আপনি ঠিক বলেছেন শরতের দিনগুলি দেখতে অনেক ভালো লাগে। রোদ কম ছিল এবং কিছু জায়গা হালকা আকাশের মেঘ থাকতো দেখতে বেশ ভালই লাগতো। ওই সময় যেখানে সেখানে বসে কথা বলা যেত। আর গরম কালে তো কোথাও বসে কথা বলা দূরের কথা গাছের নিচে বসলেও ঠান্ডা লাগে না। শরতের দিন তাহলে স্কুল থেকে আসতে মোস্তাফিজ ভাইকে বলতেন তাহলে আপনার কবিতা লেখা হয়ে গেছে। শরৎকাল এবং গরমকালের মধ্যে অনেক পার্থক্য। আপনার শরতের দিনগুলোর অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।
এমন দিনগুলিতে কিন্তু আমি ঘরে থাকি না মন চায় সব সময় দূরে কোথাও ঘুরে আসি