"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩১ || ফ্রুট কাটিং ময়ূরের ডিজাইন

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আবারো চলে আসলাম আমাদের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবারের প্রতিযোগিতার বিষয় দেখেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার আসলে যদিও এরকম ফ্রুটস কাটিং করার অভিজ্ঞতা নেই। কিন্তু তারপরেও আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন কাটিং গুলো দেখতেই বেশি ভালো লাগে। প্রতিযোগিতা প্রথমে দেখেই আমি ঠিক করে নিয়েছি অবশ্যই জয়েন করব।

আসলে আমার বাংলা ব্লগে আসার পর থেকে প্রায় বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা হয়েছে। আর কাজের অভিজ্ঞতা গুলো ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন কাজ করতেই ভীষণ ভালো লাগে। প্রথম কয়েকদিন তো কি তৈরি করব এটা কিছুতেই বুঝতে পারছিলাম না। কারণ বিভিন্ন ফল রয়েছে কি ফল দিয়ে তৈরি করব এটা একটু কষ্টকর। তারপরে ভাবলাম যদি পাকা পেঁপে দিয়ে ডিজাইন করে তাহলে মনে হয় ভালো লাগবে। বিশেষ করে আমি ভাবছি ময়ূর তৈরি করব। কারণ আমার কাছে ময়ূরের ডিজাইন গুলো বেশি ভালো লাগে। এজন্য কথা অনুযায়ী কাজে লেগে পড়লাম। তবে পেঁপের মধ্যে ডিজাইনটা করতে ভীষণ কষ্ট হয়েছে। তাছাড়া অনেক ভয় ভয় করছিলাম পারফেক্ট হবে কিনা।

কিন্তু তারপরেও কিছু টা তৈরি করতে পারলাম। আসলে কাটিংগুলো করতে অনেক সাবধানে করতে হয়। কিছুটা এদিক থেকে ওদিক হলে নষ্ট হয়ে যায়। পেঁপের সাথে আরো কিছু ফল এবং সবজি দিয়ে ডিজাইন করলাম। ডিজাইন টা করতে আমার অনেক বেশি সময় লেগেছে। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারলাম দেখে ভালো লাগলো। আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আশা করি আমার তৈরি করা ময়ূরটি আপনাদেরও ভালো লাগবে।

1676985963728.jpg

1676985964212.jpg

উপকরণ :

• পাকা পেঁপে
• কাঁচা পেঁপে
• আঙ্গুর
• গাজর
• শশা
• টমেটো
• টুথপিক
• ছুরি, কাঁটার

IMG_20230221_121025.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পাকা পেঁপে নিলাম। এরপর একটু একটু করে ময়ূরের মাথার কিছুটা অংশ কেটে ডিজাইন করে দিলাম।

IMG_20230221_121534.jpg

IMG_20230221_121941.jpg

ধাপ - ২ :

এরপরে ময়ূরের দুই পাশে একটু একটু করে কেটে ডিজাইন করে নিলাম।

IMG_20230221_123127.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি মাঝখানের অংশে কিছুটা ডিজাইন করে ময়ূরের মাঝখানের অংশটা কেটে নিলাম।

IMG_20230221_124451.jpg

ধাপ - ৪ :

এরপর ময়ূরের দুই পাশের অংশে পাতার মতো ডিজাইন করে নিলাম।

IMG_20230221_125554.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি পেঁপের মধ্যে ময়ূরের কিছুটা ডিজাইন করে নিলাম।

IMG_20230221_125612.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি কাঁচা পেপেটাকে দুইপাশ থেকে কেটে নিলাম।

IMG_20230221_125750.jpg

ধাপ - ৭ :

এরপরে কাঁচা পেপেটাকে কেটে সুন্দরভাবে ডিজাইন করে ‌নিলাম। নিচের অংশটাকে কেটে পাতার মতো ডিজাইন করে নিলাম।

IMG_20230221_130150.jpg

IMG_20230221_130154.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি একটা শশা নিলাম। এরপরে শসাটাকে লম্বাটে করে পাতলা পাতলা করে কেটে নিলাম।

IMG_20230221_130302.jpg

IMG_20230221_130418.jpg

ধাপ - ৯ :

এর এরপরে শসা গুলোর মধ্যে চিকন চিকন করে ডিজাইন করে পাতার মত করে নিলাম।

IMG_20230221_131429.jpg

ধাপ - ১০ :

এরপরে টমেটোকে পাতলা পাতলা করে কেটে শসার উপরে দিয়ে দিলাম।

IMG_20230221_131856.jpg

ধাপ - ১১ :

এরপর আমি একটা গাজরকে চিকন চিকন করে গোল করে কেটে নিলাম।

IMG_20230221_132112.jpg

ধাপ - ১২ :

এরপরে আবারও একটা শশাকে গোল গোল করে চিকন করে কেটে নিলাম।

IMG_20230221_132242.jpg

ধাপ - ১৩ :

এরপরে টুথপিক দিয়ে গাজরের টুকরো গুলো ময়ূরের পিছনের অংশ লাগিয়ে নিলাম।

IMG_20230221_132701.jpg

ধাপ - ১৪ :

এরপরে টুথপিক দিয়ে কিছু কালো আঙ্গুর পেছনের অংশ লাগিয়ে নিলাম।

IMG_20230221_134931.jpg

শেষ ধাপ :

এরপরে শসার অংশগুলো ময়ূরের পেছনের অংশ লাগিয়ে নিলাম। এরপর শসা এবং গাজরের অংশগুলো দিয়ে ডেকোরেশন করে নিলাম। আশা করি আমাদের আপনাদের সবার খুবই পছন্দ হবে।

1676985964212.jpg

1676985964013.jpg

1676985963846.jpg

1676985963776.jpg

1676985964013.jpg

1676985964260.jpg

1676985963962.jpg

1676985963664.jpg

1676985964305.jpg

1676985964144.jpg

1676985964103.jpg

1676985963728.jpg

1676985963919.jpg

1676985964062.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

অসাধারণ একটি ফ্রুট কাটিং ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর করে ফ্রুট দিয়ে ময়ূর তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

চেষ্টা করলাম ময়ূর টি সুন্দরভাবে তৈরি করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 last year 

ময়ূরের ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ডিজাইনটি করেছেন। আসলে এই ধরনের কাজগুলো করার অভিজ্ঞতা আমার নেই। তবে দেখতে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা এই ডিজাইনটি আমার অনেক ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ঠিক বলেছেন আপনি এই ধরনের কাজগুলো করতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। চেষ্টা করলাম সুন্দরভাবে ডিজাইনটি করার জন্য।

 last year 

ফ্রুট কাটিং ময়ূরের ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ হয়েছে আপু। আপনার ইউনিক আইডিয়া আমার ভীষণ ভালো লেগেছে। অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্য করার জন্য।

 last year 

ফ্রুট কাটিং কনটেস্টে খুবই সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন ।আপনার ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কাঁচা পেঁপে, পাকা পেঁপে, শসা আরও বিভিন্ন জিনিস দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন। আপনার ডেকোরেশন টা অনেক বেশি সুন্দর ছিল । এক কথায় অসাধারণ একটি ফলের ডিজাইন করেছেন। আপনি ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 last year 

আমি পুরো কাজটি পেঁপে দিয়ে তৈরি করার চেষ্টা করলাম। তার পাশাপাশি বিভিন্ন রকম ফল রাখলাম।

 last year 

প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার ফ্রুট কাটিং ময়ূরের ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক গুলো ফল দিয়ে আপনি খুব সুন্দর একটি ময়ূরের ডিজাইন করেছেন। আমার কাছে আপনার এই ফ্রুট কাটিং ডিজাইন অনেক ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

চেষ্টা করলাম সুন্দর ময়ূরটি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 last year 

প্রথমেই আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৩১ এর জন্য আপনাকে শুভেচ্ছা জানাই আপু।আপনি অনেক সুন্দর একটি ফ্রুট কাটিং শেয়ার করেছেন।ডাই টি অনেক ভালো লেগেছে।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 last year 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 last year 

ওয়াও ওয়াও অসাধারণ একদম অসম্ভব সুন্দর লাগছিল ৷ প্রথমে বলবো যে আপনার মেধা সৃজনশীলতা সত্যি অসাধারণ ৷ এতো সুন্দর করে ময়ুর কাটিং ভাবা যায় ৷ তাও আবার পেপের মধ্যে ৷ আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু৷

 last year 

আমার ফ্রুট কাটিং ডিজাইন আপনার এত ভালো লেগেছে দেখে খুবই খুশি হলাম।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর ভাবে অনেক কিছু তৈরি করে আমাদের দেখিয়েছেন। যা দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যিই এত সুন্দর ইউনিক দক্ষতা আমাদের মুগ্ধ করেছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

শুরুতেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু প্রতিয়োগিতায় অংশগ্রহণ করার জন্য ৷ আপনি অসাধারণ একটি ফ্রুট কাটিং ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক সুন্দর করে ফ্রুট দিয়ে ময়ূর তৈরি করেছেন। এটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষনীয় হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ৷

 last year 

চেষ্টা করলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আমার এই ডিজাইন ভালো লেগেছে জেনে আরো খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67280.14
ETH 3764.45
USDT 1.00
SBD 3.57