জেনারেল রাইটিং :- যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


firefighter-484540_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। পোস্টটি হচ্ছে যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। আমরা মানুষ তাই আমাদের জীবন জীবিকার জন্য সবাই কমবেশি পরিশ্রম করে। পরিশ্রমী মানুষ হচ্ছে দেশের এবং পরিবারের সম্পদ। পরিশ্রমী মানুষ সব সময় চেষ্টা করে নিজের পরিবারের এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ। তারা কখনো বসে থাকে না। সব সময় তাদের চিন্তাভাবনা থাকে উন্নতি করার। পরিশ্রমী লোক হচ্ছে এক ধরনের সোনার টুকরা।

তবে অলস লোক আর পরিশ্রমী লোকের মধ্যে অনেক বড় ব্যবধান থাকে। অলস লোক বসে সময় ও টাকা পয়সা নষ্ট করে। আর পরিশ্রমী লোক সব সময় উন্নতি করা চিন্তা করে। পরিশ্রমী লোকগুলো চিন্তা ভাবনাও থাকে ভালো। তারা চেষ্টা করে নিজের জীবনের চাকা ঘুরিয়ে উন্নতি করতে। তাদের আশা ভরসা থাকে ভালো। তারা চাই নিজের এবং আপনজনের মঙ্গল। এবং পরিশ্রমী লোক কখনো অন্যের প্রত্যাশা আশা করেনা। তারা চায় নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য।

তবে অলস লোক অন্যের সহানুভূতি আশা করে। তারা চাই বসে খেয়ে বেঁচে থাকতে। আর পরিশ্রমী লোকেরা নিজের উন্নতি করে। যদি কোন লোক তাদেরকে সহানুভূতি দেখায় বা টাকা পয়সা দিতে চাই তারা সেটা নিতে রাজি হয় না। তারা চিন্তা করে এবং বলে আল্লাহ তাআলা আমাদের হাত-পা দিয়েছে আমরা পরিশ্রম করে নিজের জীবিকা নিজেই চালিয়ে যাব। তাদের চিন্তা ভাবনা থাকে ভালো। যে মানুষের চিন্তা ভাবনা তাকে ভালো তারা পরিশ্রমী লোক হয়। আমি অনেক লোককে দেখেছি তারা পরিশ্রম করে তাদের জীবনের উন্নতি করতে।

আর অনেক লোক আছে সহানুভূতি দেখানোর চেষ্টা করে। হয়তোবা তাদের সহানুভূতির মধ্যে অন্য কিছু থাকতে পারে। বর্তমান সময়ে কিছু দেওয়ার আগে মানুষ চিন্তা করে লাভের আশা। আর পরিশ্রমী লোক গুলো নিজের চেষ্টা নিজেই করে থাকে। আর পরিশ্রমী লোকই জীবনে সুখী হতে পারে। কারণ তারা পরিশ্রম করে অন্তত পরিবারকে সুখে রাখতে পারে। যে সঠিকভাবে পরিশ্রম করে সেই খুব দ্রুত উন্নতি করতে পারে। তাদের চিন্তা থাকে ভালো কিছু করার।

তবে পরিশ্রমী লোক কখনো কারো সহানুভূতি বা কিছু নিয়ে সুখে থাকতে চাই না। তারা নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিজেই চেষ্টা করে করার জন্য। হয়তো পরিশ্রমী লোকগুলো লক্ষ্যে পৌঁছতে একটু দেরি হয় তবে সফলতা পাওয়া যায়। আর পরিশ্রমী লোকগুলোর সফলতা বেশি সফলতা অর্জন করতে পারে। যে পরিশ্রম করে উজ্জ্বল কিছু করতে পারে সেই জীবনের সার্থকতা অর্জন করতে পারে। জীবনের উন্নতি করতে হলে আমাদের সঠিকভাবে পরিশ্রম করতে হবে।

পরিশ্রমী লোক দ্বারা সবকিছু সম্ভব উন্নতি করার। আমাদের এইখানে এক লোক অনেক পরিশ্রম করে সে গাছ কাটে কন্টাক্ট নিয়ে। তবে সে যেভাবে পরিশ্রম করে তার পরিবার নিয়ে খুব সুখেই আছে। সত্যি বলতে তার লক্ষ্য হচ্ছে পরিশ্রম করে নিজের জীবন এবং পরিবারে জীবন সুখী রাখার জন্য। আর পরিশ্রমী লোক কখনো অন্যের হেল্প নিতে বা সহানুভূতি নিতে চায় না। আশা করি আবার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 months ago 

আসলে আপু সহানুভূতি এক ধরনের দুর্বলতা। এই সহানুভূতি দেখিয়ে মানুষ অনেক কিছু উদ্ধার করতে চাই। আবার শেষমেষ দেখা যাবে যে সে সহানুভূতির সুযোগ নিয়ে অনেক ক্ষতি ও করতে চাই। আবার অনেক সময় সে সহানুভূতি বিপদ ও আনতে পারে। কিন্তু যারা প্রকৃতপক্ষে পরিশ্রমী তারা কখনো অন্যের সহানুভূতির আশা করে না। তারা নিজেরাই পরিশ্রম করে নিজেদের প্রয়োজন নিজেরা মিটিয়ে থাকেন।

 2 months ago 

এটি একদম ঠিক বলেছেন সহানুভূতি দেখে মানুষ অনেক কিছু উদ্ধার করতে চাই। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো আমার কাছে।

 2 months ago 

আমার এর পূর্বে যখন পরিশ্রম সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না তখন শুধু সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি অনেক কিছু রয়েছে যেগুলো পরিশ্রম দ্বারা পরিবর্তন করা সম্ভব । তাই এখন থেকে আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করি কারণ এটা আমাদের ভবিষ্যত যেমন পরিবর্তন করে তেমনি আমাদের ব্যক্তিত্বকে মজবুত করে তোলে । বেশ ভালো লাগলো, আমার কথার কিছু প্রতিচ্ছবি আপনার এই পোষ্টের মধ্যে খুঁজে পেলাম ধন্যবাদ আপু।

 2 months ago 

আসলে পরিশ্রম করলে মানুষের ভাগ্য অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আসলে পরিশ্রমী মানুষ কখনো অন্যের সহায়তার আশা করে না। সে নিজের কাজ নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি একটা বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। আমিও সহমত পোষণ করলাম আপনার এই বিষয়ের প্রতি। যাইহোক অনেক সুন্দর লিখেছেন আপনি।

 2 months ago 

এটি একদম ঠিক বলেছেন পরিশ্রমই মানুষ কখনো অন্যের সহায়তা আশা করে না। তারা চেষ্টা করে নিজে ভালো কিছু করার। তবে সুন্দর মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

 2 months ago 

যারা পরিশ্রম করে তারা কখনোই লোকের উপর ভরসা করে না। আর এই কারণে পরিশ্রমী লোক সব থেকে বেশি উন্নতি করতে পারে। আর অলস লোকের কাজ হল অন্যের ভরসায় বসে থাকা। আর এই কারণেই তারা পিছিয়ে পড়ে। তাছাড়া পরিশ্রমী লোকেরা সহানুভূতি নেবেই বা কেন, তারা তো নিজেরাই পরিশ্রম করে সবকিছু অর্জন করতে চায়।

 2 months ago 

হ্যাঁ ভাই অলস লোকদের কাজ হল অন্যের উপর ভরসা করা। আর পরিশ্রম লোক নিজের উপর ভরসা করে। ভালো থাকবেন ভাইয়া।

 last month 

সত্যি বলতে আপু, এই অলস লোকদের সংখ্যাই কিন্তু আমাদের সমাজে সব থেকে বেশি। এজন্যই আমাদের সমাজের উন্নতি কম হয়।

 2 months ago 

পরিশ্রমী মানুষেরা আসলে অন্যের সাহায্যের জন্য অপেক্ষা করে থাকে না।তারা নিজেদের চেষ্টা দ্বারা লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হয়।তারা নিজেরা পরিশ্রম করে তাদের ভাগ্যের পরিবর্তন আনে।আপনার আজকের লেখার টপিকটি বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য।

 2 months ago 

আমার টপিক আপনার কাছে ভালো লেগেছে শুনে সত্যি অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমরা সকলেই জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তাই যারা সব সময় পরিশ্রমে বিশ্বাস করে তারা কখনোই অন্যের উপর ভরসা করে না এবং সে সবসময় পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানায়। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেটি যদি অনেক কষ্ট করেও হয় তাহলেও সেই কষ্ট করে যাবে৷ তবে কখনো সে অন্য কারোর উপরে ভরসা করে বসে থাকবে না৷ পরিশ্রমের মধ্যেই আমাদের সকলের সফলতা লুকিয়ে রয়েছে৷ ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য৷

 2 months ago 

এটি ভাইয়া আপনি ঠিক বলেছেন আমরা সবাই জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি খুব সুন্দর করে আজকে আমার টপিক নিয়ে মন্তব্য করেছেন।

 last month 

আপনিও আপনার পোস্টের মধ্যে একেবারে সুন্দর কিছু কথা ফুটিয়ে তুলেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65