আপু আপনি তো দেখতেছি ডাক্তার দেখাতে গিয়ে ভালোই কেনাকাটা করেছেন। আসলে শীত আসলে অনেক কেনাকাটা করতে হয়। বাবুর জন্য কেনাকাটা করেছেন। এবং আমাদের ভাইয়ের জন্য কেনাকাটা করলেন।সোয়েটার গুলো কিনে ভালো করেছেন ভাইয়ের জন্য। দেখতেছি আপনার শাশুড়ির জন্য চুড়িও কিনেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
আপু আমাদের তো একটা দুইটা পোশাকে হয়ে যায় কিন্তু বাচ্চাদের অনেক পোশাক লাগে।