আমার লেখা কবিতা : " স্বার্থপরের পরিচয় "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

"স্বার্থপর" কথাটার মূল্য অনেক। যেটা কিনা আমরা সবাই নাও বুঝতে পারি। আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যেটা স্বার্থপরতার পরিচয় দেয়। সেই পরিচয় এর কারণে আমাদের জীবনটা দুঃখে পরিণত হয়। তখন যেন মনে হয় সুখ জিনিসটা অনেক বড় হয়ে দাঁড়ায়। যেটার কিনার নাগাল পাওয়া খুবই কঠিন। তখন মনে হয় যেন জীবনটাই বৃথা। এমনকি জীবনটা একেবারেই ছারখার হয়ে গিয়েছে। কোন একটা মানুষের জন্য, কিংবা কোন একটা বিষয়ের জন্য নিজের জীবনে অনেক বড় মূল্য দিতে হয়। আর যার জন্য সারা জীবনটাই বৃথা কাটাতে হয়। সুখ জিনিসটা অনেক উপরে চলে যায়। এজন্য সহজে কাউকে আপন ভাবাটাও উচিত নয়। এই ধরনের ভুল করলেই জীবনে অনেক মূল্য দিতে হয়।

jpg_20230727_230818_0000.jpg

স্বার্থপরের পরিচয়

প্রেম জীবনে স্মৃতির সাথে হয়,
সুখ জীবনে স্বার্থপরের পরিচয়।
স্বার্থপর মনে প্রেমের কোন মূল্য নেই,
তাকে ঘৃণা দেয় যে সেই।

ক্ষমার রাজ্যে থাকে প্রেমিক মনে,
সুখ পেলে ভুলে যায় আপন জনে।
নিজে ভুলতে চাইলে,
কষ্ট পাঁজর ভেঙ্গে দেয়।

যদি জীবনটাকে কারো মনে দাও ভরে,
ইচ্ছে করেই জীবন করে দেয় ছারখার।
হারানো সুখ মনের আয়নায়,
শুধু কষ্ট বজায়।

নিজের জীবন অন্যের হাতে
দেওয়ার ভুলটা করো না।
সুখ ছাড়া দুঃখে গ্রহণ করার,
ভুল করো না ।

আপনজনের দেওয়া আঘাত
মেনে নিতে অনেক বেশি কষ্ট।
জীবনের ভুলের প্রায়শ্চিদ্ধ,
করতে পুরো জীবনটাই নষ্ট।

ভালোবাসার আবেগ হৃদয়ে রেখে,
সকল কষ্টে ভিতর ভাঙে।
দুঃখ ভুলে থাকতে চাইলে,
মাথার উপরে আকাশ ভাঙ্গে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 last year 

দুলাভাই যদি এই কবিতা পড়ে না জানি কি ভাববে। এত আবেগ এত কষ্টের অনুভূতি নিয়ে কবিতা লিখে শুধু ভাইয়ের কাছে পোস্ট করুন ভাই জানতে পারবে। কিন্তু এখানে দুলাভাই দেখলে যে কষ্ট পাবে। যাইহোক প্রতি চমৎকার ছিল আপনার লেখা কবিতা।

 last year 

এটা দুলাভাইকে উদ্দেশ্য করে কবিতা লেখা হয়নি ‌ বাস্তব জীবনের কথা চিন্তা করে কবিতাটি লেখা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর সম্ভব সম্পর্ক করার জন্য।

 last year 

আসলেই আপু স্বার্থপরের হৃদয়ের কখনো প্রেম থাকতে পারে না। আমাদের জীবনে কিছু কিছু মানুষ আসে তাদের স্বার্থ হাসিল করতে।স্বার্থ মিঠে গেলে আবার তারা চলে যায়। যে কষ্টগুলো আমরা পরবর্তীতে মেনে নিতে পারি না। আপনি খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন স্বার্থপর জীবনে কখনো প্রেম থাকতে পারে না। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।।

 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 last year 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ‌।

 last year 

অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপু। অনেক ক্ষেত্রেই দেখেছি মানুষ স্বার্থ লোভে নিজের জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। যাইহোক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

মানুষ জীবনে চলার পথে অনেক স্বার্থপরতা দেখায় মাঝেমধ্যে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে স্বার্থপরতা এমন এক জিনিস সেটা সবকিছু থেকে বিরাজ করে। স্বার্থপর মানুষের অভাব নাই সেটা ভালোবাসার ক্ষেত্রে বলেন কোন কাজের ক্ষেত্রে বলেন কিংবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলেন। স্বার্থপরতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখলেন অনেক ভালো লেগেছে। আপনার কবিতা গুলো দিন দিন অনেক সুন্দর হচ্ছে পড়তে দারুন হয়।

 last year 

আপন মানুষগুলো বেশি স্বার্থপরতা দেখায়। অনেক সময় আপন মানুষের কারণ অনেক বড় কষ্ট মনে পাওয়া যায়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে বেশিরভাগ মানুষগুলো কিছু কিছু মানুষকে অনেক বেশি আপন ভেবে ফেলে। আর এর জন্যই তাদের অনেকের জীবন অন্যরকম হয়ে যায়। স্বার্থপর শব্দটা একেবারে অন্যরকম। আপনি স্বার্থপরের পরিচয় কবিতাটা খুব সুন্দর করে লিখেছেন, আর আমার কাছেও পড়তে ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন একেবারে মনের গভীর থেকে লিখা হয়েছে যা বুঝতেই পারছি।

 last year 

ঠিক বলেছেন স্বার্থপর শব্দটা একেবারে অন্যরকম। ‌ এটা বিশ্লেষণ করলে অনেক কষ্টকর। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে। ‌

 last year 

আপনার স্বার্থপরের পরিচয় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন স্বার্থপর শব্দটা বিভিন্ন ধরনের। কিছু কিছু কাজের সময় এমন স্বার্থপর এর কিছু লোক পরিচয় দেই। যেগুলোর কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57850.91
ETH 2358.42
USDT 1.00
SBD 2.43