DIY (এসো নিজে করি) রঙ্গিন পেপার দিয়ে ছোট ফুলের ওয়ালমেট ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। এইরকম রঙ্গিন পেপার দিয়ে অনেক কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে। তাই আমার হাতে তৈরি এই সুন্দর জিনিস গুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211103-WA0035.jpg

উপকরণ :

• রঙ্গিন পেপার
• কাঁচি
• জলরং
• তুলি
• পেন্সিল
• রাবার

IMG_20211103_175358.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে সুন্দর ভাবে একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে অনেক সুন্দর ভাবে একটা বৃত্ত কেটে দিলাম।

IMG_20211103_175524.jpg

IMG_20211103_175558.jpg

IMG_20211103_175717.jpg

ধাপ ২ :

তারপর অনেক সুন্দর একটা বৃত্ত কেটে নিলাম। তারপর সেই বৃত্ত টাকে কালো রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম। এইভাবে পুরো বৃত্তটা কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211103_175804.jpg

IMG_20211103_175831.jpg

IMG_20211103_175902.jpg

ধাপ ৩ :

তারপর সুন্দর একটা রঙ্গিন পেপার নিয়ে নেই। তারপর সেই রঙ্গিন পেপারটার উপরে পেন্সিল দিয়ে সোজা সোজা করে কিছু দাগ টেনে নিলাম। তারপর কাঁচি দিয়ে সোজা করে কেটে নিলাম।

IMG_20211103_175936.jpg

IMG_20211103_180040.jpg

IMG_20211103_180122.jpg

ধাপ ৪ :

তারপর সেই লম্বা কাগজ গুলোর উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের সাথে কাগজটা উল্টা করে লাগিয়ে নিলাম। তখন চিকন কাগজ টা দেখতে লম্বা ফুলের মতো মনে হয়। এইভাবে অনেকগুলো তৈরী করে নিলাম।

IMG_20211103_180220.jpg

IMG_20211103_180245.jpg

IMG_20211103_180307.jpg

ধাপ ৫ :

তারপর সেই গোল বৃত্তটার সাথে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের সাথে কাগজের লম্বা লম্বা ফুলগুলোর বসিয়ে নিলাম। এভাবে সেই গোল বৃত্তটার চারপাশে পুরো লম্বা চুল গুলো লাগে নিলাম।

IMG_20211103_180339.jpg

IMG_20211103_180409.jpg

IMG_20211103_180513.jpg

IMG_20211103_180536.jpg

ধাপ ৬ :

তারপর সেই লম্বা কাগজ গুলোর উপরে দুবার করে ফুল বসিয়ে নিলাম। দুবার করে বসানো কারণে গোল বৃত্ত টা দেখতে আরো সুন্দর লাগে। এই ভাবে পুরোটা গোল বৃত্ত ওপরে বসিয়ে দিলাম।

IMG_20211103_180601.jpg

IMG_20211103_180646.jpg

IMG_20211103_180849.jpg

ধাপ ৭ :

তারপর আরো একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই পেপারটার উপরে পেন্সিল দিয়ে একটা ফুল এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে ফুলটা কেটে দিলাম। এইভাবে বিভিন্ন কালারের অনেকগুলো ফুল সুন্দর ভাবে কেটে নিলাম।

IMG_20211103_181442.jpg

IMG_20211103_181505.jpg

IMG_20211103_181522.jpg

IMG_20211103_181612.jpg

ধাপ ৮ :

তারপর সেই গোল বৃত্তের মাঝখানে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে ছোট ছোট ফুলগুলো বসিয়ে নিলাম। এইভাবে পুরো বৃত্তটার মাঝখানে বিভিন্ন কালারের ফুলগুলো বসিয়ে নিলাম।

IMG_20211103_181102.jpg

IMG_20211103_181841.jpg

IMG_20211103_181929.jpg

ধাপ ৯ :

তারপর অনেকগুলো পুঁথি নিয়ে নিলাম। যাতে সেই পুঁথিগুলো ফুলগুলোর মাঝখানে সুন্দরভাবে বসাতে পারি। তারপর বিভিন্ন কালারের পুঁথি গুলোর উপরে গাম লাগিয়ে নিলাম।

IMG_20211103_182006.jpg

ধাপ ১০ :

তারপর ঘামের উপরে পুঁথিগুলো বসিয়ে নিলাম। এইভাবে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিলাম। এই ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর হয়েছে।

IMG_20211103_182040.jpg

IMG_20211103_182251.jpg

শেষ ধাপ :

আমার নিজের হাতে তৈরি করা ওয়ালমেট টা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের খুব ভাল লাগবে আমার হাতের এই ওয়ালমেট।

IMG-20211103-WA0036.jpg

IMG-20211103-WA0034.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211103-WA0033.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার ফুলের ওয়ালমেট টি দারুন সুন্দর হয়েছে।রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।ধাপ গুলি খুবই সুন্দর করে বুঝিয়েছেন দেখে ভালো লাগল।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারন একটি ওয়ালমেট বানিয়েছে।দেখতে খুবই সুন্দর লাগছে।আর প্রতিটা ধাপ খুব সুন্দর সহজ ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ সন্দুর হয়েছে।শুভকামা রইল।

 3 years ago 

আপু আপনার ওয়ালমেট টা খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ফুলের কালার গুলো পছন্দ করেছেন । যা দেখতে খুবই ভালো লাগছে। সবমিলে আপনার ওয়ালমেটটা চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

ওয়াও আপনার ওয়ালম্যাট টি অনেক সুন্দর হইসে ।এটি দেখতেও অনেক ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ওয়াও আপু,খুবই অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন। আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। আপু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি খুবই সুন্দর করে বানিয়েছেন। এবং আপনার এই ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লেগেছে। এবং অনেক পরিশ্রম করে বানিয়েছেন ছোট ফুলের রঙিন কাগজের ওয়ালমেট টি। আমাদের সাথে এত সুন্দর একটা ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। দারুণভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।আপনার ধাপ গুলো দেখে সহজেই আমি এই ওয়ালমেট তৈরি করতে পারব। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার ওয়ালমেট টি। এটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। প্রথমে দেখে ভেবেছিলাম এটি বানানো কঠিন হবে পরে আপনার সম্পূর্ণ পোস্ট দেখার পর বুঝলাম এটি অতোটা কঠিন কাজ নয়। ওয়ালমেট এর চারদিকে চিকন কাগজের গোল করে যে ডিজাইন গুলো করেছিলেন সেগুলো সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার পুরো পোস্ট টা সুন্দর ভাবে দেখার জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83