DIY (এসো নিজে করি) জল রং দিয়ে আলাদা আলাদা তিনটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং | ১০% @shy-fox জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

IMG-20211103-WA0040.jpg

আঁকার উপকরণ :

• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার
• মাস্কিং টেপ

IMG_20211102_150441.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা খাতার উপরে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। যাতে অনেক সুন্দর ভাবে একটা দৃশ্য আঁকতে পারি। খাতাটা মাঝখানে ও সুন্দরভাবে টেপ লাগিয়ে নিলাম।

IMG_20211102_150607.jpg

ধাপ ২ :

তারপর সেই টেপের এক পাশে হলুদ রঙ আর লাল রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম। তারপর দুটো রং সুন্দর ভাবে মিশিয়ে নিলাম। যাতে এক পাশেটা অনেক সুন্দর লাগে।

IMG_20211102_150631.jpg

IMG_20211102_150650.jpg

ধাপ ৩ :

তারপর মাঝখানের টেপের মধ্যে নীল কালার এবং সবুজ কালার দিয়ে সুন্দর ভাবে মিশিয়ে নিলাম। এইভাবে দুটো কালার একসাথে মিশে যায়। তারপর পাসের টেপ এর মধ্যেও আকাশী কালার করে নিলাম।

IMG_20211102_150737.jpg

IMG_20211102_150814.jpg

IMG_20211102_150953.jpg

ধাপ ৪ :

এইভাবে তিন দিগে সুন্দরভাবে বিভিন্ন কালারের রং করে নিলাম। তখন কালার করা আর্ট টাকে অনেক সুন্দর লাগে। এভাবে তাদের মাঝে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211102_151016.jpg

ধাপ ৫ :

তারপর সেই হলুদ রংয়ের মধ্যে সুন্দরভাবে ছোট ছোট কিছু ঘর পেন্সিল দিয়ে এঁকে নিলাম। তারপর পাশের সবুজ রঙের মধ্যে পাহাড়ে কিছু গাছ পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

IMG_20211103_212832.jpg

IMG_20211103_212847.jpg

ধাপ ৬ :

তারপর হলুদ রঙের মধ্যে ঘরগুলোকে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর ঘরের চারপাশে ছোট করে একটা জানালার মত করে রং করে নিলাম। তখন সেই ছোট ঘর গুলো দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211102_151203.jpg

IMG_20211102_151228.jpg

IMG_20211102_151246.jpg

ধাপ ৭ :

তারপর এভাবে হলুদ রঙের মধ্যে ছোট ছোট দুটো ঘর রং করে নিলাম। তখন সেই ছোট ঘর গুলোকে দেখতে মনে হচ্ছে পাহাড়ি ঘরের মতো।

IMG_20211102_151309.jpg

ধাপ ৮ :

তারপর আকাশী রঙের মধ্যে আরও একটা ছোট ঘর রং করে নিলাম। তারপর সেই ঘরের উপরে ছোট একটা চাঁদ রং করে দিলাম। তখন সেই ঘরের উপরে আকাশটা দেখে মনে হচ্ছিল চাঁদনী রাতের আলো পড়ছে।

IMG_20211102_151352.jpg

ধাপ ৯ :

তারপর মাঝখানের সবুজ রং এর মধ্যে কালো রং দিয়ে ছোট ছোট কিছু পাহাড়ে গাছ রং করে নিলাম। তখন সেই পাহাড়ি গাছগুলোর দেখে মাঝের অংশ মনে হচ্ছিল পাহাড়ি অঞ্চল এলাকায়।

IMG_20211102_151429.jpg

ধাপ ১০ :

তখন এই দৃশ্যটা দেখে মনে মনে হচ্ছিল অনেক সুন্দর সুন্দর তিনটি জায়গার দৃশ্য। এইভাবে অনেক সুন্দর ভাবে তিনভাগের এই দৃশ্যটা রং করে নিলাম।

IMG_20211102_151504.jpg

ধাপ ১১ :

তখন সেই বিভিন্ন রকমের দৃশ্যগুলো চারপাশে টেপ গুলো সরিয়ে নিলে তখন দৃশ্যগুলো দেখতে আরো অনেক সুন্দর লাগে। কারণ একটা খাতার মধ্যে আলেদা আলেদা তিনটা দৃশ্য ছিল।

IMG_20211102_151611.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর ভাবে একটা দৃশ্য এঁকে নিলাম। তাই আপনাদের সাথে আমার এই দৃশ্যগুলো ভাগ করে নিলাম। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211103-WA0037.jpg

IMG-20211103-WA0039.jpg

IMG-20211103-WA0042.jpg

IMG-20211103-WA0038.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211103-WA0041.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

বাহাপুর আলাদা আলাদা তিনটি আর্ট অনেক সুন্দর করেছেন আপনি। প্রতিটা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যিই একটা প্রশংসনীয় ব্যাপার। যাই হোক আমার পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপু আপনার যে ডাই প্রজেক্ট প্রত্যেকটা অসাধারণ আপনি যেটা বানিয়েছেন জল রং দিয়ে আলাদাভাবে তিনটিতে প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভাল। লেগেছে আপনার আপনার জন্য শুভকামনা

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

জলরঙ দিয়ে প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে আপু। আমার কাছে ১ম ছবিটি অসাধারণ লেগেছে। জাস্ট ওয়াও! অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

অনেক সুন্দর হয়েছেআপু। প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আপনার পেইন্টিং আমার অনেক ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রং দিয়ে তিনটি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ সুন্দর হয়েছে আপু। তিনটি তিন রকমের দৃশ্য দেখতেই ভালো লাগছে। সত্যিই দক্ষতা থাকলে কিনা সম্ভব। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর জল রঙের পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ আপু।
আপনি অনেক সুন্দর করে জল রং দিয়ে তিনটি আলাদা আলাদা প্রকৃতিক দৃশ্য এঁকেছেন। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু,জল রং দিয়ে আলাদা আলাদা তিনটি প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে এঁকেছেন। আমার এই ড্রয়িং গুলো খুবই ভালো লাগে। ড্রইং গুলার ভিতরে যেন আলাদা সৌন্দর্য থাকে বাস্তবে বলুন আর পেন্টিং এর মধ্যে।আপনার প্যান্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ও শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রং দিয়ে আলাদা আলাদা তিনটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং অনেক সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। আসলেই আপনার অংকন দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যায়। আপনি প্রতিটি ধাপ অনেক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

দারুন এঁকেছেন আপু। আপনার হাতে দক্ষতা আছে বলতে হবে। কি নিখুঁত ভাবে ড্রইং টি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

জল রং দিয়ে আপনি খুব সুন্দর তিনটি পেইন্টিং করেছেন ।জলরঙের আর্ট আমার কাছে এমনিতেই অসাধারণ লাগে।আর আপনি খুব সুন্দর করে তা ফুটিয়ে তুলেছেন ।দেখতে অসম্ভব ভালো লাগছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62416.00
ETH 2447.19
USDT 1.00
SBD 2.62