DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। ভেরিফাইড মেম্বার হওয়ার পরে আজকে প্রথম আর্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220113-WA0006.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220112_121247.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেখানে খাতার চারপাশের মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

IMG_20220112_121653.jpg

ধাপ ২ :

তারপর সেই খাতাটার উপরে মাঝখানের দিকে বড় দুটো ঘর পেন্সিল দিয়ে সুন্দর করে নিলাম।

IMG_20220112_122143.jpg

IMG_20220112_122804.jpg

IMG_20220112_123207.jpg

ধাপ ৩ :

তারপর ঘরগুলোর উপরের মসিবুর গাড়ি রং দিয়ে কিছু কিছু অংশের রং করে নিলাম।

IMG_20220112_123846.jpg

IMG_20220112_124007.jpg

ধাপ ৪ :

তারপর নীল রঙের মধ্যে সবুজ রং দিয়ে আরো কিছু কিছু অংশ ফুরিয়ে নিলাম।

IMG_20220112_124701.jpg

IMG_20220112_124704.jpg

ধাপ ৫ :

তারপর সেই রং গুলোর মধ্যে সাদা রং দিয়ে সুন্দর করে উপরের দিকে রং করে নিলাম। তখন উপরের আকাশটা দেখতে অন্যরকম সুন্দর দেখা যায়।

IMG_20220112_130048.jpg

IMG_20220112_130054.jpg

IMG_20220112_131003.jpg

ধাপ ৬ :

তারপর সেই বড় ঘর গুলোর উপরে নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220112_131914.jpg

IMG_20220112_132441.jpg

ধাপ ৭ :

তারপর ঘরগুলোর পাশে গারো নীল রং দিয়ে কিছু সুন্দর পাহাড়ি গাছ রং করে নিলাম।

IMG_20220112_133336.jpg

IMG_20220112_134102.jpg

IMG_20220112_133842.jpg

ধাপ ৮ :

তারপর ঘরের অপরপাশে আরো কিছু পাহাড়ে গাছ সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220112_134110.jpg

IMG_20220112_134242.jpg

ধাপ ৯ :

তারপর ঘরের চালের নিচের অংশে কফি কালার রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220112_145703.jpg

IMG_20220112_150156.jpg

IMG_20220112_150410.jpg

ধাপ ১০ :

তারপর ঘরগুলোর পাশের দেয়াল গুলো সুন্দর করে রংপুরে নিলাম।

IMG_20220112_151110.jpg

IMG_20220112_151842.jpg

IMG_20220112_151846.jpg

ধাপ ১১ :

তারপর ঘর তার চারপাশে ছোট ছোট জানালা-দরজা সুন্দর করে হলুদ আর সাদা রং দিয়ে রং করে নিলাম।

IMG_20220112_152520.jpg

IMG_20220112_153441.jpg

IMG_20220112_153448.jpg

ধাপ ১২ :

তারপর সেই বাড়িগুলোর নিচের দিকে নীল রঙ আর সাদা রং দিয়ে সুন্দর করে নিচের জায়গাটা রং করে নিলাম।

IMG_20220112_153905.jpg

IMG_20220112_154325.jpg

IMG_20220112_154742.jpg

ধাপ ১৩ :

তারপর ঘরের পাশের পাহাড়ি গাছগুলোর উপরে ছোট ছোট কিছু রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220112_155035_mfnr.jpg

IMG_20220112_155039.jpg

IMG_20220112_155210.jpg

ধাপ ১৪ :

তারপর সেই পেইন্টিং এর চারপাশ থেকে মাসকিন টেপ সরিয়ে নিলাম।

IMG_20220112_155319.jpg

IMG_20220112_155557.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করবো আজকের আঁকা পেইন্টিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220113-WA0005.jpg

IMG-20220113-WA0003.jpg

IMG-20220113-WA0000.jpg

IMG-20220113-WA0004.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220113-WA0007.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

সুন্দর একটি পেইন্টিং করেছেন এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর সত্যি বলতে আপনি খুবই নিখুঁতভাবে কাজটি করেছেন এটা দেখেই বোঝা যাচ্ছে। এককথায় পোস্টার রং দিয়ে আপনি বরফ দেশের খুবই সুন্দর একটা পেইন্টিং করেছেন। ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে
আপনার জন্য ও শুভকামনা রইল

 3 years ago (edited)

ওয়াও ভাইয়া অনেক সুন্দর পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিং। দেখতে অনেক সুন্দর লাগছে আপু। আপনি আসলে খুব ভালো একজন আর্টিস্ট। আপনারা আর্ট এর তুলনা হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কমেন্ট করার সময় হয়তো ভুলে ভাইয়া বলে ফেললেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে বরফের দেশের অসাধারণ একটি পেইন্টিং আপনি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে কালার কম্বিনেশন টাও দারুণভাবে ফুটেছে সত্যিই আপনার ধৈর্য এবং ইউনিক বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

বরফে ঢাকা দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে।
আর আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

🥀🥀

 3 years ago 

দারুন এঁকেছেন আপনি ছবিটি। ঘরের মধ্যেকার আলো জানালা দিয়ে বের হচ্ছে। মনে হচ্ছে একেবারে জীবন্ত। ভালো চিত্রশিল্পীর সব বৈশিষ্টই আছে আপনার মধ্যে।শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

 3 years ago 

আপনার আকাঁ ছবি মানেই বিশেষ কিছু , চমৎকার প্রকৃতি রঙের ব্যবহারও দারুণ। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 
  • আপনার প্রতিটা পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আপনি এত সুন্দরভাবে পেইনটিং করেন, যা বলার মতো না। আপনি আজকে খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন। বরফের দেশে এই সুন্দর পেইন্টিং দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা
 3 years ago 

আমার বরফের দেশের পেইন্টিংটা আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাংলাদেশে বরফ পড়ে না। কারণ বাংলাদেশ প্রকৃতি অনেকটা ভিন্ন। কিন্তু বরফপাত হয় এমন অনেক দেশ আমরা টিভিতে দেখতে পাই। দেখতে বেশ দারুণ লাগে। এবং তার সাথে আপনার পেইন্টিং এর সামঞ্জস্য রয়েছে। বেশ ভালো পেইন্টিং টা করেছেন।

 3 years ago 

আসলেই বরফের দেশ গুলো আমার কাছে খুবই ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

দিদি আপনার যে কোন ছবিতে নতুনত্বের ছোঁয়া থাকবে এটা যেন এখন স্বাভাবিক একটা ব্যাপার। কি অসাধারণ আর্ট করেন। এরকম ধরনের দৃশ্য হয় কার্টুন সিরিজে অথবা ইংলিশ অনেক মুভি দেখতে পেয়েছি। দেখে মনে হচ্ছে অনেক কল্পনা রূপকে বাস্তবে ঠাঁই দিয়েছেন আপনার হাতের ছোঁয়ায় । 👌👌👌

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্যের জন্য
আসলে আমার নিজেরও খুবই ভালো লেগেছে এই বরফের দেশের পেইন্টিংটা অঙ্কন করতে। 💞💞💞

 3 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা বরফের দেশের পেইন্টিংটি অসাধারণ হয়েছে আপু আপনার হাতের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আমার কাজগুলো আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম।

 3 years ago 

আপু আপনি এতো সুন্দর সুন্দর আমাদের পেইন্টিং উপহার দেন কি বলবো আপনাকে বলার মতো কোন ভাষা নেই। এই পেইন্টিং টাও অনেক সুন্দর হয়েছে। পোস্টার রং দিয়ে বরফ দেশের পেইন্টিং টির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপনকরেছেন। এরকম সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
এমনিতে আমার বিভিন্ন ধরনের পেইন্টিং আঁকতে খুবই ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67