DIY (এসো নিজে করি) জল রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

IMG-20211113-WA0008.jpg

আঁকার উপকরণ :

• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার

IMG_20211112_175951.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতাটা চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম। তারপর কম্পাস দিয়ে মাঝখানে একটা বৃত্ত দিয়ে নিলাম।

IMG_20211112_180042.jpg

ধাপ ২ :

তারপর সেই বৃত্তটার মাঝখানে কমলা কালার দুপাশে রং করে নিলাম। তারপর দু'পাশের হলুদ রং করে নিলাম। তারপর উপরে আর নিচে লাল রং লাগিয়ে নিলাম।

IMG_20211112_180059.jpg

IMG_20211112_180128.jpg

IMG_20211112_180156.jpg

ধাপ ৩ :

তারপর সব রঙ গুলোকে একসাথে মিশিয়ে নিলাম। এইভাবে রঙগুলো মেশানোর কারণে গোল বৃত্ত টার মধ্যে দেখতে আরেকটু সুন্দর লাগে।

IMG_20211112_180219.jpg

IMG_20211112_180247.jpg

ধাপ ৪ :

তারপর মাঝখানে কালো রং দিয়ে সুন্দর ভাবে তাক টেনে নিলাম। যাতে তার উপরে ছোট করে পাহাড়ের মত আঁকতে পারি। তারপর ছোট ছোট করে মাঝখানে দাগ টাকে গারো করে নিলাম।

IMG_20211112_180313.jpg

IMG_20211112_180338.jpg

IMG_20211112_180401.jpg

ধাপ ৫ :

তারপর মাঝখানের বড় পাহাড়ের সাথে ছোট ছোট করে আরো দুটো পাহাড় রং করে নিলাম। এভাবে কালো রং দিয়ে রং করার কারণে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211112_180425.jpg

IMG_20211112_180443.jpg

ধাপ ৬ :

তারপর পেন্সিল দিয়ে ছোট একটা গাছ থেকে নিলাম পাহাড়ের উপরে। তারপর ছোট গাছের সাথে বড় আরো একটা গাছ থেকে নিলাম। এইভাবে পেন্সিল দিয়ে সুন্দরভাবে দুটো গাছ পাহাড়ের উপরে এঁকে নিলাম।

IMG_20211112_180521.jpg

ধাপ ৭ :

তারপর পেন্সিল দিয়ে আঁকা গাছের উপরে কালো রং দিয়ে সুন্দরভাবে রং করতে থাকি। এভাবে ছোট একটা গাছ কালো রং দিয়ে শুধু ভাবে রং করে নিলাম। তারপর ছোট গাছের সাথে বড় একটা গাছ রং করতে থাকি।

IMG_20211112_180551.jpg

IMG_20211112_180615.jpg

IMG_20211112_180643.jpg

ধাপ ৮ :

তারপর এভাবে পাহাড়ের উপরে অনেক সুন্দর দুটো গাছ রং করে নিলাম। গোল বৃত্তের মধ্যে দুটো গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে। এভাবে সমুদ্রের উপরে দুটো গাছ রং করে নিলাম।

IMG_20211112_180708.jpg

ধাপ ৯ :

তারপর সেই গাছগুলো সাথে সুন্দরভাবে একটা হলুদ রং দিয়ে একটা সূর্য রং করে নিলাম। কারণ হলুদ রং দিয়ে রং করার কারণে সূর্যাস্তের সময় সূর্য টা অনেক সুন্দর লাগে।

IMG_20211112_181319.jpg

IMG_20211112_181331.jpg

ধাপ ১০ :

তারপর গোল বৃত্তটার চারপাশে কালো রং দিয়ে রং করতে থাকি। এভাবে পুরো চার-পাঁচটা কাল রং করে নিলাম। তখন ছোট একটা বৃত্তের চারপাশে কালো রং দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211112_180750.jpg

IMG_20211112_180835.jpg

IMG_20211112_180939.jpg

ধাপ ১১ :

তারপর কালো রং গুলোর উপরে সাদা কিছু তারা রং করে নিলাম। তখন তারাগুলো দেখতে মনে হয় যেন ঝরে পড়তেছে। এইভাবে সুন্দর একটা সন্ধ্যা বেলার প্রাকৃতিক দৃশ্য রং করে নিলাম।

IMG_20211112_181008.jpg

IMG_20211112_181044.jpg

শেষ ধাপ :

এইভাবে একটা সন্ধ্যাবেলার প্রাকৃতিক দৃশ্য একে নিলাম। তখন সেই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। তাই এই দৃশ্যটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশাকরি আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211113-WA0002.jpg

IMG-20211113-WA0001.jpg

IMG-20211113-WA0003.jpg

IMG-20211113-WA0005.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211113-WA0007.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আপনি এত সুন্দর দক্ষতা নিয়ে কাজগুলো সম্পন্ন করেন। জল রং দিয়ে সূর্যাস্তের পেইন্টিং। বাহ অসাধারণ চিন্তাধারা এবং এত সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে আপনি উপস্থাপনা করেছেন। অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

জল রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। যা আমার খুবই ভালো লেগেছে।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ওয়াও আপু,জল রং দিয়ে আপনি অসাধারণ সূর্যাস্তের ড্রয়িং করেছেন।দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।আপনার সব গুলো ড্রয়িং অসাধারণ সুন্দর হয় আমার খুব ভালো লাগে। আপু ড্রয়িং, করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু
আমার সব ড্রয়িং দেখার জন্য

 3 years ago 

আসলে প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর সৃজনশীল আর্ট দেখে আমি মুগ্ধ। চমৎকার রং এর ব্যবহার সাথে সুপার হাতের কাজ। সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ যাকে বলে

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অসাধারণ ড্রয়িং করেছেন আপু। খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি সবসময় ইউনিক কাজ করে থাকেন। এই দিকটি আমার খুবই ভালো লাগে। আকাশের রং করা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কালারগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু
আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু করে দেখানোর জন্য
আপনার জন্য অনেক শুভকামনা রইল

 3 years ago 

জল রঙ ব্যবহার করে আপনি দারুন একটি পেইন্টিং করেছেন।দেখতে একদম বাস্তবেদ ন্যয় লাগছে আমার কাছে খুবি ভালো লেগেছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

আপু জল রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার পেইন্টিং। ভালো লাগবে না কেন অনেক দক্ষতার সাথে করেছেন আপনি। নিখুঁতভাবে সবকিছু শেয়ার করেছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

জল রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিংটি সত্যিই খুব সুন্দর হয়েছে সাগরপাড়ে গাছের ছবি গুলো অসাধারণ হয়েছে।শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার আর্টের কথা কি বলব আর আপু প্রশংসা করলেও কম হয়ে যাবে আমার কাছে এত ভালো লাগে আপনার আর্টগুলো। এত সুন্দর ভাবে আপনি রং করেন কোন খুত খুঁজে পাওয়া যায় না চমৎকার নিখুঁত করে আপনি আর্টগুলো করেন দেখতে খুবই ভালো লাগে। গাছটা দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি গাছ হেলে পড়েছে অসাধারণ লাগছে ।শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
আপনার কমেন্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগলো এটা জেনে যে আমার আর্ট গুলো আপনার খুব ভালো লাগে।

 3 years ago 

আপু আপনার কাছে যেয়ে একদিন আর্ট শিখতে হবে। আপনার আট গুলো এত সুন্দর এত চমৎকার হয় যে বলে বোঝানো যাবে না। আমি আর্ট করতে বসলে দুইটা কালার কে মিলাতে পারিনা। দুইটা কালার এর মাঝে গ্যাপ থেকে যায় দেখে। বোঝা যায়। কিন্তু আপনি দুইটা কালার এর ফিনিশিংটা এত সুন্দর দিয়েছেন যার ফলে আর্টটি এত চমৎকার লাগছে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু
যদি কখনো সম্ভব হয় তাহলে চেষ্টা করবো আপনাকে রং করার পদ্ধতিটা শিখিয়ে দিতে।
আর আপু আপনি চেষ্টা করতে থাকেন দেখবেন এক সময় রং করতে খুবই সহজ মনে হবে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54451.29
ETH 2281.47
USDT 1.00
SBD 2.33