জেনারেল রাইটিং :- তুমি কত ধীরে চলেছ , সেটা কোনও ব্যাপার নয় ; না থেমে চলতে থাকাটাই আসল কথা।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20230905_183208_0000.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে পোস্ট করব। টপিক হচ্ছে তুমি কত ধীরে চলেছ, সেটা কোন ব্যাপার নয়। না থেমে চলতে থাকাটাই আসল কথা। আসলে আমি কত ধীরে চলতেছি সেটা মূল লক্ষ্য নয়। কারণ ধীরে চললেও আমি আমার কাজটি চসল রেখেছি। আপনি তখন দেখবেন একটি কাজ করতেছেন কাজটি আপনার দেরি হচ্ছে সেটা নিয়ে টেনশন করার কোন দরকার নেই। ধীরে হলেও আপনার কাজটি সম্পূর্ণ হবে। হয়তোবা একটু ধীরে হবে।

মূলত আপনি কাজটি চালিয়ে নেওয়াটাই মূল লক্ষ্য। অনেকে মনে করে ধীরে কাজ করলে সে কাজে সফলতা আসে না। আপনি যে কোন কাজ চেষ্টা থাকলে হয়তো আজ নয় কাল কাল নয় পরশু সে কাজের লক্ষ্য পৌঁছতে পারবেন। আপনার কাজের স্পিড ধীরে না জলদি সেটা মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে আপনি না থেমে চলতে থাকাটাই আসল লক্ষ। চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যায়। চেষ্টা করাটাই হচ্ছে মানুষের বড় সাফল্য। ধীরে মানুষকে হয়তো বা একটু পিছে রাখে। এই নয় যে আপনি ধীরে কাজ করলে সফলতা ফিরে পাবেন না।

অনেক মানুষ ধীরে কাজ করে তবে ওই কাজগুলো আরো সুন্দর হয়। আসলে মূল লক্ষ্য যদি থাকে যে কোন কাজ ধীরে করলেও সম্ভব হয় কাজগুলো সম্পূর্ণ করতে। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই মানুষকে দিয়ে সবকিছু করাই সম্ভব। এর জন্য মানুষের থাকতে হবে লক্ষ্য এবং চেতনা। এগুলো যদি মানুষের ভিতরে থাকে তাহলে সে একজন পরিপূর্ণ মানুষ। ধীরে হয়তো মানুষকে একটু পিছে বা সময় নিতে হয়। যদি আপনি কোন কাজ বন্ধ না করে ধীরে করেন। সেটা থেকে আপনার সফলতা অর্জন করতে পারবেন।

মানুষের মধ্যে অনেকগুলো গুণ আছে। হয়তো বা আপনি যে কাজ পারেন নাই সে কাজ আরেকজনকে দিয়ে হবে। যদি কাজগুলো আপনি একদম বন্ধ করে দেন তাহলে সেই কাজের কোন সফলতা পাবেন না। আর ধীরে হলেও আপনার কাজগুলো সফলতা আশা করতে পারেন। আপনি কত দিনে কাজ করতেছেন সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি চিন্তা করতে হবে আপনার লক্ষ্য নিয়ে। মূলত কাজ বন্ধ করে আপনি লক্ষর কথা চিন্তা করবেন তাহলে সেটার কোন ফল পাবেন না।

আর আপনি কাজ চালিয়ে যদি লক্ষ্য টি ঠিক রাখেন তাহলে সেই কাজটি আপনার অনেক ইজি হবে। তাই বলবো কাজ ধীরে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কাজ বন্ধ না করে কাজকে চালিয়ে নিতে হবে। আর না থেমে চলতে থাকাটাই হচ্ছে মানুষের বড় সার্থকতা। কাজ থেকে মানুষ সফলতা অর্জন করে। অলসতা বা বেকার থেকে কিছু আশা করা যায় না। তাই ধীরে কাজ নিয়ে চিন্তা করার কিছু নাই। কাজকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া টাই হচ্ছে মূল লক্ষ্য। ওটাই থেকে আপনি ভাল কিছু আশা করতে পারেন। আশা করি আমার আজকের পোস্ট পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 11 months ago 

নিয়মিত কোনো কাজ করলে আজ অথবা কাল সফলতা আসবেই। অনেক মানুষ কিছু কাজ খুব দ্রুত করতে পারে। আবার অনেক মানুষ তুলনামূলক ভাবে ধীরে ধীরে করে। সবার কাজের গতি এক নয়। হয়তো ভালো ভাবে চেষ্টা করলে ধীরগতির মানুষও একসময় দ্রুত কাজ করতে পারে। তবে সেটা সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক কাজ আছে ধীরে করলেও সমস্যা নেই। আবার কিছু কাজ সময় বুঝে দ্রুত করতে হয়। যাইহোক নতুন কোনে কাজ দ্রুত করা এমনিতেই কঠিন। নিয়মিত করতে করতে একটা সময় অভ্যাস হয়ে যায়। তখন কাজের গতি এমনিতেই বেড়ে যায়। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ঠিক বলেছেন সবার কাজের গতি এক নয়। কেউ জলদি করে আবার কেউ বা আস্তে করে। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

প্রতিটি মানুষই তার জীবনে বড় যোদ্ধা।কেউ যদি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দীর্ঘদিন ধৈর্য ধরে একই কাজ করে তাহলে তার সফলতা আসবেই। হাতের পাঁচটি আঙুল যেমন সমান নয় ঠিক তেন সব মানুষ সব ধরনের কাজ করতে পারে না।সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনার উৎসাহিত মূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হ্যা আপু আপনি ঠিকই বলেছেন কাজের গতি ধীরে কিংবা জলদি এটা মূল কথা নয়। একনিষ্ঠ ভাবে কাজে লেগে থাকাটাই সফলতার মূল উদ্দেশ্য। খুবই চমৎকার একটি পোস্ট ছিল। এমন শিক্ষণীয় পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনার কাজ কত জলদি করতেছেন সেটা কোন ব্যাপার নয়। আপনি কাজটি চালিয়ে যাওয়াই হচ্ছে মূল লক্ষ্য। অনেক সুন্দর মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি শিক্ষনীয় টপিক নিয়ে পোস্ট করেছেন। কথাটি একদম ঠিক আপনি কত ধীরে কাজ করতেছেন সেটা বড় কথা নয়। কথা হচ্ছে কাজটি বন্ধ না করে চালিয়ে যাওয়াটাই হচ্ছে বড় কথা। আপনি হয়তো ধীরে কাজ করতেছেন কিন্তু একটু সময় লাগলো কাজটি সম্পন্ন হবে। আর আপনি ধীরে কাজ করতেছেন বিদায় যদি কাজটি বন্ধ করবেন তাহলে সে কাজের কোন ফলাফল আসবেনা শুধু ব্যর্থতা। তাই ধীরে হল কাজ চালিয়ে যাওয়াটাই উত্তম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

কথাটা ঠিক বলেছেন ধীরে হলেও কাজ চালিয়ে যাওয়াটাই উওম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার পোস্ট নিয়ে মন্তব্য করার জন্য।

 11 months ago 

জীবনের চলার পথে সব সময় দ্রুত চলার থেকে আস্তে আস্তে চলা অনেক ভালো। থেমে না থাকা নিয়ে কথা। ধীরে ধীরে চললে হয়তো সফলতা পেতে একটু বেশি সময়ের প্রয়োজন হবে তবে সফলতা আসবেই যদি সেই কাজকে ধারাবাহিকভাবে করা হয়। আপনার লেখা এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 11 months ago 

আপনি যদি নির্দিষ্টভাবে কোন কাজ চালিয়ে যান সেটা সফলতা আসবে। হয়তোবা দুইদিন আগে বা দুইদিন পরে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45