You are viewing a single comment's thread from:

RE: টাকা কথা বলে

in আমার বাংলা ব্লগ6 months ago

আপনি একেবারে সঠিক কথা বলেছেন ভাইয়া মানুষকে ছোট করতেও মানুষের গায়ে লাগেনা আবার হঠাৎ বড় করে ফেলতেও মানুষের গায়ে লাগেনা। কিন্তু যার এই সবকিছু সহ্য করে থাকতে হয় সেই বুঝে আসলে টাকার মর্ম কতটা। এটা ঠিক বলেছেন যে ছেলেটাকে সবাই যখন তখন কথা শোনায় হঠাৎ সেই ছেলেটার প্রতি তাদের ভালোবাসাটা কেন বেধে যায় এটা চিন্তার বিষয়। টাকা যতক্ষণ পকেটে থাকবে ততক্ষণ সম্মানটাও অনেক উঁচুতে থাকবে। যখন টাকা পকেটে নেই তখনই তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। এটা ঠিক বলেছেন ইউরোপে থাকলেও আসার সময় তো অন্তত কিছু তো চকলেট নিয়ে আসবে এই কথাই সবাই চিন্তা করে। আসলেই টাকা অবশ্যই কথা বলে। আপনার পোস্টটি পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম। যেটা আমাদের জীবনে এখনকার সময় অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাগুলো পড়ার জন্য, মানুষ উপকার পাক বা না পাক ওই মানুষটা ধনী মানেই থাকে সম্মান করতে হবে, অপরদিকে যে মানুষটা সব সময় আপনার পাশে থাকে তার আর্থিক ভাবেসচ্ছল নয় তাকে খুব একটা ভালো চোখে দেখে না এই সমাজ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43