আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

Blue Paint & Paper Sales Ad Instagram Post.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। আগুনকে যে ভয় পাই সেই আগুনের ব্যবহার সঠিকভাবে জানে না। মূলত আগুন হচ্ছে মানুষের ভিতর চেতনায় হচ্ছে আগুন। মানুষ যদি তার ভিতরের চেতনাকে আগুন হিসেবে ব্যবহার করে তাহলে সেই যে কোন কাজে সফলতা অর্জন করতে পারবে। মানুষ যদি চিন্তা করে কোন কাজ তাকে দিয়ে হবে না তাহলে তার ভিতরে কোন আগুন নেই। আর ভিতর আগুন না থাকলে মানুষ মরা মানুষের মতই থাকে।

পক্ষান্তরে একজন যদি সঠিক মানুষ ঠিকমতে তার ভিতরে আগুনকে ব্যবহার করে তাহলে সে অনেক কিছুই করতে পারবে। মানুষ পারে না এমন কোন কাজ নেই। তবে মানুষ কাজগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এবং মনের ভিতরে আগুনটিকে সঠিকভাবে ব্যবহার করে সে কাজ সম্পন্ন করতে হবে। যেমন ধরুন স্বর্ণ দোকানদার তার স্বর্ণগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে খাটি স্বর্ণ করে ফেলে। আর ওই আগুন হচ্ছে মানুষের মধ্যে থাকতে হবে। তারা চেষ্টা করে বিধায় স্বর্ণকে আগুন দিয়ে পুড়িয়ে বিভিন্ন ডিজাইন করে থাকে। তাদের মধ্যে চেতনা আছে।

পক্ষান্তরে যে লোকের মধ্যে চেতনা নেই তার মধ্যে কোন হিতাহিত জ্ঞানও নেই। কিছু কিছু মানুষ আছে যেগুলো তাদের মাথার মস্তিষ্ক একদম ব্যবহার করে না। তারা শুরুতেই বলে এই কাজ আমাকে দিয়ে হবে না। মূলত তাদের ভিতরে চেতনাকে আগুন হিসাবে ব্যবহার করতে পারে না। আগুন হচ্ছে এমন যে যেখান দিয়ে চলে ওই জিনিসটি খাঁটি করে ফেলে। তবে এই আগুন আপনি বুঝে নিতে হবে মনের ভিতরে আগুন বা কোন একটা লক্ষ্য কাজ। আপনাকে ঠিক করতে হবে কি করলে আপনি ভালো কিছু করতে পারবেন।

যদি আপনার মনের মধ্যে স্থির না হয় কোন কাজ তাহলে আপনি বুঝে নিতে হবে না আপনার ভিতরে আগুনের ব্যবহার ঠিক মত নেই। তবে আপনি আগুনের ব্যবহার ঠিকমতো করতে পারলে আপনি সফল একটি মানুষ হবেন। যেমন ধরেন অনেক ছোট ব্যবসায়ী বা খেটে খাওয়া মানুষ। তাদের ভিতরে চেতনা আছে বিধায় তারা পরিশ্রম করে মেধা খরচ করে বড়লোক হয়ে গেছে। মেধার বিকাশ করতে হলে আপনার বিবেককে জাগাতে হবে। সেটিকে আপনি আগুনের মত দাউ দাউ করে জ্বালাতে হবে।

আর যদি আপনি সেগুলোকে ব্যবহার করতে পারেন আগুনের রূপে তাহলে আপনি সফল। যে লোক ভিতরের আগুন ঠিকমতো ব্যবহার করতে পারবে না তাকে দিয়ে কিছুই হবে না। মনে রাখতে হবে সফলতা পেতে হলে মনের জোর থাকতে হবে। তাকে আগুনের মত ব্যবহার করতে হবে। আগুনে পুড়িয়ে মানুষকে খাঁটি করে। আর মানুষ যখন ভিতরে আগুন জ্বালিয়ে নিজের বিবেককে জাগিয়ে তুলে। তাহলে তাকে দিয়ে সবকিছুই সম্ভব। আর মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারবে। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। তাই মানুষকে দিয়ে সব সম্ভব। এই হচ্ছে আজকে আমার সুন্দর একটি টপিক। আশা করি আজকের পোস্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last year 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন মানুষ করতে পারেনা এমন কোন কাজ নেই । মানুষের ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলাই হচ্ছে মানুষের প্রথম কাজ।মানুষের কাজের প্রথম অনুপ্রেরণা হচ্ছে তার ইচ্ছাশক্তি।কেউ যদি কোন একটি কাজ করবে এটা ইচ্ছা করে তার ভেতরের চেতনাকে জাগ্রত করে তাহলে তার দ্বারা সেই কাজটি করা সম্ভব হবে । ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভালো লাগলো।ধন্যবাদ ।

 last year 

মানুষ পারে না এমন কোন কাজ নেই। মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে কোন কাজ করতে পারে। উৎসাহিতমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি বেশ সুন্দর একটি উৎসাহ মূলক পোস্ট করেছেন। আসলে কোন কাজ দেখে আমাদের ভয় পাওয়া উচিত নয়। সকল কাজকে আমাদের সহজভাবে নিতে হবে এবং করতে হবে। আপনার পোষ্টের টাইটেল টা অনেক বেশি সুন্দর লেগেছে যে, আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারেনা । সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

মানুষ চেষ্টা করলে যে কোন কিছু করা সম্ভব। যদি মানুষের মধ্যে সেরকম চেতনা থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

হ্যাঁ আপু ঠিক বলেছেন। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। যে মানুষ কোন কাজকে ভয় পাই তাকে দিয়ে সফলতা আশায় করা যায় না। আগুনকে ব্যবহার না করতে পারলে তাকে দিয়ে সফলতা আশা করা বোকামি। কারণ সে আগুনের ব্যবহার জানে না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ যে মানুষ কাজকে ভয় পাই তাকে দিয়ে কোন কিছু আশা করা বোকামি। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার পোষ্টের প্রসঙ্গটা ছিল দারুণ। আগুনকে কেন্দ্র করে বাস্তবতার এক সুন্দর অনুভূতি জাগিয়া তোলার চেষ্টা করেছেন। যেখানে একজন নির্বোধ ব্যক্তিকে দিয়ে কোন কাজ করা যেমন সম্ভব নয় ঠিক যে জীবনের সাফল্যতা বয়ে আনার আশা করে কিন্তু সেই পথে চলতে চায় না তার পক্ষে কখনোই সম্ভব নয় সাফল্য তা অর্জন করা। যে আগুনকে ভয় পায় সে কখনো আগুনকে জয় করতে পারে না

 last year 

সফলতা পেতে হলে আপনাকে পরিশ্রম এবং জ্ঞান খরচ করতে হবে। আগুনকে ভয় পেয়ে আগুনকে জয় করা সম্ভব নয়। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29