You are viewing a single comment's thread from:

RE: ছেলের নতুন ক্লাস ও নবীর বরণ

in আমার বাংলা ব্লগ6 months ago

ছোট বাচ্চারা বাড়ি থেকে যেমন তাদের মাথায় যতটুকু পড়া ঢোকার চেষ্টা করবে তারা ততই আস্তে আস্তে শিখতে পারবে। আমরা যদি তাদেরকে জোর করে স্কুলে অথবা মাদ্রাসায় পাঠায় তাহলে তাতে বাচ্চাদেরও ক্ষতি হয়। তাতে তো বাচ্চারা একেবারেই পড়ার চাপ মাথায় নিতে পারেনা। এরকম অনেক বাচ্চা আছে যেগুলো এরকম মা-বাবার পড়ার চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছে। আর আপনার ছেলে স্কুলে নবীনবরণ অনুষ্ঠানে আপনিও গিয়েছেন দেখে ভালো লাগলো। আমরাও যখন স্কুলে পড়তাম তখন একটা একটা করে ক্লাস ওঠার সময় এরকম নবীন বরণ অনুষ্ঠান হতো। তখন আমাদেরও বেশ ভালই লাগতো। স্কুলে এরকম জিলাপি অথবা আরও অনেক কিছুর আয়োজন করা হতো। আপনারাও ওখানে গিয়ে বেশ ভালোই সময় কাটালেন দেখে ভালো লাগলো।

Sort:  
 6 months ago 

ছোট ছোট বাচ্চাদের জোর করার কিছু নাই আস্তে আস্তে একটু একটু করে শিখে । আমার ছেলে কিছুই পারত না এখন স্কুলে যাওয়ার পর একটু একটু করে সবকিছুই শিখছে ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43