DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে আঁকা নদীর সুন্দর একটা পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220102-WA0016.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220101_133911.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সে খাতার উপরে পেন্সিল দিয়ে একটা নদীর স্কেচ অঙ্কন করে নিলাম।

IMG_20220101_133938.jpg

IMG_20220101_134255.jpg

IMG_20220101_134305.jpg

ধাপ ২ :

তারপর উপরের অংশে নীল রঙ আর সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর সাদা রং দিয়ে ছোট ছোট কিছু মেঘ রং করে নিলাম।

IMG_20220101_134803.jpg

IMG_20220101_134808.jpg

IMG_20220101_135402.jpg

ধাপ ৩ :

তারপর মাঝখানে একটু অংশ খালি রেখে নিচের অংশে সাদা আর নীল রং দিয়ে রং করে নিলাম।

IMG_20220101_135724.jpg

IMG_20220101_135735.jpg

ধাপ ৪ :

তারপর মাঝখানের অংশটুকুর মধ্যে লাল আর সাদা রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম।

IMG_20220101_135920.jpg

IMG_20220101_140459.jpg

ধাপ ৫ :

তারপর লাল রং এর মাঝখানে কালো রং দিয়ে ছোট একটা পাহাড় রং করে নিলাম। তারপর নিচের দিকে পাহাড়ের ছোট কিছু ছায়া রং করে নিলাম।

IMG_20220101_140832.jpg

IMG_20220101_141450.jpg

IMG_20220101_141649.jpg

ধাপ ৬ :

তারপর নিচের অংশের এক পাশে কালো সবুজ রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220101_142352.jpg

IMG_20220101_142543.jpg

ধাপ ৭ :

তারপর কাল আর সবুজ রঙের উপরে গাঢ় সবুজ রং আর হলুদ রং দিয়ে ছোট ছোট করে কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20220101_142954.jpg

IMG_20220101_143429.jpg

IMG_20220101_143433.jpg

ধাপ ৮ :

তারপর সেই ছোট গাছগুলোর মাঝখানে সাদা আর হলুদ রং দিয়ে ছোট ছোট করে কিছু ফুল রং করে নিলাম।

IMG_20220101_143920.jpg

IMG_20220101_144414.jpg

IMG_20220101_144614.jpg

ধাপ ৯ :

তারপর ওপরের আকাশের দিকে থেকে কালো রং দিয়ে একপাশে বড় একটা নারিকেল গাছের পাতা রং করে নিলাম।

IMG_20220101_145720.jpg

IMG_20220101_145847.jpg

ধাপ ১০ :

তারপর অন্য দিক থেকে আরও কিছু পাতা কালো রং দিয়ে রং করে নিলাম। তখন আকাশটা দেখতে আরো অনেক সুন্দর দেখা যায়।

IMG_20220101_150052.jpg

IMG_20220101_150301.jpg

IMG_20220101_150342.jpg

ধাপ ১১ :

তারপর নিচে পানির মধ্যে পেন্সিল দিয়ে ছোট ছোট দুটো রাজহাঁস এঁকে নিলাম।

IMG_20220101_150722.jpg

IMG_20220101_150730.jpg

ধাপ ১২ :

তারপর কালো রং দিয়ে প্রথমে বড় রাজহাঁস টা রং করে নিলাম। তারপর বড় রাজহাঁস টার সাথে সাথে ছোট রাজহাঁস তাকেও রং করে নিলাম।

IMG_20220101_150930.jpg

IMG_20220101_151137.jpg

IMG_20220101_151244.jpg

ধাপ ১৩ :

কিভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। তারপর পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম।

IMG_20220101_151309.jpg

IMG_20220101_151603.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটা পেন্টিং অঙ্কন করে নিলাম। আশাকরি আপনাদের সকলের খুব পছন্দ হবে।

IMG-20220102-WA0015.jpg

IMG-20220102-WA0020.jpg

IMG-20220102-WA0021.jpg

IMG-20220102-WA0023.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220102-WA0022.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে। আপনার আকার হাত বেশ ভালো। আর আপনার কালার সেন্স খুব ভালো। ছবিটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে। সেজন্য প্রতিদিন চাই অনেক সুন্দর কিছু ছবি এঁকে আপনাদের উপহার দিতে।

ওয়াও অসাধারণ হয়েছে আপু আপনার জলরঙে আঁকা পেইন্টিং।আর নদীর ভিতর হাঁস এবং সাইডে ফুল সব মিলিয়ে অসাধারণ লাগছে আপনার চিত্রটি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্যের জন্য। সত্যিই পেইন্টিংটা আঁকতে পরিবেশটাও খুব সুন্দর ছিল। সে জন্য এই পেইন্টিং আমার ও খুবই ভালো লেগেছে

 3 years ago 

আপনিতো দিনদিন মাস্টার আর্টিস্ট হয়ে যাচ্ছেন। হাতের কাজগুলো প্রতিদিন সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। পানিতে রঙের প্রতিফলন টি অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আমার আর্ট করতে খুবই ভালো লাগে। সেজন্য আর্ট করে আপনাদেরকে দেখায়

 3 years ago 

  • আজকের টা তো আরো দুর্দান্ত পেইন্টিং হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। তোমার সবগুলো পেইন্টিং অসাধারণ হয়ে থাকে। উপস্থাপনাটা খুব ভাল ছিল আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইল
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পুকুরের পানিতে হাঁস সাঁতার কাটছে তার একটি দৃশ্য জলরং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যটি অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

💐💐💐

 3 years ago 

আপু আপনি পোস্টার রং দিয়ে আঁকা নদীর সুন্দর একটা পেইন্টিং তৈরি করেছেন কালার গুলো দারুন ভাবে ফুটে উঠেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

আপনার ছবি আঁকা টা খুবই সুন্দর হয়েছে আপু।পোস্টার রং দিয়ে আঁকা নদীর সুন্দর একটা পেইন্টিং তৈরি করেছেন কালার টা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। সত্যি কথা বলতে আপনি খুবই সুন্দর সুন্দর ছবি আঁকতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার প্রতিটা ছবি কেমন করে এত নিখুঁত ও সুন্দর হয় মনে হয় সেটা বাস্তব দেখতেছি। কাশফুলের সাথে হাস ছবিটি অন্যান্য সব ছবির মতই অত্যন্ত সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর পেইন্টিং পাওয়ার অপেক্ষায় রইলাম আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর কিছু পেইন্টিং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য

আপনাকেও অনেক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম।

সত্যি আপু আপনার পেইন্টিং গুলো বরাবরই খুব সুন্দর হয়। এবারেরটাও খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি চমৎকারভাবে উপস্থাপনা করেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
এটা জেনে খুবই ভালো লাগলো যে আমার পেইন্টিং আপনার খুবই ভালো লাগে

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার জলরঙে আঁকা নদীর পেইন্টিং টি। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করছেন সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার হাতে জাদু আছে বলে আমি মনে করি না হলে এত সুন্দর পেইন্টিং আঁকা সম্ভব না। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ছবি আঁকছেন পারলে এমনিতেই ছবিগুলো সুন্দর দেখা যায়। আমার নিজেরও আজকের নিজের আঁকা ছবি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

নাহ আপু আঁকিনি,,, চেষ্টা করবো। ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছে। বিশেষ করে নদীতে থাকা হাঁসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা ধাপ খুবই সাজানো-গোছানো ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60003.48
ETH 2309.22
USDT 1.00
SBD 2.49