You are viewing a single comment's thread from:

RE: একজন বানর ওয়ালা আর তার বানরের গল্প। || Story of a monkey owner & his monkey.

in আমার বাংলা ব্লগ11 months ago

ছোটবেলা আমরা বিভিন্ন ধরনের খেলা দেখতাম। বিশেষ করে বানর খেলা সাপ খেলা আরও অনেক ধরনের খেলা। সময়ের কারণে এই খেলা গুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদিও রহিম মিয়া বানর নিয়ে বাজার এবং এলাকায় গিয়ে খেলা দেখাতেন। সময়ের কারণে বানর খেলা দেখিয়ে এখন তার সংসারও চলে না। এই কারণে রহিম মিয়া চিন্তা করলেন বানরটি ছেড়ে দেবে। আসলে বানাটি ছেড়ে দিল আবার চলে আসবে। কারণ রহিম মিয়াকে বানরটি তার সঙ্গী হিসেবে নিয়েছে। এরকম রহিম মিয়ার মত অনেক লোকে এসব খেলাধুলা বন্ধ করে দিয়ে অন্য কাজ করে জীবন যাপন করতেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47