DIY || এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে মুখের মাস্ক তৈরি ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করে দেখাবো। আজকে একটি বাঘের মুখোশ তৈরি করার চেষ্টা করলাম। রঙিন কাগজ দিয়ে আমার তো নানা ধরনের জিনিস সব সময় তৈরি করতে খুবই ভালো লাগে। তাই আজকে রঙিন কাগজ দিয়ে একটি বাঘের মুখোশ তৈরি করার চেষ্টা করি। বিভিন্ন রকম জিনিস দেখে দেখে এরকম সুন্দর জিনিসগুলো তৈরি করতে আমার সবসময় খুবই ভালো লাগে। আর আমার তৈরি করা এই সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুবই আনন্দ লাগে। তাই আজকে এই সুন্দর বাঘের মুখোশটা তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি এটা আপনাদের সকলের খুবই পছন্দ হবে।

20220803_170940.png

উপকরণ :

✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ গাম
✓ কাটার
✓ কাঁচি

IMG_20220726_190632_mfnr.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটি রঙিন কাগজের মধ্যে একটি গোল বৃত্ত এঁকে উপরে চিকন করে আরো একটি ছোট গোল বৃত্ত এঁকে নিলাম।

IMG_20220726_190944_mfnr.jpg

IMG_20220726_191010_mfnr.jpg

ধাপ ২ :

তারপর কাঁচি দিয়ে সেই বৃত্ত টাকে সুন্দরভাবে ধীরে ধীরে রঙিন কাগজ এর মাঝখানটাই সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম।

IMG_20220726_191523_mfnr.jpg

IMG_20220726_191745_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর সেই বড় বৃত্তটার মাঝখানে চোখের মতো করে একটি বৃত্ত আবারও সুন্দরভাবে কাছে দিয়ে কেটে নিলাম।

IMG_20220726_193229_mfnr.jpg

IMG_20220726_193239_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর আরেকটি সাদা রঙিন পেপার কে গোল করে ছোট দুটি বৃত্ত কেটে আবার একটি বড় বৃত্তকে ভাজ করে সুন্দরভাবে কেটে নিলাম।

IMG_20220726_193618.jpg

IMG_20220726_194246.jpg

ধাপ ৫ :

তারপর বড় মুখোশের মধ্যে ঘাম লাগিয়ে সেই ছোট বৃত্ত আর কালো রঙের বৃত্তটাকে লাগিয়ে নিলাম।

IMG_20220726_210833.jpg

IMG_20220726_213040_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর বাঘের মুখের মত মার্কার কলম দিয়ে কয়েকটি বৃত্ত আর চিকন করে মুখোশের চারপাশে দাগ টেনে নিলাম।

IMG_20220726_213945_mfnr.jpg

IMG_20220726_214725_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর উপরের অংশে ঘাম দিয়ে একটু মুখের আকারে তৈরি করে নিলাম।

IMG_20220726_215002_mfnr.jpg

IMG_20220726_220039_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর রঙিন কালো কাগজ দিয়ে একটি লাঠি সুন্দরভাবে তৈরি করে নিলাম।

IMG_20220726_220313_mfnr.jpg

IMG_20220726_220418_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর সেই মুখোশের একপাশে লাঠিটাকে ঘাম দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে একটি চোখের মুখোশ তৈরি করা শেষ করে নিলাম।

IMG_20220726_220541_mfnr.jpg

IMG_20220726_220641_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে একটি চোখের মুখোশ তৈরি করে নিলাম। আশা করি এই মুখটি আপনাদের সকলের খুবই পছন্দ হবে।

IMG_20220803_142714.jpg

IMG_20220803_142806.jpg

IMG_20220803_142853.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn3wpFCJEqrgBCREV.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZfRiVYwbSKEHa7jxYTfNGAKWeYKdYcUHURtq5gU2pPT43ZjtY8dK2rWmBZNCcDdL16HmkzCULVYi.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর মুখোশ তৈরি করে ফেলেছেন।অসাধারণ হয়েছে এবং কাগজের তৈরি যে কোন জিনিস অনেক ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও এই মুখোশটি খুবই ভালো লাগলো
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

অনেক সুন্দর একটি মুখোশ আপনি তৈরি করেছেন, যা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি মুখোশটি অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি কাজ ধাপে ধাপে তৈরি করে দেখিয়েছেন। যা দেখে সহজে যে কেউ বানাতে পারবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে মুখোশ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

diy এবং আর্ট এর সমন্ব্য়ে খুব সুন্দর একটা মুখোশ তৈরি করেছেন আপু । প্রথম দেখাতে বোঝায় যাচ্ছে না এটা হাতে তৈরি । বাজারে কেনা মেশিনে তৈরি প্লাস্টিক ভাবছিলাম প্রথমে । বিবরণ দেখেই টের পেলাম এটা আপনার সুনিপুন হাতের বানানো ।
ধন্যবাদ আপু । এত্ত সুন্দর একটা মুখোশ আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি এরকমটাই পোস্টগুলো আমার তৈরি করতে খুবই ভালো লাগে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি মুখের মাস্কটি চমৎকার হয়েছে আপু। একদম মনে হচ্ছে যে কিনতে পাওয়া যায় যে বাঘের মুখোশগুলো ওরকম। বোঝা যাচ্ছে অনেক মন থেকে এবং দক্ষতার সাথে বানিয়েছেন। সেই সাথে আপনার উপস্থাপনা ও চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এরকম বাঘের মুখোশগুলো মার্কেটে কেনা যায়
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

নতুন এবং ইউনিক একটি কারুকাজ শেয়ার করেছেন আপু আপনি। সত্যি যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর উপস্থাপনা ছিল আপনার। আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই মুখোশটি ভালো লেগেছে জেনে
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ওয়াও আপু জাস্ট অসাধারণ রঙিন কাগজ দিয়ে তো আপনি খুব সুন্দর একটি মুখোশ তৈরি করেছেন। ছোট বাচ্চারা এই মুখোশটি দেখলে খুবই খুশি হবে। আমি আমার ছেলেকে অবশ্যই এরকম একটি মুখোশ তৈরি করে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন এই মুখোশটি ছোট বাচ্চারা দেখলে খুবই খুশি হয়ে যাবে
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মুখের মাস্ক তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে মুখের মাস্ক তৈরি করেছেন। মুখের মাস্কটি দেখতে অনেক সুন্দর লাগছে। মুখের মাস্ক তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার তো এরকম কাজগুলো করতে অনেক ভালো লাগে
আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

 2 years ago 

ফাটাফাটি হয়েছে আপু মুখোশটা। এত চমৎকার আপনার হাতের কাজের ফিনিশিং 👌👌👌 এতটা পারফেক্ট ভাবে কি করে যে কাজ করেন এটা বুঝেই পাইনা । সত্যিই আপু খুব সুন্দর একটা উপস্থাপনা আজকে উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মুখের মাস্ক তৈরি করেছেন। আপনার মুখের মাক্স তৈরি করার উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। দেখে শিখতে পারলাম। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.12
JST 0.032
BTC 58254.01
ETH 2971.20
USDT 1.00
SBD 3.89