেন। আমার খুব ভালো লেগেছে

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুবই চমৎকার ও সুন্দর পাখি তৈরি করেছেন।। সেটা আমাকে অনেক মুগ্ধ করেছে। শুভকামনা আপনার জন্য♥♥

অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন। সত্যি ভাইয়া আপনার চিন্তাধারা ব্যাপক। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভাল ছিল পাখি টি। কালার কম্বিনেশন টা অনেক ভালো

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার পাখিটি দেখতে অনেক কিউট লাগছে। মনে হচ্ছে ফুলের মাঝখানে বসেছে মধু খেতে। খুব সুন্দর ভাবে আপনি ফুলটি তৈরি করেছেন ।প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের বোঝার জন্য ।বর্ণনাগুলো খুব অসাধারণ দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে সুন্দর পাখি তৈরি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হবে। এই কাগজ দিয়ে পাখি তৈরি এটি আমার অনেক ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমরা সহজেই বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50