জেনারেল রাইটিং :- মানুষ তার কথার দ্বারা নয় কর্মের মাধ্যমে মানুষের মনে বেচে থাকে।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231007_191209_0000.jpg

আজকে আমি খুব সুন্দর একটি চমৎকার টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের টপিক হচ্ছে মানুষ তার কথার দ্বারা নয় কর্মের মাধ্যমে মানুষের মনে বেচে থাকে। কিছু কিছু মানুষ মনে করে তার কথার দ্বারা সে মানুষের কাছে বেশি পরিচিত। এবং তার কথার কারণে মানুষ তাকে মনে রাখবে। অনেক সময় বেশি কথার কারণে মানুষ মানুষকে খারাপ মনে করে। পয়জন ছাড়াও মানুষ অনেক সময় অনেক বেশি কথা বলে ।এবং মানুষ মানুষকে উপদেশ দিয়ে থাকে। আপনার যদি ভালো কর্ম করেন তাহলে আপনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন।

আর আপনি মানুষের মধ্যে বেঁচে থাকতে হলে আপনার কর্মের ঘুন থাকতে হবে। আপনি বারবার উল্টো কথা খারাপ কথা বলে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারবেন না। আপনি এমন কর্ম দেখাতে হবে যে কর্ম দ্বারা আপনি মানুষের মধ্যে যোগের পর যুগ বেঁচে আছেন। আর বেশি কথা বলে মানুষের মনের মধ্যে জায়গা করা যায় না। কম কথা বলেও মানুষের মনের মধ্যে জায়গা করা যায়। এজন্য আপনাকে ভালো কাজ এবং ভালো কিছু করতে হবে। তবে অনেক গুণে জ্ঞানী লোক আছে তারা ভালো কাজ করে মানুষের মধ্যে মরে আছেন।

কিছু কিছু মানুষ আছে তাদের কোন দরকার নেই তারপরও তারা কথা বলে মানুষকে বুঝিয়ে থাকে তারা অনেক ভালো এবং জ্ঞানী। এমন সময় এই লোকগুলোকে অনেকের পিছনে তিরস্কার করে। মানুষের মধ্যে কথা বলে বেঁচে থাকা যায় না। বেঁচে থাকতে হলে মানুষের কাছে গুণ থাকতে হবে আপনার। কিছু মানুষ আছে অনেক বছর আগে মরেও মানুষের হৃদয়ে বেঁচে আছে। কারণ সে এমন গুণ রেখে গিয়েছে মানুষ প্রতিটি পদে পদে তার গুণগুলো মানুষের উপকারে লাগে।

এই কারণে মানুষ তার কর্মের কারণে তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে। পক্ষান্তরে কিছু লোক আছে তারা অতিরিক্ত কথা বলে সমাজকে বিব্রত করে। এবং তাদের কথা গুলো মানুষের কাছে কোন মূল্য নেই। এই কারণে আপনাকে ঘুনি কথা এবং ভালো কর্ম দেখাতে হবে। আমি নিজেও মনে করি মানুষের মধ্যে বেঁচে থাকতে হলে ভালো কর্ম করতে হবে। আবার অনেকে মনে করে কর্ম মানুষকে অনেক দূর নিয়ে যায়। তবে বেশি কথা বলে মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়।

এই কারণে মানুষ তার কথার কারণে মানুষের মধ্যে বেঁচে থাকে না। অনেক সময় কথার কারণে মানুষ মানুষকে মরে যাওয়ার পরে অনেক ঘৃণা করে। আর যদি আপনি কর্ম ভালো করেন তাহলে আপনাকে সবাই ভালো হিসাবে স্মরণ করবে। কর্ম এমন যেই কর্ম মানুষকে যুগ যুগ স্মরণ রাখে। আপনি মরে গিয়েও আপনার কর্মের কারণে মানুষের কাছে বেঁচে থাকবেন। এই হচ্ছে আমার আজকের টপিক। আশা করি আমার এই টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

যে যত ভালো কর্ম করবে তারা তত সুনাম হবে। আর যুগ যুগ ধরে যারা ভালো কাজে অবদান রেখেছে তারা আজ সকলের মাঝে কর্মের ফলে পরিচিত লাভ করেছে এবং সম্মানের সাথে আজও বেঁচে রয়েছে মানুষের হৃদয়ে।

 10 months ago 

এটি ঠিক বলেছেন যে যত ভালো কাজ করবে তার ততই শুনাম হবে। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনি আজকে বেশ দারুন একটি টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। আসলে অনেক সময় কথার জন্যও মানুষকে মনে রাখা হয় তবে সেই কথার মধ্যে বিশেষ কিছু গুণ থাকা চাই। আর হ্যাঁ ভালো কাজ করলে তো মানুষ তাকে অনেক দিন ধরে মনে রাখবেই। কারণ ভালো কাজ মানুষজনের যতদিন উপকারে আসবে ততদিন তাকেই মনে রাখবে। তাই আমাদের সকলেরই উচিত এমন কিছু ভালো কাজ করা যার দ্বারা আমরা অনেক সম্মানিত হতে পারব। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ভালো কাজের জন্য মানুষ মানুষকে অনেক দিন পর্যন্ত মনে রাখে। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

এমন কিছু কিছু মানুষ আছে যাদের কথা ছুরির আঘাতের চেয়েও অনেক বেশি ভয়ংকর হয়। আবার এমন কিছু কথা আছে যা খুবই শান্ত মনের। কিন্তু যাই হোক কর্মে হচ্ছে মানুষের পরিচয়। যার কর্ম যতই সুন্দর হবে তার পরিচয় তত সুন্দর হবে। ভালো কর্মের মাধ্যমে মানুষ সারা জীবন বেঁচে থাকে। বেশ ভালো লেগেছে আপু আপনার আজকের লেখাগুলো পড়ে।

 10 months ago 

কিছু কিছু মানুষের কর্মের কারণে মরে যাওয়ার পরেও মানুষের কাছে বেঁচে থাকে। সুন্দর মন্তব্য করার জন্য তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

মানুষ তার কর্মের মাধ্যমে যুগ থেকে যুগান্তর বেঁচে থাকে। আপনি ঠিকই বলেছেন, কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে মৃত্যুর পরও। এই পৃথিবীতে মানুষ সৃজনশীল ভালো কাজ করলে সারাজীবন মনে রাখে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন । ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

হ্যাঁ ভাইয়া কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে মৃত্যুর পর ও। আমার পোস্টটি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

জী আপু সত্যি কথা বলেছেন। মানুষ মারা যাওয়ার দুইতিন দিন পরেই তাকে ভুলে যায়। কিন্তুু যদি তার ভালো কর্ম থাকে তাহলে সেই কর্মই মানুষের মাঝে যুগের পর যুগ তাকে বাচিঁয়ে রাখে। যেমন কবি কাজী নজরুল ইসলাম। ধন্যবাদ।

 10 months ago 

ভালো কাজকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39