জেনারেল রাইটিং:-অপেক্ষার ফল মিষ্টি হয়, তাড়াহুড়ো করলেই জীবনে হেরে যাওয়ার সম্ভবনা থাকে।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231120_181908_0000.jpg

আজকে আমি শিক্ষনীয় একটি পোস্ট করব আপনাদের মাঝে।অপেক্ষার ফল মিষ্টি হয়, তাড়াহুড়ো করলেই জীবনে হেরে যাওয়ার সম্ভবনা থাকে। অপেক্ষার ফল মিষ্টি হয়। আপনি যখন কোন একটি কাজ করবেন আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য হচ্ছে মানুষের বড় গুণ। আর যার কাছে ধৈর্য আছে সেই জীবনে সফলতা অর্জন করতে পারে। তবে কাজের ক্ষেত্রে অনেক মানুষ ধৈর্য হারা হয়ে পড়ে। তাই যেকোনো কাজে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

আর তাড়াহুড়া করলে জীবনে হেরে যাওয়া সম্ভাবনা বেশি থাকে। তাড়াহুড়া করলে কাজগুলো সম্পূর্ণভাবে করা যায় না। আর যখন আপনি কাজ সম্পূর্ণ না করতে পারবেন তাহলে আপনি হেরে যাবেন সফলতা পাবেন না। তাই যে কোন কাজ করতে হলে আপনাকে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে করতে হবে। যে কেউ তাড়াহুড়া করলে সে ভালো কিছু আশা করতে পারে না। ধৈর্য ধরে লেগে থাকলে সবকিছু করা সম্ভব। আর সফলতা পেতে হলে ধৈর্য ধরা দরকার।

আপনি যখন পড়ালেখা করতেছেন তাড়াহুড়া করে যদি পরীক্ষা দেন তাহলে আপনার লেখা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তিন ঘন্টার পরীক্ষা আপনাকে সুন্দর ভাবে দিতে হবে। আর যদি তিন ঘণ্টার পরীক্ষা আপনি তাড়াহুড়া করে এক ঘন্টার মধ্যে দেন তাহলে আপনি তেমন ভালো করতে পারবেন না। তাই ধৈর্য ধরে সবকিছু করা দরকার। এমনিতেই গুণী লোক গুলো বলে তাড়াহুড়া করলে ফল পাকা হয় না। তাই ধৈর্যই হচ্ছে মানুষের বড় সফলতা।

অনেক মানুষ আছে কাজ শুরু করার আগে শেষ করতে চাই তাড়াহুড়া করে। এবং কিছু পাওয়ার জন্য তারা তাড়াহুড়া করে। এই লোক গুলো যে কোন কাজ সঠিকভাবে করতে পারে না। আর আপনি যখন ধৈর্য ধরে কাজ করবেন তখন কাজগুলো অনেক সুন্দর হবে। অনেক লোক আছে বেশি কথা বলে এবং বেশি কিছু আশা করে। তারা কোন কাজ সঠিকভাবে করতে পারে না। আর যেই লোকগুলো খুব কম কথা বলে এবং তারা কাজগুলো সঠিকভাবে করতে পারে।

পক্ষান্তরে কিছু তাড়াহুড়া করা ভালো না। তাড়াহুড়া করলে কোন কিছুই সুন্দরভাবে গুছিয়ে করতে পারে না। তাড়াহুড়া মানুষকে অনেক পিছিয়ে দেয় এবং মানুষ সফলতা পায় না। তাড়াহুড়ার কারণে মানুষ জীবনে হেরে যায়। তাই আমি মনে করি অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা মানুষকে অনেক কিছু শিখায় এবং অনেক কিছু পাই। তাড়াহুড়া মানুষকে জীবনকে অতিষ্ঠ করে ফেলে এবং মানুষের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে। আশা করি আমার এই টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 8 months ago 

আপু আপনি ঠিক বলেছেন অপেক্ষার ফল মিষ্টি হয়।যেকোনো কাজেই ধীর গতিতে ধৈর্য নিয়ে এগিয়ে গেলে সফল হওয়া যায়। আর তাড়াহুড়ো করলেই জীবনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের উচিত তাড়াহুড়ো না করা।ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন কোন কাজে তাড়াহুড়া করা উচিত নয়। ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাওয়া যায়। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ঠিক বলেছেন আপু তারাহুরো কোন কিছু ভালো নয়।অপেক্ষার ফল মিষ্টি হয়।ঠিক বলেছেন পরিক্ষার খাতায় তারাতাড়ি লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি।আবার তারাতাড়ি কোন কাজ করতে গিয়ে কাজ তো সঠিক ভাবে হয় না বরং এলোমেলো হয়ে যায়।ধন্যবাদ সুন্দর শিক্ষানীয় পোস্ট টি করার জন্য।

 8 months ago 

তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক কাজে ভুল হয়ে যায়। আর অপেক্ষার ফল এমনিতেই মিষ্টি হয়। যাইহোক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনি ঠিক বলেছেন ধৈর্য একটা মহৎ গুণ যেটা অনেকেই অর্জন করতে পারে না। তবে আমাদেরকে কোনো ভালো কাজে সফলতা অর্জন করার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। কারণ ধৈর্য ছাড়া এটা অর্জন করা প্রায় অসম্ভব। আর যে কোন কাজে তাড়াহুড়া করলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে।যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

 8 months ago 

মানুষের বড় গুণ হচ্ছে ধৈর্য। আর ধৈর্য ধরে কোন কাজ করলে সফলতা পাওয়া যায়। খুব সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

পরীক্ষার হলে তাড়াহুড়ো করলে তার ফলাফল খুবই বাজে হয়। খুব সহজ জিনিসও ভুল হয়ে যায়। আর ধৈর্য্য ধরলে অপেক্ষা করলে সবসময়ই ভালো কিছু হয়। তবে আমাদের অনেকের মধ্যেই তাড়াহুড়ো করার এই স্বভাব টা রয়েছে। বেশ চমৎকার লিখেছেন। সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ তাড়াহুড়া করলে অনেক সময় পরীক্ষার ফলে জানা প্রশ্ন ভুলে যায়। আর সফলতা পেতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

তাড়াহুড়া করার অভ্যাসটা খুবই খারাপ। কারণ তাড়াহুড়া করে কিছু করলে সেটা কখনোই পারফেক্ট হয় না। কিন্তু অনেক মানুষ কারণ অকারণে তাড়াহুড়া করে। এতে করে তারা সেটার ফলও ভোগ করে। অপরপক্ষে যারা অপেক্ষা করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কোনো কাজ করে, সেটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই কাজটা পারফেক্ট হয়। সুতরাং তাড়াহুড়া না করে আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করে কোনো কাজ করতে হবে। তাহলে সফলতা অর্জন করা যাবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63