আমার লেখা কবিতা : " স্মৃতির আকাশ "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
স্মৃতির আকাশ কথাটা ভাবতে গেলে অনেক বিরাট বড়। আর যখন আমরা স্মৃতি মনে করি, তখন দেখা যায় যে জীবনটা সম্পূর্ণ বদলে যায়। বর্তমান মুহূর্ত আর স্মৃতি মনে করা দুইটাই আলাদা জিনিস। জীবনটা যখন স্মৃতির আকাশে পরিপূর্ণ হয়, তখন যেন চোখ বন্ধ করলে কিংবা তাকালে স্মৃতিগুলো ভেসে বেড়ায়। আর যদি সেই স্মৃতি হয় কষ্টে ভরা তাহলে পুরো জীবনটাই এলোমেলো মনে হয়। দুঃখ এবং কষ্ট এই দুইটাই আমাদের জীবনের সঙ্গী। হয়তোবা আমরা এই বিষয়টা কেউ উপলব্ধি করতে পারি আবার কেউ পারিনা। তবে আমি মনে করি এই বিষয়টা মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো।
" স্মৃতির আকাশ "
আজ বড় বেশি মনে পড়ছে তোমাকে,
স্মৃতির আকাশ মেলে।
তুমি কি ভাবছো আমাকে,
ভেবে ভেবে অন্ধকারে।
চেপে উঠে বুক,
কেঁদে কেঁদে লোনা জলে।
ভেসে যায় চোখ,
আজ অনেক অনুশোচনার পর।
ডাকছে হৃদয় শুধু প্রিয়াকে,
যে ইচ্ছে করে চলে গেছে।
তাকে খুঁজে পাব কোথায়,
ভেবে ভেবে মায়া জালে।
হৃদয়টা প্রতারিত হয়ে যায়,
এতটা কঠিন হওয়ার পরও।
কিছুতেই বুঝাতে পারিনা হৃদয়কে,
কিভাবে থাকবে এমন করে।
এ কেমন জীবন কাটাবো,
তোমায় ছাড়া হৃদয় ভিলীন।
এ কেমন কষ্ট বয়ে যাবে জীবনে,
অস্থির থাকবে আমার এই হৃদয়ে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। এই ধরনের কবিতা পড়তে খুব ভালো লাগে। প্রিয়জনকে অনুভব করে চমৎকার অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে প্রিয়জন চলে গেলে তাকে সব সময় হৃদয়ের মাঝে অনুভব হয়। হৃদয়ের মাঝে সব সময় শূন্যতা বিরাজ করে। কবিতার এই লাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে মন্তব্য করেছেন তারপরে ভীষণ ভালো লাগে।
আসলে এটা কিন্তু সত্যি দুঃখ কষ্ট দুটোই আমাদের সঙ্গী, আর এটা কেউ কেউ উপলব্ধি করতে পারে আবার কেউ কেউ পারেনা। স্মৃতির আকাশ কবিতাটা আপনি অনেক সুন্দর ভাবে লিখেছেন। প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লেখার কারণে আমার কাছে কবিতাটা পড়তে অনেক ভালো লেগেছে। আসলে অনেক স্মৃতি রয়েছে যেগুলো খুবই কষ্টের আর সেগুলো মনে করলে আরো বেশি কষ্ট লাগে। আপনার পরবর্তী কবিতাটা আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করবেন।
ঠিক বলেছেন দুঃখ কষ্ট এবং স্মৃতি সবকিছু মিলিয়ে আমাদের জীবন আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
আসলেই এই ব্লগের অনুপ্রেরণায় সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা শিখে গিয়েছে। ঠিক বলেছেন আপু স্মৃতিগুলো মনে করতে অন্যরকম ভালো লাগে। সব সময় পুরনো দিনগুলোকে বেশি ভালো লাগে। আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।
আমার কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু, স্মৃতিগুলো কষ্টের হলে বেশ জ্বালা দেয়। পুরো আকাশ জুড়েই তখন স্মৃতিগুলো ভেসে উঠে। আপনি দারুণ লিখতে পারেন আপু। একটা সময় এসে আমরা বুঝতে পারি কি জিনিস হারিয়ে ফেললাম জীবন থেকে। তবে স্মৃতিগুলো নিয়েই বেচেঁ থাকতে হয় আমাদের
ঠিক বলেছেন স্মৃতিগুলো যতটা গভীরে যায় ততটাই বেশি কষ্ট হয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি স্মৃতির আকাশ নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে স্মৃতির আকাশ অনেক বড় কল্পনা করলে বোঝা যায়। তবে আপনি সবসময় সুন্দর কবিতা লিখে থাকেন। খুব সুন্দর কবিতার প্রতিটি লাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্মৃতির আকাশ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের উৎসাহ মূলক মন্তব্য পড়ে অনেক অনেক ভালো লাগলো
মনের আবেগ এবং অনুভূতি থেকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।পিছনে ফেলে আসা প্রিয় মানুষগুলোর কথা মনে হলে মনের মাঝে অনেক খারাপ লাগে। কবিতার মাধ্যমে আপনার সৃজনশীলতা ও মনে জমে থাকা কিছু কথা আশা করি শেয়ার করতে পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ।