ABB Contest-55 || আমার তৈরি ৫ রকমের ইফতারি আইটেম রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। সত্যি বলতে এবারের প্রতিযোগিতা টা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। যেহেতু রমজান মাস চলছে আমরা কিন্তু বিভিন্ন রকমের ইফতার খেতে খুবই পছন্দ করি। আর এবারের প্রতিযোগিতার কারণে খুব সুন্দর সুন্দর রেসিপি গুলো তৈরি করতে পারব এই জন্যই খুবই ভালো লাগলো।
তার জন্য আমি শুরু থেকেই ভাবতে শুরু করি আসলে কি তৈরি করা যায়। যেহেতু ইফতার আইটেম তার জন্য ভাবলাম একটা আইটেম তৈরি করলে ভালো লাগবে না। এজন্য আমি মূলত কয়েকটা আইটেম তৈরি করবো ভেবেছি। সে মত আমি কয়েকটা আইটেম তৈরি করেছি। এর মধ্যে আমি ফিস চিকেন চিজ বল, চিকেন স্যান্ডউইচ, চকলেট মিল্ক পুডিং, আলু এবং গাজরের চপ রেসিপি এবং চিজি পাস্তা রেসিপি। সব মিলিয়ে এই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করলাম। সত্যি বলতে এতগুলো রেসিপি তৈরি করা আমার জন্য খুবই কঠিন ছিল।
কিন্তু তারপরেও আমি শুরু থেকেই ভেবেছিলাম কষ্ট হলেও রেসিপিগুলো তৈরি করব। কারণ আমার বাংলা ব্লগের প্রত্যেকটা প্রতিযোগিতায় নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি হয়। যদিও রেসিপিগুলো তৈরি করতে আমি প্রায় সকাল থেকে বসে পড়েছিলাম, এগুলো তৈরি করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসলে রোজা রেখে রেসিপিগুলো তৈরি করতে খুবই কষ্ট হয়েছে। কিন্তু প্রত্যেকটা রেসিপি তৈরি করার পর যখন, পরিবারের সবাই মিলে ইফতার করলাম ভীষণ ভালো লাগলো। এটা সত্যিই আনন্দের একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে রেসিপি গুলো আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার তৈরি করার রেসিপি গুলো আপনাদেরও ভালো লাগবে।
রেসিপি ১ : ফিস চিকেন চিজ বল রেসিপি
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
সুরমা মাছ | ১ টুকরো |
মুরগির মাংস | দুই টুকরো |
আটা | ২ কাপ |
ইস্ট | ২ চামচ |
লবণ | স্বাদমতো |
চিজ | ৩ টা |
তেল | পরিমাণ মতো |
ধাপ - ১ :
প্রথমে আমি একটি বাড়িতে পানি নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ইস্ট দিয়ে দিলাম। এর সাথে লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটাকে আমি প্রায় অনেকটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
ধাপ - ২ :
কিছুটা সময় পর যখন ঢাকনা খুলবো দেখব দুইটা অনেকটা ফুলে গেছে। এই সময় এই ডোটাকে দেখতে খুবই সুন্দর দেখায়। যাইহোক এটাকে আবারো একটু হাত দিয়ে মোথে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি একটি বাটিতে সিদ্ধ করা মুরগির মাংস এবং একটা ভেজে নেওয়া মাছ নিয়ে নিলাম। এরপর এরপর এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে মেখে নিব।
ধাপ - ৪ :
এরপর আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে নিলাম। এর মাঝখানের অংশে আমি কিছুটা মাছ এবং মাংসের পুর দিয়ে দিলাম। এরপরে আমি এর ভেতরে একটা চিজের টুকরা দিয়ে দিলাম। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিলাম। গোল করে তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি।
ধাপ - ৫ :
এরপর আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এখন আমি পরে আমার মত তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা একটা করে বলগুলো দিয়ে দিলাম। এগুলোকে উল্টাপাল্টা ভালোভাবে ভেজে নিবো। দেখব খুব সুন্দর ফুলে উঠেছে।
এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
রেসিপি ২ : চিকেন স্যান্ডউইচ রেসিপি
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
পাউরুটি | ১ টা |
মুরগির মাংস | দুই টুকরো |
টমেটো সস | হাফ কাপ |
মেয়োনিজ | হাফ কাপ |
পেঁয়াজ কুচি | হাফ কাপ |
কাঁচামরিচ কুচি | ২ চামচ |
লবণ | স্বাদমতো |
তেল | পরিমাণ মতো |
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ব্লেন্ডারের জাগে একটা ডিম নিয়ে নিলাম। এরপর এরমধ্যে লবণ এবং কিছুটা পরিমাণে চিনি এরপর চামচ ভিনেগার দিয়ে দিলাম। এরপরে অল্প পরিমানে তেল দিয়ে একটু ব্লেন্ড করে নিব। একটু পর ঢাকনা খুলে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে আবারো ব্লেন্ড করে নিব। দেখব মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে।
ধাপ - ২ :
এরপরে আমি মুরগির মাংস গুলোকে সেদ্ধ করে নিলাম। এগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর একটি বাটিতে মুরগির মাংসগুলো নিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস, মেয়োনিজ এবং লবণ দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি পাউরুটি নিয়ে নিলাম এগুলোকে চারপাশের অংশ কেটে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি একটা পাউরুটির উপরে তৈরি করা পুর দিয়ে দিলাম। এরপর উপরের অংশে আরও একটা পাউরুটি দিয়ে দিলাম। এরপর কোনা করে কেটে নিয়েছি।
ধাপ - ৭ :
এরপর এগুলোকে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে উল্টাপাল্টা একটু ছেঁকে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি।
রেসিপি ৩ : আলু এবং গাজরের চপ রেসিপি
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
আলু | কয়েকটি |
গাজর | ২ টা |
আটা | হাফ কাপ |
ডিম | ১ টা |
ব্রেড ক্রাম্ব | পরিমাণ মতো |
লবণ | স্বাদমতো |
তেল | পরিমাণ মতো |
ধাপ - ১ :
প্রথমে আমি কিছু আলু আর গাজর সিদ্ধ করে নিলাম। তারপর আলু আর গাজর গুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর মেখে রাখা আলু আর গাজর গুলোর মধ্যে অল্প আটা দিয়ে আবারো ভালোভাবে মেখে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সেই মেখে রাখা আলু আর গাজর গুলোকে হাত দিয়ে হালকা লম্বা করে কিছুটা আলুর মত তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর হাত দিয়ে তৈরি করা আলুর মতো বল গুলোকে ডিমের মধ্যে রেখে আবার ব্লেন্ড করে রাখা পাউরুটি গুলোর মধ্যে দিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর একটি কড়াইয়ের মধ্যে গরম তেল বসিয়ে নিলাম।তারপর এক এক করে সব গুলোকে ভেজে সুন্দরভাবে নিয়ে নিলাম।
রেসিপি ৪ : চকলেট মিল্ক পুডিং রেসিপি
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
দুধ | হাফ লিটার |
কোকো পাউডার | দুই টুকরো |
আগার আগার পাউডার | ২ চামচ |
চিনি | ১ কাপ |
লবণ | স্বাদমতো |
ধাপ - ১ :
প্রথমে অল্প পরিমাপ দুধের মধ্যে আগার আগার পাউডার দিয়ে তারপরে বেশি দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দুধ টাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর একটি বাটির মধ্যে কোকো পাউডার দিয়ে কিছু দুধ ভালো ভাবে মিক্স করে নিয়ে নিলাম।
তারপর প্রথমে চকলেট ফিভারের দুধ টাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে নিলাম।
ধাপ - ৩ :
তারপর ফ্রিজ থেকে চকলেট দুধ নামিয়ে তার মধ্যে সাদা দুধ দিয়ে আবার ফ্রিজে রেখে নিলাম। দেখবো একদম বসে গেছে।
রেসিপি ৫ : চিজি পাস্তা রেসিপি
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
পাস্তা | ১ টা |
চিজ | দুই টুকরো |
টমেটো কুচি | কয়েকটি |
পেঁয়াজ কুচি | হাফ কাপ |
কাঁচামরিচ কুচি | ২ চামচ |
লবণ | স্বাদমতো |
তেল | পরিমাণ মতো |
ধাপ - ১ :
তারপর প্রথমে কিছু পাস্তা ভালোভাবে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর সিদ্ধ করে রাখা পাস্তা গুলোকে ৫-৬ টা করে কাঠির মধ্যে এক এক করে গেঁথে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর চুলায় কড়াই এর মধ্যে কিছু তেল দিয়ে সেই পাস্তা গুলোকে দিয়ে তার উপরে পেঁয়াজ টমেটো এবং চিজ দিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর ঢাকনা দিয়ে দেখে পাস্তা গুলোকে ভালোভাবে রান্না করে নিয়ে নিলাম।
পরিবেশন
পোস্ট বিবরণ
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপু অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনি চমৎকার কিছু ইফতারের আইটেম নিয়ে হাজির হলেন।ইফতারের নানা রকমের আইটেম গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
বাপরে বাপ। এত সময় পেলেন কোথায়?আমি হলে তো অজ্ঞান হয়ে যেতাম। আপনি তো বেশ একটিভ মানুষ। তানাহলে তো আর এত এত ইফতার তৈরি করা সম্ভব হতো না। একসাথে ফিস চিকেন চিজ বল, চিকেন স্যান্ডউইচ, চকলেট মিল্ক পুডিং, আলু এবং গাজরের চপ রেসিপি এবং চিজি পাস্তা রেসিপি। ভেবেই কুল পাচ্ছি না। কিভাবে কি। যাই হোক এমন সুন্দর রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করায় শুভ কামনা রইল আপনার জন্য।
পুরো একদিন সময় লেগেছে শুধু এগুলো তৈরি করতে। আপনাদের ভালো লাগার জন্য।
আপু প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের ইফতারি রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বর্তমানে রোজার মাস হওয়াতে এই ইফতারি প্রতিযোগিতাটি সত্যি দারুন হয়েছে। আপনি পাঁচ রকমের ইফতারি রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি যাতে সুন্দরভাবে কিছু ইফতারি আইটেম তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের ভালো লেগেছে তাতেই আমি খুশি
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাঁচ রকমের ইফতারের রেসিপি নিয়ে আপনি আজ আমাদের মাঝে হাজির হয়েছেন। রেসিপি আইটেম গুলো দেখে বোঝা যাচ্ছে অনেকটা পরিশ্রম করে এই রেসিপিগুলো তৈরি করেছেন। এবং প্রতিটি রেসিপি বেশ লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। মজাদার এত সব রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রতিযোগিতায় চেষ্টা করেছি সুন্দরভাবে কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য মন্তব্যের জন্য ধন্যবাদ
ইফতারির রেসিপি কনটেস্টের দারুন সব রেসিপি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা রেসিপি লোভনীয় ছিল। মনে হচ্ছে রেস্টুরেন্টের সব খাবার। প্রত্যেকটা রেসিপি অনেক
ইউনিক ছিল। ইচ্ছে করছে সবগুলো একবার একবার ট্রাই করি। দারুন সব রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশা করি আপনি সেরা দের একজন হবেন, শুভকামনা রইল আপনার জন্য আপু।
এই ধরনের রেসিপি গুলো মাঝেমধ্যে তৈরি করে খেলে কিন্তু আসলেই মন্দ হয় না
https://twitter.com/bdwomen2/status/1771789089785733265?t=7KfgxnMTyxynCrEPXBHwYQ&s=19
শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই আপু আপনাকে "আমার বাংলা ব্লগ'' কমিউনিটির ৫৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৷ আজ আপনি বেশ লোভনীয় পাঁচটি ইফতারি আইটেম রেসিপি শেয়ার করেছেন ৷ আপনার তৈরি প্রত্যেকটা রেসিপি বেশ ইউনিক এবং লোভনীয় ৷ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ৷ খেতেও নিশ্চয়ই ভীষণ সুস্বাদু হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন মজাদার ইফতারি আইটেম রেসিপি শেয়ার করার জন্য ৷ আপনার জন্য শুভকামনা রইল ৷
শুরু থেকেই চেষ্টা করেছি সুন্দর ভাবে প্রত্যেকটি রেসিপি ধাপে ধাপে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য
আপু প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগ এর 55 তম কনটেস্ট ইফতারের সেরা রেসিপি শেয়ার করো এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে।ইফতারি যদি এরকম কিছু রেসিপির আয়োজন করা হয় তাহলেতো পুরো ইফতারি টাইম জমে যায়।আপনি বেশ কয়েক ধরনের সেরা রেসিপি শেয়ার করেছেন আপু।সাথে রেসিপির তৈরির ধাপ গুলিও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার তৈরি করা প্রতিটা রেসিপি অনেক বেশি লোভনীয় হয়েছে ভাইয়া।যদি সম্ভব হয় কুরিয়ার করে কিছু রেসিপি পাঠায় দিয়েন আপু হাঁ হাঁ।
এতদিনে প্রত্যেকটি রেসিপি খাওয়া হয়ে গিয়েছে আপনার জন্য তাই আর পাঠাতে পারলাম না
আপনি আজকে বেশ কিছু খুবই চমৎকার রেসিপি তৈরি করেছেন আমার বাংলা ব্লগ এই চলমান কনটেস্টের জন্য। পুডিং,আলু এবং গাজরের চপ তৈরি রেসিপি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়াও ভিন্ন গুলো খুবই ভালো লেগেছে সব বলে আপনি খুবই চমৎকার রেসিপি গুলো তৈরি করেছেন। আর এগুলো সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার তৈরি করা প্রতিটি আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি অনেক সুন্দর কিছু ইফতারি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এগুলো তেল দিয়ে ভাঁজা হয় তারপরও ইফতারিতে এগুলো খেতে খুবই ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।