DIY || এসো নিজে করি || জলরং আর রঙিন পেপার দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আট এঁকে দেখাবো। এরকম ওয়ালমেট গুলো বানাতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম ওয়ালমেট গুলো বানাতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু বানাতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা ওয়ালমেট বানিয়ে দেখাবো। তাই আজকে আমার নিজের হাতে ওয়ালমেট বানিয়ে আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই ওয়ালমেট।

IMG-20211127-WA0000.jpg

আঁকার উপকরণ :

✓ রঙিন পেপার
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ কাঁচি

IMG_20211123_152014.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা সাদা খাতার পৃষ্ঠা নিয়ে নিলাম। তারপর সেই খাতার পৃষ্ঠা তার চারপাশে পেন্সিল দিয়ে স্কেলে সমান করে দাগ টেনে নিলাম।

IMG_20211123_152133.jpg

ধাপ ২ :

তারপর কালো রং দিয়ে খাতার পৃষ্ঠা চারপাশে সুন্দরভাবে রং করতে থাকি। চারপাশে কালো রং দিয়ে রং করার কারণে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211123_152358.jpg

IMG_20211123_152704.jpg

IMG_20211123_152748.jpg

ধাপ ৩ :

তারপর পেন্সিল দিয়ে সাদা পৃষ্ঠার উপরে সুন্দরভাবে একটা গাছ নিলাম। তারপর সেই গাছের ছোট ছোট ঢাল পেন্সিল নিয়ে এঁকে নিলাম।

IMG_20211123_153223.jpg

IMG_20211123_153356.jpg

ধাপ ৪ :

তারপর সেই পেন্সিলের দাগের উপরে কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। পুরো গাছের ডাল গুলো রং করার কালার দেখতে অনেক সুন্দর দেখা যায়। তখন গাছের ডালগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211123_153533.jpg

IMG_20211123_153742.jpg

IMG_20211123_153904.jpg

ধাপ ৫ :

তারপর একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে চিকন চিকন করে কেটে দিলাম। এভাবে অনেকগুলো কালার পেপার থেকে নিয়ে চিকন করে কেটে নিলাম।

IMG_20211123_155424.jpg

IMG_20211123_155453_mfnr.jpg

IMG_20211123_155510.jpg

ধাপ ৬ :

তারপর সেই চিকন রঙিন পেপারের সাথে ঘাম লাগিয়ে নিলাম। তারপর চিকন পেপার গুলো কে গোল করে নিলাম। গাম দিয়ে গোল করতে অনেক সময় লেগে যায়।

IMG_20211123_155624_mfnr.jpg

IMG_20211123_155557_mfnr.jpg

IMG_20211123_155716_mfnr.jpg

ধাপ ৭ :

এইভাবে চিকন রঙিন পেপার গুলোকে গোল গোল করে নিয়ে নিতাম। বিভিন্ন কালারের রঙিন পেপার গোল করে নিলাম।

IMG_20211123_160620_mfnr.jpg

IMG_20211123_160636_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর সেই গোল রঙিন পেপার গুলোর সাথে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই গোল রঙিন পেপার গুলোকে জল রং দিয়ে আঁকা গাছের ডালের সাথে বসিয়ে নিলাম।

IMG_20211123_161152_mfnr.jpg

IMG_20211123_161211.jpg

IMG_20211123_161431_mfnr.jpg

ধাপ ৯ :

এই ভাবে একে একে গোল বৃত্ত গুলোকে গাছের ডালের সাথে লাগিয়ে নিলাম। পুরো গাছের সাথে গোল বৃত্ত গুলো লাগানো হয়ে গেলে গাছটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211123_161533.jpg

IMG_20211123_161711.jpg

শেষ ধাপ :

এইভাবে গাছের সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিলাম। এই ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর হইছে। আশা করি আপনাদের সকলের এই ওয়ালমেট খুব ভালো লাগবে।

IMG-20211127-WA0004.jpg

IMG-20211127-WA0001.jpg

ওয়ালমেট সহ আমার একটি ছবি

IMG-20211127-WA0003.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার ওয়ালমেটটি দেখে আমি প্রথমে মনে করেছি যে গোল গোল গুলা হাত দিয়ে আঁকা দেখতে একেবারে পানির ফোটার মত লাগছিল।আমার কাছে দেখতে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে এগুলো কাগজ দিয়ে বানানো। রঙ গুলো খুব সুন্দর ফুটেছে নিখুঁত করে আপনি ওয়ালমেটটি বানিয়েছেন দেখতে খুব ভালো লাগছে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

জল রং এবং রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে আমাদের মাঝে একটি ওয়ালমেট তৈরি করা দেখিয়েছেন। আপনি অনেক সৃষ্টিশীল মনোভাব নিয়ে কাজ করেন যেটি আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ১০ টি ধাপে আমাদের মাঝে অনেক গুছিয়ে পোস্টটি উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনি জল রং দিয়ে খুব সুন্দর সুন্দর দৃশ্যের পেইন্টিং করে থাকেন। যা আমার কাছে খুবই ভালো লাগে। এইবারও সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। জলরং এবং রঙিন কাগজের সাহায্যে ।সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা বুঝতে আমাদের সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

এটা সত্যিই অসাধারণ। একদম ইউনিক ওয়ালমেট। অনেক কম উপকরণ এবং অল্প সময় এর মাধ্যমে অসাধারণ ওয়ালমেট উপহার দিলেন। একজন ইউনিট এবং অসাধারণ পোস্ট সৃজনশীলতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে।

জয় হোক আপনার সৃজনশীলতা

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

জলরং ও কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার এই ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যে নিয়ে এসে আমার ড্রইং রুমের সাজিয়ে রাখি। আপনি এত সুন্দর ভাবে কালারগুলো এডজাস্ট করেছেন যে আপনার ওয়ালমেটটির সৌন্দর্য যার ফলে অনেক গুন বেড়ে গিয়েছে। আপনার এটা না আনতে পারলে কি হবে আমি কিন্তু শিখে ফেলেছি আপনার ওয়ালমেটটি তৈরি।তার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি নিজে বানিয়ে আপনাদের ঘরে লাগিয়ে রাখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার কমেন্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

প্রতিদিনের ন্যায় আজকেও জল রং দিয়ে ও রঙিন পেপারের সাহায্যে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।যা প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করেন। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেন। আমার কাছে খুবই ভালো লাগে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু অসাধারণ সুন্দর একটি ওয়ারলেস বানিয়েছেন আপনি। এত সহজে এত সুন্দর একটি ওয়ালমেট বানানো যায় আপনার কাছ থেকে তা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট কিভাবে বানাতে হয় তা শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অন্য রকম একটা থিম। খুব চমৎকার। আজকের কাজে একটা ব্যাপার খুব ভালো। সেটা হলো, কাজটা দেখতে যেমন মিষ্টি, করতেও তেমন সহজ। খুব বেশী কঠিন না। রুমে সাজিয়ে রাখার মত একটা কাজ। শুভেচ্ছা রইলো দিদি ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আমার পোস্টটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

জল রং এবং রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি বলতে আপনার প্রতিটা ডাই পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে। আজকের যে ডাই পোস্ট টি আপনি তৈরি করেছেন সেটা অসম্ভব সুন্দর হয়েছে। প্রথমে একটি গাছ অংকন করে নিয়েছেন তার পরে রঙিন কাগজ দিয়ে বৃত্তাকার বানিয়ে গাছের ডালে ফুলের আকার এর মতো লাগিয়ে দিয়েছেন। যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় তুলে ধরেছেন। সত্যিই আপনার প্রতিভা দেখে আমি অবাক, এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কমেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে ভাইয়া। আমি এভাবে সবসময়ই চাইবো যাতে আপনাদেরকে সুন্দর কিছু করে দেখাতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68857.19
ETH 2715.71
USDT 1.00
SBD 2.72