DIY "এসো নিজে করি " || বিশেষ ক্রিসমাস সপ্তাহ || 👡👡কাপড় দিয়ে সুন্দর জুতা তৈরি 👠👠 ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর এক জোড়া জুতা তৈরি করে দেখান। জুতোগুলো বানাতে আমার খুবই ভালো লেগেছে। তাই ক্রিসমাস উপলক্ষে আপনাদেরকে তৈরি করে দেখাবেন। এই জুতা পায়ে পড়লে দেখতেও খুব সুন্দর দেখায়। আমার খুবই পছন্দ হয়েছিল এই জুতা তৈরি করে নেওয়ার পরে দেখে। তাই সুন্দর করে তৈরি করে আপনাদের সকলের সাথে এই জুতা ভাগ করে নিলাম। আশাকরি আপনাদের সকলের আমার বানানো এই জুতা খুবই পছন্দ হবে।

উপকরণ :

✓ কাপড়
✓ ঘাম
✓ কাঁচি
✓ সুজ,সুতা
✓ জুতা
✓ পাথর

IMG_20211224_115134.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে সুন্দর একটা কাপড় নিয়ে নিলাম। তারপর বড় করে দু টুকরো কাঁচি দিয়ে কেটে নিলাম। তখন বড় কাপড় দুটো দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211224_110327_mfnr.jpg

IMG_20211224_110347_mfnr.jpg

ধাপ ২ :

তারপর সেই কাপড় থেকে আরও কিছু চিকন চিকন করে কেটে নিলাম। যাতে চিকন কাপড় গুলো দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারি।

IMG_20211224_110521.jpg

IMG_20211224_110550.jpg

IMG_20211224_110727.jpg

ধাপ ৩ :

তারপর বড় কাপড় দুটোকে মোটা করে মেশিনে সেলাই করে নিলাম। তখন কাপড় দুটোকে আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211224_112121.jpg

IMG_20211224_112259.jpg

ধাপ ৪ :

তারপর চিকন কাপড় গুলো কেউ মেশিনে সেলাই করে নিলাম। তারপর কাপড়গুলোকে উল্টো থেকে করে নিলাম।

20211225_185225.png

ধাপ ৫ :

তারপর মোটা কাপড় দুটোকে সুন্দরভাবে ইস্ত্রি করে নিলাম। তখন দুটো মোটা কাপড় দেখতে আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211224_113947.jpg

IMG_20211224_114014.jpg

ধাপ ৬ :

তারপর চিকন কাপড় গুলোকে ইস্ত্রি করে নিলাম। তখন চিকন কাপড় গুলো আরো সোজা হয়ে গেল।

IMG_20211224_114138.jpg

IMG_20211224_114238.jpg

ধাপ ৭ :

তারপর জুতা গুলো কে বেল থেকে কেটে আলাদা করে নিলাম। যাতে আরো সুন্দর এক জোড়া জুতা তৈরি করতে পারি।

IMG_20211224_115314.jpg

IMG_20211224_115449.jpg

IMG_20211224_115545.jpg

ধাপ ৮ :

তারপর মোটা কাপড় দুটোকে জুতার একপাশে সুন্দরভাবে সিলাই করে নিলাম। সিলাই করে নিলাম যাতে জুতা থেকে না খুলে যায়।

IMG_20211224_122831.jpg

IMG_20211224_123049.jpg

IMG_20211224_123336.jpg

ধাপ ৯ :

তারপর চিকন করে দুটো কাপড় সিলাই করে নিলাম। তারপর সেই দুটো ছোট কাপড় মোটা কাপড় গুলোর ভিতর লাগিয়ে নিলাম।

IMG_20211224_123705.jpg

IMG_20211224_123829.jpg

IMG_20211224_123913.jpg

ধাপ ১০ :

তারপর জুতার অপরপাশে ও সুন্দর করে সেলাই করে নিলাম। তখন জুতার সামনের দিকে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211224_124129.jpg

IMG_20211224_131223.jpg

IMG_20211224_131739.jpg

ধাপ ১১ :

তারপর চিকন কাপড়গুলোকে জুতার পিছনে বেল এর মত করে লাগিয়ে নিলাম। তখন জুতা দুটো দেখতে আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211224_132122.jpg

IMG_20211224_132208.jpg

IMG_20211224_132535.jpg

ধাপ ১২ :

তারপর সেই জুতার মাঝখানে ছোট ছোট কিছু পাথর ঘাম দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে আমার জুতো বানানো টা শেষ করে নিলাম।

IMG_20211224_135608.jpg

IMG_20211224_135724.jpg

IMG_20211224_135801.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর এক জোড়া জুতা তৈরী করে নিলাম। আশা করবো আমার তৈরী এই সুন্দর জুতা আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অপ পুরনো একজোড়া স্যান্ডেল কে আপনি এতো সুন্দর করে নতুন বানিয়ে ফেললেন। আপনার জুতা জোড়া খুবই সুন্দর লাগছে দেখতে। পরার পর আরো বেশি চমৎকার লাগছে। আপনার কাছ থেকে নতুন একটি আইডিয়া শিখলাম যে পুরনো জুতা দিয়ে কিভাবে নতুন জুতা তৈরি করা যায়।

 2 years ago 

সত্যি আপু পুরনো জুতাকে ঝটপট নতুন তৈরী করে নিলাম। এরকম জুতা তৈরি করে বাড়িতে সব সময় পড়া যায়। আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

ওয়াও আপু আপনি কাপড় দিয়ে অনেক সুন্দর একটি জুতো তৈরি করেছেন। যা দেখে চোখ জুড়িয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

কাপড় দিয়ে তৈরি করার কারণে জুতাগুলো পড়তে সত্যি খুবই ভালো লাগেছে।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 2 years ago 

বাহ অনেক সুন্দর দেখাচ্ছে তো জুতো জোড়া। এক জোড়া পুরানো জুতাকে কত তাড়াতাড়ি নতুন জুতা করে দিলেন। এখন দেখে মনে হচ্ছে না এটি আপনি তৈরি করেছেন। প্রথমে দেখে ভাবছি দোকান থেকে কিনে আনছেন। আর পায়ে পড়লে তো বেশি সুন্দর লাগছে। এটা কিন্তু দারুন আইডিয়া আপু। আমার খুব পছন্দ হয়েছে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জুতা তৈরি করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করলাম বৌদি যাতে পুরনো জুতা জোড়াকে নতুন করে তোলা যাক। তাই চেষ্টা করলাম তৈরি করার জন্য। আর আপনার খুবই ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

বাংলায় একটা কথা প্রচলিত আছে। চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই। মানে সবকিছুই করতে পারা। আমার মনে হচ্ছে আপনি এই বিশেষ গুণের অধিকারী। কাপড় দিয়ে অসাধারণ এক জোড়া জুতা তৈরি করেছেন আপনি। যা সত্যিই প্রশংসা পাবার যোগ্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সবকিছু পারি কিনা তা বলতে পারবো না কিন্তু চেষ্টা করি সুন্দরভাবে সবকিছু তৈরি করার জন্য আর আপনাদেরকে উপহার দেওয়ার জন্য

 2 years ago 

ওওয়াও আপু হোয়াট এ ইউনিক ক্রেটিভিটি। অসম্ভব দারুন ডাই এটা। কাপর দিয়ে জুতা সত্যি সুন্দর কাজ বেশ দারুন লাগছে আর ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সবাই তো পুরনো জিনিস ফেলে দিতে চাই । কিন্তু আমি চেষ্টা করলাম পুরনো জিনিস দিয়ে যাতে সুন্দর কিছু তৈরি করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

 2 years ago 

আপু আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ, প্রথমে আমি ভেবেছিলাম এই জুতাটি আপনি দোকান থেকে কিনে এনেছেন। পরে আমি দেখতে পেলাম আপনি খুবই সুন্দর ভাবে পুরনো জুতা নতুন করে ফেলেছেন। আসলেই আপনি খুবই দক্ষতার সাথে এই জুতাটি তৈরি করেছেন। আর বিশেষ করে জুতা আপনার পায়ে খুবই সুন্দর মানিয়েছে। আপনার জন্য রইল শুভেচ্ছা এবং ভালোবাসা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
পুরনো জিনিস যদি আমরা নষ্ট না করে নতুন করার চেষ্টা করি তাহলে খুবই সুন্দর দেখায়। তাই আমি অল্প একটু চেষ্টা করলাম।

 2 years ago 

ক্রিসমাস সপ্তাহে আপনি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি কাপড় দিয়ে জুতা তৈরি করেছেন যেটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ইউনিক লেগেছে। আপনি জুতাটি অনেক সুন্দর ভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন।এমন পোস্ট সচরাচর দেখা যায় না আপনার সৃষ্টিশীল চিন্তাভাবনা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যিই আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় ।দারুণ হয়েছে আর আপনার পায়ে বেশ দেখতে লাগছে আপু।খুব সুন্দর diy টি ,আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68236.06
ETH 3737.94
USDT 1.00
SBD 3.64