পাকনা আর কাঁচা টমেটো দিয়ে লইট্টা শুঁটকির ঝাল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি লইট্টা শুঁটকির ঝাল তৈরি করার চেষ্টা করলাম। আমার পরিবারের সবাই কমবেশি ঝাল খেতে অনেকটাই পছন্দ করে। তাই আজকে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করলাম। আমার হাজবেন্ড অনেকদিন ধরে বলতেছিল লইট্টা শুঁটকি আর কাঁচা টমেটো দিয়ে ঝাল করার জন্য। আমি প্রথমে তাকে একটু বকাঝকা করতে লাগলাম। কারণ আমি ভেবেছিলাম কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খেতে আমার একটা ভালো হবে না। কিন্তু পরে তার জড়াজড়িতে রান্না করতে হয়েছে।

তখন আমিও আর কিছু না ভেবে রান্নাটা তৈরি করে নিলাম। মনে মনে ভাবতেছিলাম হয়তো খেতে তেমন একটা মজা হবে না। কিন্তু দুপুরে খাওয়ার সময় সবাই বলতে ছিল লইট্টা শুঁটকি ঝাল খেতে অনেক মজা হয়েছে। আমার শশুর ও খেয়ে খুবই প্রশংসা করলো। আমি নিজে খাবার পরেও তখন বুঝতে পারলাম আসলেই খেতে খুবই মজা হয়েছে। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

20230224_191254.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
লইট্টা শুঁটকি২০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ টা
পাকনা টমেটো২ টা
কাঁচা টমেটো৩ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

20230224_185310.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি লইট্টা শুঁটকি গুলোকে ছোট করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, পাকনা টমেটো আর কাঁচা টমেটো কেটে নিয়ে নিলাম।

20230224_101356.jpg

20230224_112152.jpg

ধাপ - ২ :

এরপর একটি কড়াই এর মধ্যে তেল গরম দিয়ে দিলাম। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম।

20220729_163939.jpg

ধাপ - ৩ :

তারপর পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পাখনা আর কাঁচা টমেটো গুলো দিয়ে দিলাম।

20230224_112456.jpg

20230224_112511.jpg

ধাপ - ৪ :

তারপর ওগুলো আরেকটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর তার মধ্যে এক এক করে সব মসলা দিয়ে দিলাম।

20230224_185423.jpg

ধাপ - ৫ :

তারপর সব মসলাগুলোর মধ্যে হালকা পরিমাপ পানি দিয়ে মসলাগুলো একটু কষিয়ে নিয়ে নিলাম।

20230224_113258_mfnr.jpg

20230224_113307.jpg

ধাপ - ৬ :

তারপর মসলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে লইট্টা শুঁটকি গুলো দিয়ে নেটে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম।

20230224_113337.jpg

20230224_113355.jpg

ধাপ - ৭ :

তারপর আরো কিছু পরিমাপ মতো পানি দিয়ে লইট্টা শুঁটকি গুলোকে আরেকটু কষানোর জন্য রেখে দিলাম।

20230224_113435.jpg

20230224_113441.jpg

ধাপ - ৮ :

তারপর আবারো শুঁটকি গুলো নেটে ছেড়ে আরেকটু কষানোর জন্য ঢাকনা দিয়ে দেখে রেখে দিলাম।

20230224_115526.jpg

20230224_115534.jpg

ধাপ - ৯ :

এইভাবে রান্নাটা হয়ে আসলে তার মধ্যে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে আবারো নেটে ছেড়ে দিলাম।

20230224_115712.jpg

20230224_115934.jpg

ধাপ - ১০ :

তারপর রান্নাটা হয়ে আসলো। তারপর অন্য আরেকটি পাত্রের মধ্যে শুঁটকি ঝাল সুন্দরভাবে ঢেলে নিয়ে নিলাম।

20230224_120042_mfnr.jpg

20230224_120133.jpg

শেষ ধাপ :

এইভাবে শুঁটকির ঝাল রেসিপিটি তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

20230224_135743.jpg

20230224_135659.jpg

20230224_135706.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

আপনি শুধু আপনার পরিবার কে খাওয়ালেন ৷ আর এই পরিবারের জন্য শুধু অনুভুতি গুলো আর আলোকচিত্র তুলে ধরলেন ৷ একদিন সবাইকে নিমন্ত্রণ দিন ৷ তারপর খেয়ে বলবো কেমন হয়েছে ৷ হিহিহিহি!!!

সর্বোপরি আপনার শশুড়ের কাছে ভালো লেগেছে শুনে ভালোই লাগলো ৷ তাহলে বোঝা গেল রান্না ভালো হয়েছে ৷ অনেক সুন্দর ছিল আপু ৷
অসংখ্য ধন্যবাদ

 last year 

চলে আসেন তাহলে আবার তৈরি করে খাওয়াবো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

যদিও শুটকি মাছ একটুও খেতে পারিনা তবে আমার আশেপাশের সবাই খুব মজা করে খায়।মেসেও মাঝে মাঝে রান্না করে।
পরিবেশনাটা দারুণ ছিল, আর ছবিগুলোও বেশ ভালো হয়েছে।শুভ কামনা সবসময়।

 last year 

ঠিক বলেছেন আমি শুঁটকি খেতে ভীষণ পছন্দ করি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 last year 

আপু একবার দাওয়াত দিতে পারতেন। এমন লোভনীয় রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। টমেটো যেমন পছন্দ করি তেমনি লইট্টা শুঁটকি খেতেও অনেক পছন্দ করি। কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি। আপনি টমেটো দিয়ে খুব সুন্দর করে লইট্টা শুঁটকি ভুনা করেছেন। আমি অবশ্যই একদিন বাসায় খেয়ে দেখবো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

এইবার দাওয়াত দিলাম বাসায় চলে আসেন আবার তৈরি করে খাওয়াবো।

 last year 

যেকোনো প্রকারের শুটকি মাছ রান্নায় কাঁচা টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে। ভাইয়া এই মজার রেসিপি খেতে চেয়েছিল বলেই আমরাও এই দারুন রেসিপি দেখতে পেলাম আপু। শুঁটকির ঝাল রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ঠিক বলেছেন কাঁচা টমেটো দেওয়ার কারণে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 last year 

পাকনা আর কাঁচা টমেটো দিয়ে লইট্টা শুঁটকির ঝাল রেসিপি দেখে অনেক ভালো লাগলো। লইট্টা শুঁটকি খেতে অনেক মজা লাগে। আমি তো ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আমার ও খেতে খুবই মজা লাগে
আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।

 last year 

পাকা আর কাঁচা টমেটো দিয়ে দারুন মজার শুঁটকি রান্না করলেন। রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে আপু। শুঁটকি আমি সব রকমের খেতেই পছন্দ করি।আজ আপনার আর আমার রেসিপি মিলে গেল,চিমটি আপু। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করলাম রেসিপিটি সুন্দরভাবে তৈরি করার জন্য।
আপনার সাথে মিলে গিয়েছে দেখে আরো ভালো লাগলো।
চিমটি+টু

 last year 

টমেটো দিয়ে এভাবে লইট্টা শুঁটকি রেসিপি তৈরি করলে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে। আপনি খুবই মজাদার ভাবে আজকের রেসিপিটি তৈরি করেছেন যা দেখে বোঝা যাচ্ছে খুবই লোভনীয় ছিল। রেসিপির কালার কম্বিনেশনও জাস্ট অসাধারণ ছিল। খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যা দেখে যে কেউ খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্যের জন্য

 last year 

টমেটো দিয়ে লইট্টা শুটকি রেসিপি রান্না করেছেন। রেসিপির কালারটা দারুন লাগছে। খেতে নিশ্চয় মজা হয়েছে। ও আপনার শ্বশুরের কাছে তো রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। এভাবে শুটকি মাছ রান্না করলে আমার কাছে খেতে ভালই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই খেতে খুবই মজা হয়েছে
আপনার লেগেছে দেখে আমার খুব ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68621.95
ETH 3745.88
USDT 1.00
SBD 3.43