DIY (এসো নিজে করি) পাহাড়ের ঝর্ণার পেইন্টিং ১০% @shy-fox
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।
আঁকার উপকরণ :
• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার
আঁকার বিবরণ :
ধাপ ১ :
প্রথমে আমি একটা খাতার মধ্যে সুন্দরভাবে আকাশে জল রং দিয়ে রং করে নিলাম। তারপর এইভাবে পুরো পৃষ্ঠা আকাশের রং দিয়ে রং করে নিলাম।
ধাপ ২ :
তারপর দু'পাশের পাহাড়ের মত করে রং করে নিলাম। যাতে ঝর্ণা পাহাড় দিলে দেখতে সুন্দর দেখা যায়। এভাবে দুপাশটা অনেক সুন্দর ভাবে রং করে নিলাম।
ধাপ ৩ :
তারপর তাপমান নীল পাহাড়ের মাঝখানে সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর সাদা রং গুলোর উপরে ছোট ছোট করে নীল রঙের দাগ টেনে নিলাম। যাতে ওগুলোকে পাহাড়ি ঝর্ণার মতো মনে হয়।
ধাপ ৪ :
তারপর ঝর্না গুলোর নিচে সাদা রং দিয়ে কিছু রং করে নিলাম। যাতে রং গুলো দেখে মনে হচ্ছিল। উপর থেকে দেখে মনে হচ্ছে ঝর্ণাগুলো যেন নিচের দিকে পড়তেছে।
ধাপ ৫ :
তারপর নীল রঙের উপরে সাদা রং দিয়ে কিছু দাগ টেনে নিলাম। তখন সেই সাদা দাগ গুলোকে দেখে মনে হচ্ছিল যেন ঝর্ণার পানি।
ধাপ ৬ :
তারপর ঝর্ণার পানি গুলোর সাথে কালো রং দিয়ে ছোট ছোট কিছু পাথর রং করে নিলাম। যাতে পাথর গুলো দেখে মনে হয় ঝরনার পানির উপরে আছে।
ধাপ ৭ :
তারপর একপাশে বড় পাথরের উপরে সুন্দরভাবে একটা গাছের ডাল রং করে নিলাম। তারপর সেই গাছের ছোট ছোট কিছু ডাল রং করে নিলাম। তখন গাছের ডালগুলো দেখতে অনেক সুন্দর লাগে।
ধাপ ৮ :
তারপর সেই গাছের ডালের সাথে গোলাপি রং দিয়ে সুন্দর ভাবে ছোট ছোট ফুল রং করে নিলাম। তখন গাছের ডাল টা দেখতে ফুলে ভরা মনে হয়।
ধাপ ৯ :
তারপর গোলাপি ছোট ফুল গুলোর উপরে সাদা রং দিয়ে রং করে নিলাম। এইভাবে জল রং দিয়ে অনেক সুন্দর একটা ঝর্না দৃশ্য রং করে নিলাম।
শেষ ধাপ :
এই পাহাড়ি ঝর্ণার দৃশ্য টা দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি এই ঝর্ণার দৃশ্য টা আপনাদের খুব ভাল লাগবে। এইভাবে আমার প্রিন্টিং টা শেষ করে নিলাম।
ঝর্ণা টা বেশ ফুটে উঠেছে। এটা আকা বেশ মুশকিলের। রং এর ব্যবহারটা খুব সাবধানে করতে হয়। আপনি বেশ ভালোই সামলিয়েছেন পুরো টা। পাশের ফুল গাছ টা চমৎকার লাগছে আমার। শুভেচ্ছা রইলো দিদি।
অনেক ধন্যবাদ আপু
পাহাড়ের ঝর্ণার পেইন্টিং চিত্র টি অনেক সুন্দর হয়েছে। দারুণভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপু আপনি খুব সুন্দর আর্ট করেন তা আপনার আর্ট এর ধরন দেখলে বুঝা যায় ।আপনার প্রতিটি আর্ট চমৎকার হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে
আপনি আমেজিং একটি চিত্র অঙ্কন করেছেন দেখতে খুবই ভালো লাগছে বিশেষ করে পাহাড় পাহাড়ের ঝরনা এগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
আপু আপনার প্রতিটা পেইন্টিংয়ে অসাধারণ পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে ঝর্ণার সাথে যে পাহাড়ের কম্বিনেশনটা এটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
আসলে আপনার জলরং দিয়ে ছবি আকার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনি প্রতিটি ছবির সৌন্দর্যতা অনেক করে ফুটিয়ে তুলেন।আজকেরটা অসম্ভব সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য। 😍
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য
বাহ্!! অসাধারন হয়েছে আপনার পাহাড়ের ঝর্ণার পেইন্টিং।মুগ্ধতা ছুয়ে গেল।শুভকামনা আপনার জন্য♥♥
অনেক ধন্যবাদ আপু
আপনার ড্রইং গুলো সবসময়ই খুব সুন্দর হয়। সেটা বলার অবকাশ রাখে না। আজকের ঝড়নার অংকনটাও। অনেক সুন্দর হয়েছে।
এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য
আপনার পেইন্টিং আমার সবসময় খুবই ভালো লাগে।ঝর্ণার দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। এককথায় আপনি অসাধারণ চিত্র টি অঙ্কন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
বাহ আপনি তো দারুণ পেইনটিং করেন। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি যেন একটি ঝর্ণা ।ঝর্ণার পানিটা দেখতে দারুণ চমৎকার লাগছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার করে দেখিয়েছেন, যা দেখে অনেক বেশি ভালো লাগছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য