পরিবেশ হচ্ছে মানব সমাজের বড় একটি অংশ। ৫ শে জুন পুরা বিশ্ব একসাথে পরিবেশ দিবস পালন করে আসে। আজ পরিবেশ অনেক বিপর্যয়ের মুখে আছে। আমরা যদি ঠিকমতো গাছ লাগাই তাহলে পরিবেশের জন্য অনেক ভালো হয়। যেমন এখন যেভাবে গরম বাড়তেছে যদি আমরা সবাই মিলে গাছ রোপন করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। তাই সবাই মিলে পরিবেশ দিকে খেয়াল রাখা উচিত।
আমরা উন্নয়নের নামে বনজঙ্গল কেটে ফেলছি। পুকুর জলাশয় ভরাট করছি । তারিই প্রভাব এই অত্যাধিক গরম। অনেক ধন্যবাদ আপু।